সরাসরি বিষয়বস্তুতে যান

প্রচ্ছদবিষয়

নোংরা ছবি কিংবা ভিডিও দেখা কি খারাপ?

নোংরা ছবি কিংবা ভিডিও দেখা কি খারাপ?

আজ পৃথিবী পর্নোগ্রাফিতে a ছেয়ে গিয়েছে। এটা বিজ্ঞাপন, ফ্যাশন, গান, সিনেমা ও পত্রিকার পাশাপাশি টিভি, ভিডিও গেম, মোবাইল, ওয়েবসাইট এগুলোতেও দেখা যেতে পারে। পর্নোগ্রাফি দেখা মনে হয় আজ এক সাধারণ বিষয় হয়ে গিয়েছে। ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় আজ লোকেরা বিভিন্ন জায়গায় পর্নোগ্রাফি দেখছে।—“ পর্নোগ্রাফির কিছু তথ্য” শিরোনামের বাক্সটা দেখুন।

আজকে লোকেরা যে-ধরনের পর্নোগ্রাফি দেখছে, তাতেও পরিবর্তন লক্ষ করা গিয়েছে। প্রফেসর গেল ডায়েস লেখেন, “বর্তমানে যে-ছবিগুলো দেখানো হয়, সেগুলো আগে লোকেরা অনেক চরম বলে মনে করত, কিন্তু এখন সেটা খুবই সাধারণ বিষয় হয়ে গিয়েছে।”

আপনার কি মনে হয়, পর্নোগ্রাফি আমাদের ক্ষতি করে, না কি করে না? যিশু বলেছিলেন, “প্রত্যেক ভালো গাছে উত্তম ফল ধরে কিন্তু প্রত্যেক মন্দ গাছে মন্দ ফল ধরে।“ (মথি ৭:১৭) পর্নোগ্রাফি দেখলে কোন মন্দ ফল উৎপন্ন হয়? এর উত্তর জানার জন্য আসুন, আমরা এই বিষয়ে কিছু সাধারণ প্রশ্ন নিয়ে আলোচনা করে দেখি।

কীভাবে পর্নোগ্রাফি একজন ব্যক্তিকে প্রভাবিত করে?

বিশেষজ্ঞরা যা বলে: একজন ব্যক্তি খুব সহজেই পর্নোগ্রাফির প্রতি আসক্ত হয়ে পড়তে পারেন আর কিছু বিশেষজ্ঞের মতে এটা মাদকদ্রব্য সেবন করার মতোই এক আসক্তি।

ব্রায়ান b ইন্টারনেট পর্নোগ্রাফির প্রতি আসক্ত ছিলেন। তিনি নিজের অভিজ্ঞতা সম্বন্ধে এভাবে বলেন, “আমি কোনোভাবেই এই আসক্তি কাটিয়ে উঠতে পারছিলাম না। মনে হত কেউ যেন আমাকে টেনে সেই দিকে নিয়ে যাচ্ছে। আমার হাত-পা কাঁপত, মাথা ব্যাথা হত। পর্নোগ্রাফি না দেখার জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কয়েক বছর পরও আমি সেই আসক্তি কাটিয়ে উঠতে পারিনি।”

যে-ব্যক্তিরা পর্নোগ্রাফির প্রতি আসক্ত হয়, তারা প্রায়ই নিজেদের এই অভ্যাস অন্যদের কাছে লুকিয়ে রাখে। এটা কোনো আশ্চর্যের বিষয় নয় যে, এই ব্যক্তিরা একাকিত্ব অনুভব করে, তাদের মধ্যে লজ্জা, উদ্‌বেগ, হতাশার মনোভাব দেখা যায় এবং তারা রেগে যায়। কোনো কোনো ক্ষেত্রে তাদের মধ্যে এমনকি আত্মহত্যা করার প্রবণতাও দেখা যায়। সার্গে নামে একজন ব্যক্তি তার মোবাইল ফোনে প্রায় প্রতিদিনই পর্নোগ্রাফি ডাউনলোড করতেন। তিনি বলেন, “বেশিরভাগ সময় আমি শুধু নিজেকে নিয়েই ডুবে থাকতাম। আমার নিজেকে অযোগ্য বলে মনে হত। আমার মধ্যে একাকিত্ব আর অপরাধবোধ ছিল এবং মনে হত কেউ যেন আমাকে ফাঁদে ফেলেছে। অন্যদের কাছ থেকে সাহায্য নেওয়ার বিষয়ে আমি লজ্জা পেতাম এবং আমার ভয় লাগত।”

