সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

মথি লিখিত সুসমাচার

অধ্যায়

বিষয়বস্তুর আউটলাইন

    • যিশু খ্রিস্টের বংশাবলি (১-১৭)

    • যিশুর জন্ম (১৮-২৫)

    • জ্যোতিষীরা যিশুকে দেখতে আসেন (১-১২)

    • ছোট্ট পরিবার মিশরে পালিয়ে যায় (১৩-১৫)

    • হেরোদ ছেলেশিশুদের হত্যা করেন (১৬-১৮)

    • ছোট্ট পরিবার নাসরতে ফিরে আসে (১৯-২৩)

    • যোহন বাপ্তাইজক প্রচার করেন (১-১২)

    • যিশুর বাপ্তিস্ম (১৩-১৭)

    • দিয়াবল যিশুকে প্রলোভন দেখিয়ে পরীক্ষা করার চেষ্টা করে (১-১১)

    • যিশু গালীলে প্রচার করতে লাগলেন (১২-১৭)

    • যিশু চার জন জেলেকে তাঁর শিষ্য হওয়ার জন্য আহ্বান করেন (১৮-২২)

    • যিশু প্রচার করেন, শিক্ষা দেন এবং অসুস্থ ব্যক্তিদের সুস্থ করেন (২৩-২৫)

    • পর্বতের উপরে দেওয়া উপদেশ (১-৪৮)

      • যিশু পর্বতের উপর শিক্ষা দিতে লাগলেন (১, ২)

      • যে-ব্যক্তিরা সুখী (৩-১২)

      • লবণ ও আলো (১৩-১৬)

      • যিশু ব্যবস্থা পরিপূর্ণ করবেন (১৭-২০)

      • এই বিষয়গুলো সম্বন্ধে উপদেশ: রাগ (২১-২৬), ব্যভিচার (২৭-৩০), বিবাহবিচ্ছেদ (৩১, ৩২), শপথ করা (৩৩-৩৭), প্রতিশোধ নেওয়া (৩৮-৪২), শত্রুদের প্রতি ভালোবাসা দেখানো (৪৩-৪৮)

    • পর্বতের উপরে দেওয়া উপদেশ (১-৩৪)

      • লোকদের দেখানোর জন্য তাদের সামনে যা সঠিক, তা করা এড়িয়ে চলো (১-৪)

      • যেভাবে প্রার্থনা করতে হয় (৫-১৫)

        • আদর্শ প্রার্থনা (৯-১৩)

      • উপবাস (১৬-১৮)

      • পৃথিবীতে ও স্বর্গে ধনসম্পদ (১৯-২৪)

      • উদ্‌বিগ্ন হোয়ো না (২৫-৩৪)

        • প্রথমে ঈশ্বরের রাজ্যের অন্বেষণ করে চলো (৩৩)

    • পর্বতের উপরে দেওয়া উপদেশ (১-২৭)

      • বিচার কোরো না (১-৬)

      • চাইতে থাকো, অন্বেষণ করতে থাকো, দরজায় আঘাত করতে থাকো (৭-১১)

      • সুবর্ণ নিয়ম (১২)

      • সরু দরজা (১৩, ১৪)

      • তাদের ফল দ্বারা চেনা যায় (১৫-২৩)

      • শিলার উপর বাড়ি, বালির উপর বাড়ি (২৪-২৭)

    • লোকেরা যিশুর শিক্ষাদানের পদ্ধতি দেখে অত্যন্ত আশ্চর্য হয়ে গেল (২৮, ২৯)

    • একজন কুষ্ঠ রোগীকে সুস্থ করা হয় (১-৪)

    • একজন সেনাপতির বিশ্বাস (৫-১৩)

    • যিশু কফরনাহূমে অনেককে সুস্থ করেন (১৪-১৭)

    • যেভাবে যিশুকে অনুসরণ করতে হয় (১৮-২২)

    • যিশু ঝড়কে শান্ত করেন (২৩-২৭)

    • যিশু মন্দ স্বর্গদূতদের শূকরের পালের মধ্যে পাঠান (২৮-৩৪)

    • যিশু একজন পক্ষাঘাতীকে সুস্থ করেন (১-৮)

    • যিশু মথিকে আহ্বান করেন (৯-১৩)

    • উপবাস সম্বন্ধে প্রশ্ন (১৪-১৭)

    • যায়ীরের মেয়ে; একজন মহিলা যিশুর কাপড় স্পর্শ করে (১৮-২৬)

    • যিশু অন্ধ ব্যক্তিদের এবং একজন বোবা ব্যক্তিকে সুস্থ করেন (২৭-৩৪)

    • শস্য প্রচুর, কিন্তু মজুরের সংখ্যা অল্প (৩৫-৩৮)

  • ১০

    • ১২ জন প্রেরিত (১-৪)

    • প্রচারের বিষয়ে নির্দেশনা (৫-১৫)

    • শিষ্যদের তাড়না করা হবে (১৬-২৫)

    • ঈশ্বরকে ভয় করো, মানুষকে নয় (২৬-৩১)

    • শান্তি নয়, বরং খড়্গ (৩২-৩৯)

