সরাসরি বিষয়বস্তুতে যান

যিহোবার সাক্ষিদের পরিচালকগোষ্ঠী কী?

যিহোবার সাক্ষিদের পরিচালকগোষ্ঠী কী?

 পরিচালকগোষ্ঠী হল অভিজ্ঞ খ্রিস্টানদের নিয়ে গঠিত একটা ছোটো দল, যারা সারা বিশ্বে থাকা যিহোবার সাক্ষিদের নির্দেশনা দিয়ে থাকেন। তারা কীভাবে তা করেন?

  •    তারা বাইবেলভিত্তিক নির্দেশনা প্রস্তুত করার কাজের দেখাশোনা করেন এবং যিহোবার সাক্ষিদের প্রকাশনা, সভা ও বিভিন্ন স্কুলের মাধ্যমে সেই নির্দেশনা দিয়ে থাকেন।—লূক ১২:৪২.

  •    তারা প্রচার কাজ এবং কীভাবে দান ব্যবহার করা হবে, সেই বিষয়ে নির্দেশনা দেওয়ার মাধ্যমে যিহোবার সাক্ষিদের বিশ্বব্যাপী কাজের দেখাশোনা করে থাকেন।

 প্রথম শতাব্দীতে ‘জেরুসালেমের প্রেরিতেরা ও প্রাচীনেরা’ খ্রিস্টীয় মণ্ডলীর হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন। পরিচালকগোষ্ঠীও একই বিষয় করে থাকে। (প্রেরিত ১৫:২) অতীতের সেই বিশ্বস্ত ব্যক্তিদের মতো পরিচালকগোষ্ঠীর সদস্যেরাও আমাদের সংগঠনের নেতা নন। তারা এটা স্বীকার করেন, যিহোবা ঈশ্বর যিশু খ্রিস্টকে মণ্ডলীর মস্তক হিসেবে নিযুক্ত করেছেন। তাই, তারা বাইবেল থেকে নির্দেশনা খোঁজেন।—১ করিন্থীয় ১১:৩; ইফিষীয় ৫:২৩.

পরিচালকগোষ্ঠীর সদস্যেরা কারা?

 পরিচালকগোষ্ঠীর সদস্যেরা হলেন কেনেথ কুক জুনিয়র, গেজ ফ্লিগেল, স্যামুয়েল হার্ড, জেফ্রি জ্যাকসন, স্টিভেন লেট, গ্যারিট লোশ, মার্ক স্যান্ডারসন, ডেভিড স্প্লেন এবং জেফ্রি উইন্ডার। তারা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে ওয়ারউইকে আমাদের বিশ্বপ্রধান কার্যালয়ে সেবা করেন।

পরিচালকগোষ্ঠী কীভাবে আমাদের কাজের দেখাশোনা করে?

 আমাদের সংগঠনের কাজের দেখাশোনা করার জন্য পরিচালকগোষ্ঠী ছ-টা কমিটি তৈরি করেছে। প্রত্যেক সদস্য একটা অথবা একটার বেশি কমিটিতে সেবা করে থাকেন।

  •    কোঅর্ডিনেটরস্‌ (সমন্বয়কারী) কমিটি: এই কমিটি বিভিন্ন আইন সংক্রান্ত বিষয় দেখাশোনা করে। যেমন, যিহোবার সাক্ষিদের যখন তাদের বিশ্বাসের কারণে তাড়না করা হয় এবং এমন কোনো জরুরি বিষয়, যেটা যিহোবা সাক্ষিদের উপর প্রভাব ফেলে। এ ছাড়া, এই কমিটি কোনো বিপর্যয়ের সময়ে ত্রাণকাজের দেখাশোনা করে থাকে।

  •    পারসোনেল (কর্মী সংক্রান্ত) কমিটি: এই কমিটি বেথেল পরিবারের সদস্যদের দেখাশোনা করে থাকে।

  •    পাবলিশিং (প্রকাশনা সংক্রান্ত) কমিটি: এই কমিটি বাইবেলভিত্তিক প্রকাশনা ছাপানো এবং তা বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার বিষয়টা দেখাশোনা করে। আর এই কমিটি সভাস্থল, ট্রানস্লেশন অফিস এবং শাখা অফিস ও সেটার বিভিন্ন বিল্ডিং নির্মাণ কাজেরও দেখাশোনা করে।

  •    সার্ভিস (পরিচর্যা সংক্রান্ত) কমিটি: এই কমিটি “রাজ্যের সুসমাচার” প্রচার কাজের দেখাশোনা করে।—মথি ২৪:১৪.