এমনকি যদি একজন ব্যক্তি হঠাৎ করে কিংবা অল্প সময়ের জন্য পর্নোগ্রাফি দেখে ফেলে সেটা তার মধ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ডাক্তার জুডাথ রেইসম্যান পর্নোগ্রাফি নিয়ে গবেষণা করেন আর তিনি ইউ. এস. সিনেট কমিটির সামনে এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “পর্নোগ্রাফি আমাদের মস্তিষ্কে একটা ছাপ ফেলে। হতে পারে, খুব কম সময়ের জন্য দেখার পরও এটা আমাদের মধ্যে চিরস্থায়ী ছাপ রেখে যায় আর সেই ছাপ মুছে ফেলা আমাদের পক্ষে প্রায় অসম্ভব।” ১৯ বছর বয়সি সুজান ওয়েবসাইটে পর্নোগ্রাফি দেখতেন। তিনি বলেন, “পর্নোগ্রাফিতে আমি যে-ছবিগুলো দেখতাম, সেগুলো আমার মাথায় একেবারে বসে গিয়েছিল। হঠাৎ হঠাৎ সেগুলো আমার মনে পড়ে যেত। আমার মনে হয়, এই বিষয়টা একেবারে মুছে ফেলা আমার পক্ষে অসম্ভব।”

আমরা যা শিখি: পর্নোগ্রাফি একজন ব্যক্তিকে তার দাস করে রাখে আর সেই ব্যক্তিকে একেবারে ধ্বংস করে দেয়।—২ পিতর ২:১৯.

কীভাবে পর্নোগ্রাফি একটা পরিবারকে প্রভাবিত করে?

বিশেষজ্ঞরা যা বলে: “পর্নোগ্রাফি দেখার ফলে, দম্পতি ও পরিবারের মধ্যে ভাঙন দেখা যায়।”—উইনডি ও লরি মল্টস দ্বারা লিখিত দ্যা পর্ন ট্র্যাপ।

পর্নোগ্রাফি বিভিন্নভাবে বৈবাহিক জীবন এবং পরিবারের ক্ষতি করে।

  • বৈবাহিক সম্পর্কের মধ্যে যে-আস্থা, অন্তরঙ্গতা ও প্রেম থাকে, তা নষ্ট করে দেয়।—হিতোপদেশ ২:১২-১৭.

  • পর্নোগ্রাফি একজন ব্যক্তিকে স্বার্থপর করে তোলে, তার সাথির কাছ থেকে তাকে দূরে সরিয়ে দেয়, তাদের বন্ধুত্ব নষ্ট হয় এবং তিনি সাথির প্রতি অসন্তুষ্ট থাকেন।—ইফিষীয় ৫:২৮, ২৯.

  • পর্নোগ্রাফি একজন ব্যক্তির মধ্যে ক্ষতিকর যৌন আকাঙ্ক্ষা জাগিয়ে তুলতে পারে।—২ পিতর ২:১৪.

  • তারা হয়তো তাদের সাথিকে এমন উপায়ে যৌন সম্পর্ক করার জন্য চাপ দেয়, যা গ্রহণযোগ্য নয়।—ইফিষীয় ৫:৩, ৪.

  • পর্নোগ্রাফি একজন ব্যক্তিকে বিশ্বাসঘাতকতা করতে পরিচালিত করে, হোক তার চিন্তা কিংবা কাজের মাধ্যমে।—মথি ৫:২৮.

