সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বাইবেল জীবনকে পরিবর্তন করে

বাইবেল জীবনকে পরিবর্তন করে

বাইবেল জীবনকে পরিবর্তন করে

“অবশেষে আমি প্রকৃত স্বাধীনতা খুঁজে পেয়েছি”

বলেছেন ব্রায়ান হিউয়াট

জন্ম: ১৯৮১ সাল

দেশ: যুক্তরাষ্ট্র

পূর্বে আমি একজন অপব্যয়ী পুত্র ছিলাম

আমার অতীত: আমি যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ার উত্তর দিকে ওহাইও নদীর তীরে এক নিরিবিলি শহর মাউন্ডস্‌ভিলে জন্মেছিলাম। আমরা তিন ভাই ও এক বোন হওয়ার কারণে আমাদের ঘর হাসিখুশিতে ভরা থাকত, যাদের মধ্যে আমি হলাম দ্বিতীয়। আমার বাবা-মা ছিল কঠোর পরিশ্রমী ও সৎ, যারা অন্যদের ভালোবাসত। আমরা কখনোই ধনী ছিলাম না কিন্তু আমাদের যা প্রয়োজন তা আমরা সবসময়ই পেতাম। যিহোবার সাক্ষি হিসেবে আমার বাবা-মা, ছোটো বয়স থেকেই আমাদের মধ্যে বাইবেলের নীতিগুলো গেঁথে দেওয়ার জন্য তাদের যথাসাধ্য করেছিল।

কিন্তু, আমি যখন কৈশোরে পা দিয়েছিলাম, তখন আমাকে যা শেখানো হয়েছিল সেগুলো থেকে ইতিমধ্যেই আমি দূরে সরে যেতে শুরু করেছিলাম। বাইবেলের নীতিগুলোর দ্বারা পরিচালিত জীবন কখনও অর্থপূর্ণ বা সন্তোষজনক হতে পারে কি না, তা নিয়ে আমি প্রশ্ন তুলতাম। আমি যুক্তি করতাম যে, আমি যা করতে চাই তা করতে পারার ব্যাপারে স্বাধীনতা লাভ করাই হল প্রকৃত সুখ লাভ করার একমাত্র উপায়। শীঘ্র আমি খ্রিস্টীয় সভাগুলোতে যোগ দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। আমার দাদা ও বোনও, আমার মতো বিদ্রোহী পথ বেছে নিয়েছিল। আমার বাবা-মা আমাদেরকে সমস্ত রকমের সাহায্য করার চেষ্টা করেছিল কিন্তু আমরা তাদের প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছিলাম।

আমি বুঝতে পারিনি যে, এই তথাকথিত স্বাধীনতা যা আমি চেয়েছিলাম, তা আমাকে নেশার ফাঁদের দিকে নিয়ে যাবে। একদিন স্কুল থেকে ফেরার সময় একজন বন্ধু আমাকে একটা সিগারেট খেতে দিয়েছিল। আমি সেটা খেয়েছিলাম। সেইদিন থেকে আমি আরও অনেক ক্ষতিকর অভ্যাসে জড়িয়ে পড়তে শুরু করেছিলাম। পরবর্তী সময়ে, আমি মাদক সেবন ও মদ্যপান করতাম এবং অনৈতিক জীবনযাপন করতাম। পরবর্তী বছরগুলোতে, আরও মারাত্মক মাদকগুলো সেবন করতে শুরু করেছিলাম এবং সেগুলোর বেশিরভাগেরই দাস হয়ে পড়েছিলাম। নেশার প্রতি আমার টান এতটাই বেড়ে গিয়েছিল যে, আমার জীবনযাপন চালানোর জন্য আমি মাদক বিক্রি করতে শুরু করেছিলাম।