  •    টিচিং (শিক্ষাদান সংক্রান্ত) কমিটি: এই কমিটি সেই নির্দেশনাগুলো প্রস্তুত করার ক্ষেত্রে দেখাশোনা করে, যেগুলো আমরা আমাদের সভা, স্কুল এবং অডিও ও ভিডিও প্রোগ্রামের মাধ্যমে পেয়ে থাকি।

  •    রাইটিং (লিখন সংক্রান্ত) কমিটি: এই কমিটি সেই নির্দেশনাগুলো প্রস্তুত করার ক্ষেত্রে দেখাশোনা করে, যেগুলো আমরা ছাপানো আকারে এবং আমাদের ওয়েবসাইটে পাই। এ ছাড়া, এই কমিটি ট্রানস্লেশন কাজের দেখাশোনা করে থাকে।

 এর পাশাপাশি, পরিচালকগোষ্ঠী প্রতি সপ্তাহে এই বিষয়ে আলোচনা করার জন্য মিলিত হয় যে, সংগঠনে কী কী প্রয়োজন রয়েছে। এই সভাগুলোতে তারা আলোচনা করেন, এই বিষয়ে শাস্ত্র কী বলে আর তারা যিহোবার কাছ থেকে পবিত্র শক্তি চান। এরপর, তারা চেষ্টা করেন যেন তারা সবাই একমত হয়ে একটা সিদ্ধান্ত নেন।—প্রেরিত ১৫:২৫.

পরিচালকগোষ্ঠীর সাহায্যকারী কারা?

 এই ভাইয়েরা হলেন সেই বিশ্বস্ত খ্রিস্টান, যারা পরিচালকগোষ্ঠীর কমিটিগুলোকে সাহায্য করে থাকেন। (১ করিন্থীয় ৪:২) তাদের যে-কমিটিতে কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছে, সেই কমিটির কাজের বিষয়ে তাদের দক্ষতা ও অভিজ্ঞতা আছে। প্রতি সপ্তাহে যে-মিটিং হয়, সেখানে তারাও যোগ দেন। যদিও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা নিজেদের মতামত দেন না, তবে তারা গুরুত্বপূর্ণ পরামর্শ এবং সেই বিষয়ে কিছু তথ্য দেন, তারা সেই কমিটির নেওয়া সিদ্ধান্ত কাজে লাগান আর নিয়মিত সেটার ফলাফল চেক করেন। এ ছাড়া, পরিচালকগোষ্ঠী তাদের পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা আমাদের ভাই-বোনদের পরিদর্শন করার জন্য পাঠায় আর সেইসঙ্গে অ্যানুয়াল মিটিং এবং গিলিয়েড গ্র্যাজুয়েশনের মতো বিভিন্ন কার্যক্রমে বক্তৃতা দেওয়ার জন্যও পাঠায়।

পরিচালকগোষ্ঠীর বিভিন্ন কমিটির সাহায্যকারী ভাইয়েরা

কমিটি

নাম

কোঅর্ডিনেটরস্‌

  • জন একরান

  • পল গিলিস

  • ট্রয় স্নাইডার

পারসোনেল

  • জেরাল্ড গ্রিজেল

  • প্যাট্রিক লাফ্রাঙ্কা

  • ড্যানিয়েল মলচ্যান

  • মার্ক স্কট

  • রাল্ফ ওয়ালস্‌

পাবলিশিং

  • রবার্ট বাটলার

  • হ্যারল্ড করকার্ন

  • গায়ুস গ্লোকেনটিন

  • ডোনাল্ড গর্ডন

  • রবার্ট লুচিয়োনি

  • আ্যলেক্স রাইনমুলার

  • ডেভিড সিনক্লেয়ার

সার্ভিস

  • গ্যারি ব্রো

  • জোয়েল ডেলিংগার

  • বেটি জর্জেস

  • অ্যান্থনি গ্রিফিন

  • সেথ হায়েত

  • জোডি জেডলি

  • ক্রিস্টোফার মেভার

  • বাল্টাজার পের্লা, জুনিয়র.

  • জেকব রাম্ফ

  • জনাথান স্মিথ

  • উইলিয়াম টার্নার, জুনিয়র.

  • লিয়ন উইভার, জুনিয়র.

টিচিং

  • মাইকেল ব্যাঙস্‌

  • রোনাল্ড কারজেন

  • কেনেথ ফ্লোডিন

  • উইলিয়াম ম্যালেনফন্ট

  • মার্ক নুমার

  • ডেভিড শেফার

রাইটিং

  • নিকোলাস আলাদিস

  • পের ক্রিস্টেনসন

  • রবার্ট সিরানকো

  • কেনেথ গডবার্ন

  • জেমস্‌ ম্যান্টস্‌

  • ইসাক মারে

  • ক্লাইভ মার্টিন

  • লেনার্ড মায়ার্স

  • জিন স্ম্যালি

  • হারমনিস ফ্যান সেল্ম