বাইবেল জানায়, বিবাহসাথিরা যেন পরস্পরের প্রতি বিশ্বাসঘাতকতা না করে। (মালাখি ২:১৬) বিশ্বাসঘাতকতার ফলে, বিয়ে ভেঙে চুরমার হয়ে যায় আর সাথিরা পরস্পরের থেকে আলাদা হয়ে যায় কিংবা তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এই ধরনের বিবাহবিচ্ছেদ হলে পরিবারে সন্তানরা ক্ষতিগ্রস্ত হয়।

এ ছাড়া, পর্নোগ্রাফি ছোটো ছেলে-মেয়েদের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। আগে উল্লেখ করা ব্রায়ান বলে, “আমার যখন দশ বছর বয়স, তখন হঠাৎই লুকোচুরি খেলার সময় আমি আমার বাবার পর্নোগ্রাফিক পত্রিকা দেখে ফেলি। এরপর আমি লুকিয়ে লুকিয়ে সেগুলো দেখতে থাকি, যদিও বুঝতাম না যে, কেন সেই ছবিগুলোর প্রতি আমার এতটা আকর্ষণ। আর এই আকর্ষণ প্রাপ্তবয়স্ক পর্যন্ত চলতে থাকে।” বিভিন্ন গবেষণা দেখায়, পর্নোগ্রাফি দেখার ফলে একজন সন্তান খুব ছোটো বয়সেই যৌনভাবে সক্রিয় হয়ে পড়ে,একাধিক ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্ক করে, দৌরাত্ম্য প্রিয় হয়ে ওঠে এবং আবেগগত ও মানসিকভাবে সমস্যায় ভোগে।

আমরা যা শিখি: পর্নোগ্রাফি বিষের মতো আমাদের সম্পর্ককে নষ্ট করে দেয় এবং শেষপর্যন্ত মনে দুঃখ ও কষ্ট নিয়ে আসে।—হিতোপদেশ ৬:২৭.

বাইবেল পর্নোগ্রাফি সম্বন্ধে কী বলে?

ঈশ্বরের বাক্য বলে: “অতএব, তোমাদের পার্থিব দেহের অঙ্গ-প্রতঙ্গে যে-সমস্ত প্রবণতা প্রকাশ পায়, সেগুলো পুরোপুরি দূর করে ফেলো, যেন তোমরা যৌন অনৈতিকতায় জড়িয়ে না পড়, অশুচি কাজ না কর, চরম যৌন আকাঙ্ক্ষার বশবর্তী না হও, মন্দ বিষয়গুলো নিয়ে চিন্তা না কর এবং লোভী হয়ে না পড়, যেহেতু লোভ এক ধরনের প্রতিমাপূজা।”—কলসীয় ৩:৫.

সহজভাবে বললে, যিহোবা c ঈশ্বর পর্নোগ্রাফি ঘৃণা করেন। এর অর্থ এই নয় যে, তিনি যৌন সম্পর্ক পছন্দ করেন না। তিনি আমাদের যৌন ক্ষমতা দিয়েই সৃষ্টি করেছেন এবং তাঁর উদ্দেশ্য হল বিবাহ সাথি যেন একে অন্যকে খুশি করার জন্য এটা ব্যবহার করে। আর এর মাধ্যমে তারা পরস্পরের ঘনিষ্ঠ হয় আর পৃথিবীতে সন্তান নিয়ে আসার আনন্দ উপভোগ করে।—যাকোব ১:১৭.

তাহলে কেন আমরা এই বিষয়ে নিশ্চিত যে, যিহোবা পর্নোগ্রাফিকে এতটা ঘৃণা করেন? আসুন, আমরা এই বিষয়ে কিছু কারণ বিবেচনা করে দেখি।

  • তিনি জানেন পর্নোগ্রাফি আমাদের জীবনকে নষ্ট করে দিতে পারে।—ইফিষীয় ৪:১৭-১৯.

  • তিনি আমাদের ভালোবাসেন এবং ক্ষতির হাত থেকে আমাদের সুরক্ষিত রাখতে চান।—যিশাইয় ৪৮:১৭, ১৮.

  • তিনি বিয়ে আর পরিবারকে সুরক্ষিত রাখতে চান।—মথি ১৯:৪-৬.