    • যিশুর শিষ্যদের গ্রহণ করা (৪০-৪২)

  • ১১

    • যোহন বাপ্তাইজকের প্রশংসা করা হয় (১-১৫)

    • সাড়া দেয় না এমন প্রজন্মের নিন্দা করা হয় (১৬-২৪)

    • যিশু তাঁর পিতার প্রশংসা করেন, কারণ পিতা নম্র লোকদের অনুগ্রহ দেখান (২৫-২৭)

    • যিশুর জোয়াল সতেজতাদায়ক (২৮-৩০)

  • ১২

    • যিশু, “বিশ্রামবারের প্রভু” (১-৮)

    • এমন একজন লোককে সুস্থ করা হয়, যার একটা হাত শুকিয়ে গিয়েছিল (৯-১৪)

    • ঈশ্বরের প্রিয় দাস (১৫-২১)

    • পবিত্র শক্তির সাহায্যে মন্দ স্বর্গদূতদের ছাড়ানো হয় (২২-৩০)

    • যে-পাপের ক্ষমা হয় না (৩১, ৩২)

    • ফল দ্বারাই গাছ চেনা যায় (৩৩-৩৭)

    • যোনার চিহ্ন (৩৮-৪২)

    • মন্দ স্বর্গদূত যখন ফিরে আসে (৪৩-৪৫)

    • যিশুর মা ও ভাইয়েরা (৪৬-৫০)

  • ১৩

    • রাজ্য সম্বন্ধে দৃষ্টান্ত (১-৫২)

      • বীজ বপনকারী (১-৯)

      • যে-কারণে যিশু দৃষ্টান্ত ব্যবহার করেন (১০-১৭)

      • বীজ বপনকারীর দৃষ্টান্তটা বুঝিয়ে বলা হয় (১৮-২৩)

      • গম ও আগাছা (২৪-৩০)

      • সরষেদানা ও খামির (৩১-৩৩)

      • দৃষ্টান্ত ব্যবহার করা ভবিষ্যদ্‌বাণী পরিপূর্ণ করে (৩৪, ৩৫)

      • গম ও আগাছার দৃষ্টান্তটা বুঝিয়ে বলা হয় (৩৬-৪৩)

      • লুকোনো ধন এবং উন্নতমানের মুক্তো (৪৪-৪৬)

      • টানাজাল (৪৭-৫০)

      • নতুন ও পুরোনো ধন (৫১, ৫২)

    • যিশুকে তাঁর নিজের এলাকায় প্রত্যাখ্যান করা হয় (৫৩-৫৮)

  • ১৪

    • যোহন বাপ্তাইজকের শিরশ্ছেদ করা হয় (১-১২)

    • যিশু ৫,০০০ জন লোককে খাওয়ান (১৩-২১)

    • যিশু জলের উপর দিয়ে হাঁটেন (২২-৩৩)

    • যিশু গিনেষরৎ অঞ্চলে অসুস্থ লোকদের সুস্থ করেন (৩৪-৩৬)

  • ১৫

    • পরম্পরাগত রীতি অনুযায়ী হাত না ধোয়া নিয়ে সমস্যা (১-৯)

    • হৃদয় থেকে অশুচিতা বের হয়ে আসে (১০-২০)

    • ফৈনীকীয় মহিলার গভীর বিশ্বাস (২১-২৮)

    • যিশু বিভিন্ন ধরনের অসুস্থতা সুস্থ করেন (২৯-৩১)

    • যিশু ৪,০০০ জন লোককে খাওয়ান (৩২-৩৯)

  • ১৬

    • কেউ কেউ চিহ্ন দেখতে চায় (১-৪)

    • ফরীশীদের ও সদ্দূকীদের খামির (৫-১২)

    • রাজ্যের চাবিগুলো (১৩-২০)

      • একটা শিলার উপর মণ্ডলী গঠন করা (১৮)

    • যিশু তাঁর মৃত্যু সম্বন্ধে বলেন (২১-২৩)

    • যিশুকে অনুসরণ করতে চাইলে যা করতে হবে (২৪-২৮)

  • ১৭

    • যিশুর রূপ বদলে যায় (১-১৩)

    • সরষেদানার মতো বিশ্বাস (১৪-২১)

    • যিশু তাঁর মৃত্যু সম্বন্ধে আবারও বলেন (২২, ২৩)

    • মাছের মুখ থেকে মুদ্রা নিয়ে কর দেওয়া হয় (২৪-২৭)

  • ১৮

    • স্বর্গরাজ্যে সর্বশ্রেষ্ঠ (১-৬)

    • বিশ্বাসের পক্ষে বিভিন্ন বাধা (৭-১১)

    • হারোনো মেষের দৃষ্টান্ত (১২-১৪)

    • যেভাবে ভাইকে ফিরে পাওয়া যায় (১৫-২০)

    • ক্ষমা করেনি এমন এক দাসের দৃষ্টান্ত (২১-৩৫)

  • ১৯

    • বিয়ে ও বিবাহবিচ্ছেদ (১-৯)

    • অবিবাহিত থাকার দান (১০-১২)

