সরাসরি বিষয়বস্তুতে যান

কেন আপনারা সেই লোকেদের কাছে যান, যাদের ইতিমধ্যেই একটা ধর্ম রয়েছে?

কেন আপনারা সেই লোকেদের কাছে যান, যাদের ইতিমধ্যেই একটা ধর্ম রয়েছে?

 আমরা দেখেছি যে, ইতিমধ্যেই একটা ধর্ম রয়েছে এমন অনেক লোক বাইবেলের বিষয়গুলো নিয়ে আলোচনা করা উপভোগ করে থাকে। অবশ্য, আমাদের থেকে ভিন্ন বিশ্বাস রয়েছে এমন একজন ব্যক্তির নিজস্ব বিশ্বাস ধরে রাখার অধিকারকে আমরা সম্মান করি এবং আমরা অন্যদের ওপর আমাদের বার্তা চাপিয়ে দিই না।

 ধর্ম সম্বন্ধে আলোচনা করার সময়, আমরা অন্য ব্যক্তির সঙ্গে “মৃদুতা” সহকারে এবং তার প্রতি “ভয় [“সম্ভ্রম,” জুবিলী বাইবেল]” দেখিয়ে তা করার বিষয়ে বাইবেলের পরামর্শ কাজে লাগানোর চেষ্টা করি। (১ পিতর ৩:১৫) আমরা জানি যে, কেউ কেউ আমাদের নিয়ে যাওয়া বার্তা প্রত্যাখ্যান করবেই। (মথি ১০:১৪) কিন্তু, লোকেদের সঙ্গে কথা না বলা পর্যন্ত আমরা জানি না যে, তারা কেমন প্রতিক্রিয়া দেখাবে। আমরা এটাও বুঝতে পারি যে, লোকেদের পরিস্থিতি পরিবর্তন হয়।

 উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি হয়তো একদিন এতই ব্যস্ত থাকতে পারেন যে তার কথা বলার সময় নেই, কিন্তু তিনি অন্য কোনো সময়ে আমাদের সঙ্গে সানন্দে কথা বলবেন। আর লোকেরা হয়তো এমন নতুন নতুন সমস্যা অথবা পরিস্থিতির মুখোমুখি হতে পারে, যেগুলোর সঙ্গে তাদের মোকাবিলা করতে হবে এবং সেগুলো তাদেরকে বাইবেলের বার্তার প্রতি আগ্রহী হওয়ার জন্য অনুপ্রাণিত করে। তাই, আমরা লোকেদের সঙ্গে একাধিক বার কথা বলার জন্য আপ্রাণ চেষ্টা করে থাকি।