  • তিনি চান যেন আমরা নৈতিকভাবে শুদ্ধ থাকি আর এই বিষয়ে অন্যদের অধিকারকেও সম্মান করি।—১ থিষলনীকীয় ৪:৩-৬.

  • তিনি চান যেন আমরা আমাদের জন্ম দেওয়ার ক্ষমতাকে সম্মান করি এবং সেই অঙ্গগুলো সম্মানজনক উপায়ে ব্যবহার করি।—ইব্রীয় ১৩:৪.

  • যিহোবা জানেন পর্নোগ্রাফি যৌনতার বিষয়ে অস্বাভাবিক, স্বার্থপর এবং শয়তানের চিন্তাভাবনা তুলে ধরে।—আদিপুস্তক ৬:২; যিহূদা ৬, ৭.

আমরা যা শিখি: পর্নোগ্রাফি ঈশ্বরের সঙ্গে একজন ব্যক্তির বন্ধুত্বকে নষ্ট করে দেয়।—রোমীয় ১:২৪.

কিন্তু, যিহোবা সেই সমস্ত ব্যক্তির প্রতি গভীর সমবেদনা দেখান, যারা পর্নোগ্রাফির কবল থেকে পালিয়ে বাঁচতে চায়। বাইবেল বলে, “সদাপ্রভু স্নেহশীল ও কৃপাময়, ক্রোধে ধীর ও দয়াতে মহান। কারণ তিনিই আমাদের গঠন জানেন; আমরা যে ধূলিমাত্র, ইহা তাঁহার স্মরণে আছে।” (গীতসংহিতা ১০৩:৮, ১৪) তিনি আমন্ত্রণ জানান যাতে নম্র ব্যক্তিরা তাঁর দিকে ফেরে আর “যখন সাহায্যের প্রয়োজন হয়, তখন আমরা করুণা ও মহাদয়া লাভ করতে পারি।”—ইব্রীয় ৪:১৬; “ পর্নোগ্রাফি থেকে মুক্ত হওয়া” শিরোনামের বাক্সটা দেখুন।

অগণিত ব্যক্তি ঈশ্বরের সাহায্য লাভ করেছে। তিনি কি আপনাকে সাহায্য করতে পারেন? লক্ষ করুন, বাইবেল কোনো কোনো ব্যক্তি সম্বন্ধে জানায় যে, তারা মন্দ অভ্যাস ত্যাগ করতে সমর্থ হয়েছিল। বাইবেল বলে, “তোমাদের শুচি করা হয়েছে; তোমাদের পবিত্র করা হয়েছে; প্রভু যিশু খ্রিস্টের নামে এবং আমাদের ঈশ্বরের পবিত্র শক্তির মাধ্যমে তোমাদের ধার্মিক বলে ঘোষণা করা হয়েছে।” (১ করিন্থীয় ৬:১১) প্রেরিত পৌলের মত এই ব্যক্তিরাও বলতে পারে, “যিনি আমাকে শক্তি দেন, তাঁর মাধ্যমে আমি সব কিছুই করতে পারি।”—ফিলিপীয় ৪:১৩.

সুজান পর্নোগ্রাফির প্রতি আসক্তি কাটিয়ে উঠতে পেরেছেন। তিনি বলেন, “একমাত্র যিহোবাই আপনাকে পর্নোগ্রাফির মন্দ অভ্যাস থেকে বের হয়ে আসতে সাহায্য করতে পারে। আপনি যদি তাঁর কাছে সাহায্য ও নির্দেশনা চান, তা হলে আপনি তাঁর সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে পারেন। তিনি আপনাকে নিরাশ করবেন না।”

a “পর্নোগ্রাফি” এই অভিব্যক্তিটা নোংরা বিষয়বস্তুকে বোঝায়, যেটা দর্শক, শ্রোতা অথবা পাঠকের মনে মন্দ যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করতে পারে। এর অন্তর্ভুক্ত হল বিভিন্ন ছবি দেখা কিংবা কোনো কিছু পড়া অথবা শোনা।

b এই প্রবন্ধে নামগুলো পরিবর্তন করা হয়েছে।

c বাইবেল অনুযায়ী যিহোবা হল ঈশ্বরের নাম।