সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

 পাঠ ৫

আমাদের খ্রিস্টীয় সভাগুলোতে আপনি কী দেখতে পাবেন?

আমাদের খ্রিস্টীয় সভাগুলোতে আপনি কী দেখতে পাবেন?

আর্জেন্টিনা

সিয়েরা লিওন

বেলজিয়াম

মালয়েশিয়া

অনেকেই ধর্মীয় অনুষ্ঠানগুলোতে যোগ দেওয়া বন্ধ করে দিয়েছে কারণ এর থেকে তারা কোনো আধ্যাত্মিক নির্দেশনা কিংবা সান্ত্বনা খুঁজে পায় না। তাহলে কেনই বা আপনি যিহোবার সাক্ষিদের দ্বারা সংগঠিত খ্রিস্টীয় সভাগুলোতে যোগদান করবেন? সেখানে আপনি কী দেখতে পাবেন?

প্রেমময় ও যত্নশীল লোকেদের মাঝে থাকার আনন্দ। প্রথম শতাব্দীতে, খ্রিস্টানরা বিভিন্ন মণ্ডলীতে সংগঠিত ছিল আর তারা ঈশ্বরকে উপাসনা করার, শাস্ত্র অধ্যয়ন করার এবং একে অন্যকে উৎসাহিত করার জন্য সভাগুলোর আয়োজন করত। (ইব্রীয় ১০:২৪, ২৫) এক প্রেমপূর্ণ পরিবেশে সমবেত হয়ে তারা অনুভব করত যে, তারা প্রকৃত বন্ধুদের—তাদের আধ্যাত্মিক ভাইবোনদের—মাঝে রয়েছে। (২ থিষলনীকীয় ১:৩; ৩ যোহন ১৪) আমরাও একই উদাহরণ অনুসরণ করি ও একই আনন্দ লাভ করি।

বাইবেলের নীতিগুলোকে কীভাবে কাজে লাগানো যায় তা শেখার উপকারিতা। বাইবেলের সময়ের মতোই, আজকেও পুরুষ, নারী ও সন্তানরা সকলে একত্রে মিলিত হয়ে থাকে। কীভাবে বাইবেলের নীতিগুলোকে আমাদের রোজকার জীবনে কাজে লাগানো যায়, তা বুঝতে আমাদেরকে সাহায্য করার জন্য যোগ্য শিক্ষকরা বাইবেল ব্যবহার করে থাকে। (দ্বিতীয় বিবরণ ৩১:১২; নহিমিয় ৮:৮) সকলেই শ্রোতাদের সঙ্গে করা আলোচনাগুলোতে ও গান গাওয়ায় অংশ নিতে পারে, যা আমাদেরকে আমাদের খ্রিস্টীয় আশাকে প্রকাশ করার সুযোগ প্রদান করে।—ইব্রীয় ১০:২৩.

ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাসকে শক্তিশালী করার ফলে প্রাপ্ত আশীর্বাদ। পৌল তার দিনের একটা মণ্ডলীর উদ্দেশে বলেছিলেন: “আমি তোমাদিগকে দেখিবার আকাঙ্ক্ষা করিতেছি, . . . যাহাতে তোমাদের ও আমার, উভয় পক্ষের, আন্তরিক বিশ্বাস দ্বারা তোমাদিগেতে আমি আপনিও সঙ্গে সঙ্গে আশ্বাস পাই।” (রোমীয় ১:১১, ১২) সভাগুলোতে সহবিশ্বাসীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, আমাদের বিশ্বাস ও খ্রিস্টীয় নীতিগুলোর সঙ্গে মিল রেখে জীবনযাপন করার সংকল্পকে শক্তিশালী করে।

আমাদের মণ্ডলীর পরবর্তী সভায় যোগদান করার এই আমন্ত্রণ গ্রহণ করুন না কেন ও সেইসঙ্গে নিজেই এসে এই বিষয়গুলো দেখুন না কেন? আপনাকে সাদর অভ্যর্থনা জানানো হবে। সমস্ত সভাই বিনামূল্যে—কখনো চাঁদা সংগ্রহ করা হয় না।

  • আমাদের মণ্ডলীর সভাগুলোতে কোন উদাহরণ অনুসরণ করা হয়ে থাকে?

  • আমাদের খ্রিস্টীয় সভাগুলোতে যোগদান করার দ্বারা কীভাবে আমরা নিজেরা উপকৃত হতে পারি?