    • যিশু ছোটো ছেলে-মেয়েদের আশীর্বাদ করেন (১৩-১৫)

    • একজন ধনী যুবকের প্রশ্ন (১৬-২৪)

    • ঈশ্বরের রাজ্যের জন্য ত্যাগস্বীকার (২৫-৩০)

  • ২০

    • আঙুর খেতের মজুরেরা এবং সমপরিমাণ মজুরি (১-১৬)

    • যিশু তাঁর মৃত্যু সম্বন্ধে আবারও বলেন (১৭-১৯)

    • একজন মা তার ছেলেদের জন্য একটা অনুরোধ করেন (২০-২৮)

      • অনেকের জীবনের পরিবর্তে যিশুর জীবন মুক্তির মূল্য হিসেবে দেওয়া (২৮)

    • দু-জন অন্ধ ব্যক্তিকে সুস্থ করা হয় (২৯-৩৪)

  • ২১

    • যিশু জেরুসালেমে প্রবেশ করেন (১-১১)

    • যিশু মন্দির থেকে বণিকদের বের করে দেন (১২-১৭)

    • যিশু একটা ডুমুর গাছকে অভিশাপ দেন (১৮-২২)

    • যিশুর অধিকার নিয়ে প্রশ্ন তোলা হয় (২৩-২৭)

    • দু-জন ছেলের দৃষ্টান্ত (২৮-৩২)

    • খুনি কৃষকদের দৃষ্টান্ত (৩৩-৪৬)

      • কোণের প্রধান পাথরকে প্রত্যাখ্যান করা হয় (৪২)

  • ২২

    • বিবাহভোজের দৃষ্টান্ত (১-১৪)

    • ঈশ্বর ও কৈসর (১৫-২২)

    • পুনরুত্থান সম্বন্ধে প্রশ্ন (২৩-৩৩)

    • দুটো সর্বমহৎ আজ্ঞা (৩৪-৪০)

    • খ্রিস্ট কি দায়ূদের সন্তান? (৪১-৪৬)

  • ২৩

    • অধ্যাপক ও ফরীশীদের অনুকরণ কোরো না (১-১২)

    • অধ্যাপক ও ফরীশীদের প্রতি ধিক্কার (১৩-৩৬)

    • যিশু জেরুসালেমের বিষয়ে শোক করেন (৩৭-৩৯)

  • ২৪

    • খ্রিস্টের উপস্থিতির চিহ্ন (১-৫১)

      • যুদ্ধ, খাদ্যের অভাব, ভূমিকম্প ()

      • সুসমাচার প্রচার করা হবে (১৪)

      • মহাক্লেশ (২১, ২২)

      • মনুষ্যপুত্রের চিহ্ন (৩০)

      • ডুমুর গাছ (৩২-৩৪)

      • নোহের দিনের মতো (৩৭-৩৯)

      • জেগে থেকো (৪২-৪৪)

      • বিশ্বস্ত দাস এবং মন্দ দাস (৪৫-৫১)

  • ২৫

    • খ্রিস্টের উপস্থিতির চিহ্ন (১-৪৬)

      • দশ জন কুমারীর দৃষ্টান্ত (১-১৩)

      • তালন্তের দৃষ্টান্ত (১৪-৩০)

      • মেষ ও ছাগ (৩১-৪৬)

  • ২৬

    • যাজকেরা যিশুকে হত্যা করার ষড়যন্ত্র করে (১-৫)

    • যিশুর উপর সুগন্ধি তেল ঢেলে দেওয়া হয় (৬-১৩)

    • শেষ নিস্তারপর্ব এবং বিশ্বাসঘাতকতা (১৪-২৫)

    • প্রভুর সান্ধ্যভোজ প্রবর্তন (২৬-৩০)

    • পিতর যে অস্বীকার করবেন, সেই সম্বন্ধে আগে থেকে বলা হয় (৩১-৩৫)

    • যিশু গেৎশিমানী নামে এক জায়গায় প্রার্থনা করেন (৩৬-৪৬)

    • যিশুকে গ্রেপ্তার করা হয় (৪৭-৫৬)

    • মহাসভার সামনে বিচার (৫৭-৬৮)

    • পিতর যিশুকে অস্বীকার করেন (৬৯-৭৫)

  • ২৭

    • যিশুকে পীলাতের হাতে তুলে দেওয়া হয় (১, ২)

    • যিহূদা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে (৩-১০)

    • পীলাতের সামনে যিশু (১১-২৬)

    • সকলের সামনে উপহাস করা হয় (২৭-৩১)

    • গল্‌গথা নামে এক জায়গায় দণ্ডে বিদ্ধ করা হয় (৩২-৪৪)

    • যিশুর মৃত্যু (৪৫-৫৬)

    • যিশুর দেহ কবরে রাখা হয় (৫৭-৬১)

    • কবর কড়া পাহারা দেওয়া হয় (৬২-৬৬)

  • ২৮

    • যিশুকে পুনরুত্থিত করা হয় (১-১০)

    • সৈন্যদের মিথ্যা বলার জন্য ঘুস দেওয়া হয় (১১-১৫)

    • শিষ্য তৈরি করার আদেশ (১৬-২০)