সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

 পাঠ ১২

কীভাবে আমাদের রাজ্যের প্রচার কাজকে সংগঠিত করা হয়?

কীভাবে আমাদের রাজ্যের প্রচার কাজকে সংগঠিত করা হয়?

স্পেন

বিলারাস

হংকং

পেরু

যিশু তাঁর মৃত্যুর অল্পসময় আগে ঘোষণা করেছিলেন: “সর্ব্ব জাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদয় জগতে প্রচার করা যাইবে; আর তখন শেষ উপস্থিত হইবে।” (মথি ২৪:১৪) কিন্তু কীভাবে বিশ্বব্যাপী এই প্রচার কাজ সম্পাদন করা হবে? পৃথিবীতে থাকাকালীন যিশু যে-উদাহরণ স্থাপন করেছিলেন, তা অনুসরণ করার দ্বারা।—লূক ৮:১.

আমরা লোকেদের সঙ্গে তাদের বাড়িতে সাক্ষাৎ করার চেষ্টা করি। যিশু তাঁর শিষ্যদেরকে ঘরে ঘরে সুসমাচার প্রচার করার জন্য প্রশিক্ষণ দিয়েছিলেন। (মথি ১০:১১-১৩; প্রেরিত ৫:৪২; ২০:২০) প্রথম শতাব্দীর সুসমাচার প্রচারকদের প্রচার করার জন্য নির্ধারিত এলাকাগুলো দেওয়া হয়েছিল। (মথি ১০:৫, ৬; ২ করিন্থীয় ১০:১৩) একইভাবে, আজকেও আমাদের প্রচার কাজ সুসংগঠিত আর প্রত্যেকটা মণ্ডলীকে কাজ করার জন্য নির্ধারিত এলাকা দেওয়া হয়ে থাকে। এটা আমাদেরকে ‘লোকেদের কাছে প্রচার করিবার ও সাক্ষ্য দিবার’ বিষয়ে যিশুর আদেশ পালন করতে সমর্থ করে।—প্রেরিত ১০:৪২.

যেখানে লোকেদেরকে পাওয়া যায়, আমরা সেখানে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি। এ ছাড়া, যিশু জনসাধারণ্যের এলাকাগুলোতে, যেমন সমুদ্র উপকূলবর্তী এলাকায় অথবা সর্বসাধারণের একটা কুয়োর ধারে লোকেদের কাছে প্রচার করার মাধ্যমে উদাহরণ স্থাপন করেছিলেন। (মার্ক ৪:১; যোহন ৪:৫-১৫) আমরাও যেখানেই সুযোগ পাই—রাস্তায়, ব্যাবসায়িক এলাকাগুলোতে, পার্কে অথবা টেলিফোনে—লোকেদের সঙ্গে বাইবেল সম্বন্ধে কথা বলে থাকি। এ ছাড়া, যখনই আমাদের উপযুক্ত সুযোগ থাকে, তখনই আমরা আমাদের প্রতিবেশী, সহকর্মী, সহপাঠী এবং আত্মীয়স্বজনেরও কাছে সাক্ষ্যদান করে থাকি। এই সমস্ত সম্মিলিত প্রচেষ্টা পৃথিবীব্যাপী লক্ষ লক্ষ লোকের পক্ষে ‘পরিত্রাণের’ সুসমাচার শোনা সম্ভবপর করে তুলেছে।—গীতসংহিতা ৯৬:২.

আপনি কি এমন কারো কারো সম্বন্ধে চিন্তা করতে পারেন যাদের কাছে আপনি ঈশ্বরের রাজ্যের সুসমাচার সম্বন্ধে এবং তাদের ভবিষ্যতের জন্য সেই সুসমাচার কী অর্থ রাখে, সেই সম্বন্ধে জানাতে পারেন? আশার এই বার্তা নিজের কাছেই রাখবেন না। যত শীঘ্র সম্ভব আপনি তাদেরকে তা জানান!

  • কোন “সুসমাচার” অবশ্যই প্রচার করতে হবে?

  • কীভাবে যিহোবার সাক্ষিরা প্রচারের ক্ষেত্রে যিশুর উদাহরণ অনুকরণ করছে?