সরাসরি বিষয়বস্তুতে যান

পরীক্ষার মধ্যেও বিশ্বস্ত থাকা

কীভাবে যিহোবার সাক্ষিরা পরীক্ষার সঙ্গে সফলভাবে মোকাবিলা করেছে, তা জানুন।

যে-কয়েদিদের পোশাকে বেগুনি ত্রিভুজ লাগানো ছিল

কেন এখন থেকে একটা স্কুলের টিচাররা নাতসি কনসেনট্রেশন ক্যাম্পের বন্দিদের বিষয়ে পড়ানোর সময়ে যিহোবার সাক্ষিদের সম্বন্ধেও উল্লেখ করেন?

খ্রিস্টের একজন সৈনিক হওয়ার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ

যেহেতু দিমিত্রিয়াস সারাস অস্ত্র হাতে নেওয়া প্রত্যাখ্যান করেছিলেন, তাই তাকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও তিনি ক্রমাগত ঈশ্বরের প্রশংসা করেছিলেন আর তা এমনকী এরপর বিভিন্ন চরম পরীক্ষার মুখোমুখি হওয়া সত্ত্বেও।

তিনি কারাগারে থাকা বন্দিদের কাছ থেকে শেখেন

এরিট্রিয়ার কারাগারে বন্দি হিসেবে থাকার সময়ে একজন ব্যক্তি দেখেছিলেন যে, যিহোবার সাক্ষিরা যা শেখায় তা নিজেদের জীবনে কাজেও লাগায়।

ওক গাছে বসে যিহোবার কাছে করা প্রার্থনা

রেচেলের বাবা লোভ দেখিয়ে আর মারধর করে তাকে যিহোবার কাছ থেকে সরিয়ে নিতে চেয়েছিলেন। ওক গাছে বসে বসে করা রেচেলের প্রার্থনা কীভাবে তাকে অনুগত থাকতে ও সহ্য করতে সাহায্য করেছিল?

ওয়াশিং মেশিনের নীচে রাখা কাগজ

একজন মা তার মেয়েদের বাইবেলের সত্য শেখানোর জন্য এক অভিনব উপায় ব্যবহার করেন।

পাদরিরা রাগিয়ে তুললেও তারা শান্ত থাকে

আমাদের রাগিয়ে তোলা হলেও বাইবেল আমাদের উৎসাহিত করে, আমরা যেন শান্ত থাকি। এই পরামর্শ কি সত্যিই কাজে আসে?

আমি ঈশ্বরের সঙ্গে ও আমার মায়ের সঙ্গে শান্তিস্থাপন করতে পেরেছি

মিচিও কুমাগাই যখন তার পূর্বপুরুষদের উপাসনা করা বন্ধ করে দিয়েছিলেন, তখন তার এবং তার মায়ের সম্পর্কের মধ্যে একটা ফাটল সৃষ্টি হয়েছিল। কীভাবে মিচিও শান্তিস্থাপন করতে পেরেছিলেন?