সরাসরি বিষয়বস্তুতে যান

কেন যিহোবার সাক্ষিরা সেই ব্যক্তিদের সঙ্গে কথা বলে, যারা আগে বলেছিল “আমি আগ্রহী নই”?

কেন যিহোবার সাক্ষিরা সেই ব্যক্তিদের সঙ্গে কথা বলে, যারা আগে বলেছিল “আমি আগ্রহী নই”?

কেন যিহোবার সাক্ষিরা সেই ব্যক্তিদের সঙ্গে কথা বলে, যারা আগে বলেছিল “আমি আগ্রহী নই”?

যিহোবার সাক্ষিরা, ঈশ্বর ও প্রতিবেশীর প্রতি প্রেমের দ্বারা পরিচালিত হয়ে সকলের কাছে বাইবেলের বার্তা জানিয়ে থাকে আর এটা করতে তারা ভালোবাসে। এর মধ্যে সেই ব্যক্তিরাও রয়েছে, যারা একসময় বলেছিল “আমি আগ্রহী নই।” (মথি ২২:৩৭-৩৯) ঈশ্বরের প্রতি প্রেমই আমাদেরকে “পুঙ্খানুপুঙ্খ সাক্ষ্য” দেওয়ার ক্ষেত্রে তাঁর পুত্রের আদেশের বাধ্য হতে পরিচালিত করে। (প্রেরিত ১০:৪২; ১ যোহন ৫:৩) আর তাই, এটা করার জন্য আমরা প্রাচীন কালের ভাববাদীদের মতোই বার বার ঈশ্বরের বার্তা লোকদের জানাই। (যিরমিয় ২৫:৪) আমরা যেহেতু আমাদের প্রতিবেশীদের ভালোবাসি তাই আমরা জীবনরক্ষাকারী “রাজ্যের সুসমাচার” সকলের কাছে জানাই, যার মধ্যে সেই ব্যক্তিরাও রয়েছে যারা প্রথমে এর প্রতি আগ্রহ দেখায়নি।—মথি ২৪:১৪

আমরা প্রায়ই সেই ব্যক্তিদের মধ্যে আগ্রহ খুঁজে পাই যারা প্রথমে আগ্রহ দেখায়নি। এর তিনটে কারণ দেখুন:

● লোকেরা জায়গা পরিবর্তন করে।

● বাড়ির অন্যেরা আমাদের বার্তার প্রতি আগ্রহ দেখায়।

● লোকেদের মন বদলায়। পৃথিবীর ঘটনাগুলোর অথবা ব্যক্তিগত পরিস্থিতির ফলে কেউ কেউ “ঈশ্বরের কাছ থেকে নির্দেশনা লাভ করার জন্য আকাঙ্ক্ষী” হয়ে ওঠে আর বাইবেলের বার্তার প্রতি আগ্রহ দেখিয়ে থাকে। (মথি ৫:৩) এমনকী, প্রেরিত পৌলের মতো যারা বিরোধিতা করেছিল তারাও মন পরিবর্তন করে থাকে।—১ তীমথিয় ১:১৩.

তবে, আমরা কাউকে আমাদের বার্তা শোনার জন্য জোর করি না। (১ পিতর ৩:১৫) আমরা বিশ্বাস করি যে, উপাসনার ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তির ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়া উচিত।—দ্বিতীয় বিবরণ ৩০:১৯, ২০