সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খণ্ড ২

একে অপরের প্রতি অনুগত হোন

একে অপরের প্রতি অনুগত হোন

“ঈশ্বর যাহার যোগ করিয়া দিয়াছেন, মনুষ্য তাহার বিয়োগ না করুক।” —মার্ক ১০:৯

যিহোবা চান যেন আমরা “দয়ায় অনুরাগ” দেখাই। (মীখা ৬:৮) বাইবেল শিক্ষা দেয় যে, এই ধরনের দয়া এমন প্রেম থেকে আসে, যা একজনকে আরেকজনের সঙ্গে আবদ্ধ করে। এটা বিশেষভাবে বিয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কারণ এই ধরনের দয়া না থাকলে আস্থা থাকে না। আর প্রেমকে বৃদ্ধি করার জন্য আস্থা অপরিহার্য।

বর্তমানে, বিয়েতে আনুগত্য বলতে গেলে দেখাই যায় না। আপনার বিয়েকে টিকিয়ে রাখতে হলে আপনাকে দুটো বিষয় করার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ হতে হবে।

১ আপনার বিয়েকে অগ্রাধিকার দিন

বাইবেল যা বলে: ‘যাহা যাহা ভিন্ন প্রকার [“বা শ্রেয়ঃ,” পাদটীকা], তাহা পরীক্ষা করিয়া চিন।’ (ফিলিপীয় ১:১০) আপনার বিয়ে হচ্ছে আপনার জীবনের সবচেয়ে শ্রেয় বা গুরুত্বপূর্ণ বিষয়। তাই, এটাকে অগ্রাধিকার দেওয়া উচিত।

যিহোবা চান যেন আপনি আপনার সাথির প্রতি মনোযোগ দেন এবং একত্রে ‘সুখে জীবন যাপন করেন।’ (উপদেশক ৯:৯) তিনি স্পষ্ট করে দিয়েছেন, আপনার সাথিকে কখনো অবহেলা করা উচিত নয় বরং আপনাদের দু-জনেরই একে অপরকে খুশি করার জন্য বিভিন্ন উপায় খোঁজা উচিত। (১ করিন্থীয় ১০:২৪) আপনার সাথিকে বলুন যে, তার প্রয়োজন রয়েছে এবং তার প্রতি উপলব্ধি প্রকাশ করুন।

আপনি যা করতে পারেন:

  • নিয়মিতভাবে একত্রে সময় কাটাতে ভুলবেন না এবং আপনার সাথির প্রতি সম্পূর্ণ মনোযোগ দিন

  • শুধু “আমি” নয় বরং “আমরা” হিসেবে চিন্তা করুন

২ আপনার হৃদয়কে রক্ষা করুন

বাইবেল যা বলে: “যে কেহ কোন স্ত্রীলোকের প্রতি কামভাবে দৃষ্টিপাত করে, সে তখনই মনে মনে তাহার সহিত ব্যভিচার করিল।” (মথি ৫:২৮) কেউ যদি অনৈতিক বিষয় নিয়ে চিন্তা করেই চলেন, তাহলে এক অর্থে তিনি তার সাথির প্রতি অবিশ্বস্ত হয়ে পড়ছেন।

যিহোবা বলেন, “তোমার হৃদয় রক্ষা কর।” (হিতোপদেশ ৪:২৩; যিরমিয় ১৭:৯) তা করার জন্য আপনাকে অবশ্যই আপনার চোখকে রক্ষা করতে হবে। (মথি ৫:২৯, ৩০) কুলপতি ইয়োবের উদাহরণ অনুসরণ করুন। তিনি কখনো মন্দ আকাঙ্ক্ষা নিয়ে অন্য মহিলার প্রতি দৃষ্টি না দেওয়ার জন্য নিজের চোখের সঙ্গে নিয়ম স্থির করেছিলেন। (ইয়োব ৩১:১) কখনো পর্নোগ্রাফি না দেখার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ হোন। আর নিজের বিবাহিত সাথি ছাড়া অন্য কোনো ব্যক্তির প্রতি যেকোনো রোমান্টিক সম্পর্ক গড়ে তোলা এড়িয়ে চলার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ হোন।

আপনি যা করতে পারেন:

  • অন্যদের কাছে স্পষ্টভাবে তুলে ধরুন যে, আপনি আপনার সাথির সঙ্গে চিরজীবনের যে-অঙ্গীকার করেছেন, সেটার প্রতি আপনি পুরোপুরিভাবে বিশ্বস্ত থাকতে চান

  • আপনার সাথির অনুভূতির প্রতি বিবেচনা দেখান এবং আপনার সাথিকে কষ্ট দেয় এমন যেকোনো সম্পর্ক সঙ্গেসঙ্গে শেষ করে দিন