সরাসরি বিষয়বস্তুতে যান

যিহোবার সাক্ষিরা কি ঘরে ঘরে প্রচার করার মাধ্যমে পরিত্রাণ লাভ করার চেষ্টা করছে?

যিহোবার সাক্ষিরা কি ঘরে ঘরে প্রচার করার মাধ্যমে পরিত্রাণ লাভ করার চেষ্টা করছে?

 না, আমরা তা করছি না। যদিও আমরা নিয়মিতভাবে ঘরে ঘরে প্রচারে অংশ নিই, তবে আমরা এমনটা মনে করি না, এই কাজ করার মাধ্যমে আমরা নিশ্চিতভাবেই পরিত্রাণ লাভ করব। (ইফিষীয় ২:৮) কেন?

 এই উদাহরণটা চিন্তা করুন: ধরুন, একজন দয়ালু ব্যক্তি সেইসমস্ত ব্যক্তিকে একটা মূল্যবান উপহার দেওয়ার প্রতিজ্ঞা করেছেন, যারা একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জায়গায় উপস্থিত থাকবে। আপনি যদি সেই ব্যক্তির প্রতিজ্ঞায় সত্যি সত্যিই বিশ্বাস করেন, তাহলে আপনি কি তার নির্দেশনা পালন করবেন না? নিঃসন্দেহে আপনি তা করবেন! সম্ভবত, আপনি আপনার বন্ধুবান্ধব ও পরিবারকেও সেই সুযোগটার কথা জানাবেন, যাতে তারাও সেই উপহার পেতে পারে। কিন্তু, সেই ব্যক্তির নির্দেশনা পালন করার অর্থ এই নয় যে, সেই উপহার পাওয়ার অধিকার আপনার রয়েছে। সেটা তখনও একটা উপহার।

 একইভাবে, যিহোবার সাক্ষিরা অনন্তজীবন সম্বন্ধে ঈশ্বরের প্রতিজ্ঞায় বিশ্বাস করে। তাঁর প্রতি বাধ্য থাকবে এমন সমস্ত ব্যক্তিকে তিনি অনন্তজীবন দেবেন। (রোমীয় ৬:২৩) আমরা অন্যদের কাছে আমাদের বিশ্বাস সম্বন্ধে জানানোর জন্য প্রচেষ্টা করি ও সেইসঙ্গে আশা করি, তারা ঈশ্বরের প্রতিজ্ঞা থেকে উপকৃত হবে। কিন্তু, আমরা এমনটা মনে করি না, প্রচার করার মাধ্যমে আমরা পরিত্রাণ অর্জন করব। (রোমীয় ১:১৭; ৩:২৮) আসলে, কোনো মানুষই এমন কিছু করতে পারে না, যা তাকে ঈশ্বরের কাছ থেকে এই চমৎকার আশীর্বাদ লাভ করার যোগ্য করে তুলবে। “তিনি তাঁর দয়ার গুণে আমাদের রক্ষা করলেন ... ভাল কাজ করেছিলাম বলে নয়।”—তীত ৩:৫, ইজি-টু-রিড ভারশন।