আমি আমার বিবেককে উপেক্ষা করার যত প্রচেষ্টাই করি না কেন, এটা ক্রমাগত আমাকে মনে করিয়ে দিত যে, আমি যে-জীবনযাপন করছি তা ভুল। তবুও আমি মনে করতাম যে, এতটাই দেরি হয়ে গিয়েছে যে আমার পক্ষে আর ফিরে আসা সম্ভব নয়। বিভিন্ন পার্টি ও কনসার্টে অনেক লোকের মাঝে থাকা সত্ত্বেও কখনো কখনো আমি নিজেকে একলা ও বিষণ্ণ মনে করতাম। একেক সময় আমি চিন্তা করতাম যে, এত ভদ্র ও ভালো বাবা-মার সন্তান হওয়া সত্ত্বেও, আমি কীভাবে এতটা দূরে সরে গিয়েছি।

বাইবেল যেভাবে আমার জীবনকে পরিবর্তন করেছে: এমনকী যদিও আমি নিজের ব্যাপারে হাল ছেড়ে দিয়েছিলাম, কিন্তু অন্যেরা হাল ছেড়ে দেয়নি। ২০০০ সালে আমার বাবা-মা আমাকে যিহোবার সাক্ষিদের একটা সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। আমি কিছুটা অনিচ্ছুকভাবেই তাদের সঙ্গে গিয়েছিলাম। এটা দেখে আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে, আমার যে-দাদা ও বোন দূরে সরে গিয়েছিল, তারাও সেখানে উপস্থিত ছিল।

সেই সম্মেলনে আমার মনে পড়েছিল যে, প্রায় এক বছর আগে একটা রক কনসার্টের জন্য ঠিক এই জায়গাতেই এসেছিলাম। আমি যে-পার্থক্য লক্ষ করেছিলাম তা আমার আবেগকে গভীরভাবে স্পর্শ করেছিল। কনসার্টের সময় এই জায়গাটা আবর্জনায় ও সিগারেটের ধোঁয়ায় ভরে গিয়েছিল। যারা কনসার্টে এসেছিল তাদের মধ্যে বেশিরভাগই বন্ধুত্বপরায়ণ ছিল না আর গানের কথাগুলো ছিল বিষাদে পূর্ণ। কিন্তু সম্মেলনে, আমার চারদিকে প্রকৃত অর্থে সুখী লোকেরা ছিল, যারা আমাকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানিয়েছিল, যদিও আমি অনেক বছর তাদের দেখিনি। সেই জায়গাটা ছিল পরিস্কার-পরিচ্ছন্ন আর যে-বার্তা উপস্থাপন করা হয়েছিল তা আশা প্রদান করে। বাইবেলের সত্যের এই ইতিবাচক প্রভাব দেখে আমি চিন্তা করেছিলাম যে, কেন আমি একসময় তা প্রত্যাখ্যান করেছিলাম!—যিশাইয় ৪৮:১৭, ১৮.

সম্মেলন শেষ হওয়ার ঠিক পরেই, আমি খ্রিস্টীয় মণ্ডলীতে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার দাদা ও বোনও সম্মেলনে যে-অভিজ্ঞতা লাভ করেছিল, সেটার দ্বারা পরিচালিত হয়ে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিল। আমরা তিনজনই ব্যক্তিগত বাইবেল অধ্যয়ন গ্রহণ করেছিলাম।

যে-বাইবেল পদটি আমাকে বিশেষভাবে পরিচালিত করেছিল সেটি হল, যাকোব ৪:৮ পদ, যেটি বলে: “ঈশ্বরের নিকটবর্ত্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্ত্তী হইবেন।” আমি উপলব্ধি করেছিলাম যে, আমি যদি ঈশ্বরের নিকটবর্তী হতে চাই, তাহলে আমাকে আমার জীবন শুচি করতে হবে। অন্য পরিবর্তনগুলোর মধ্যে আমাকে তামাক ব্যবহার এবং মাদক ও মদের অপব্যবহার বন্ধ করতে হয়েছিল।—২ করিন্থীয় ৭:১.

আমি আমার পুরোনো বন্ধুদের ছেড়ে যিহোবার উপাসকদের মধ্যে থেকে নতুন বন্ধুদের খুঁজে পেয়েছি। বিশেষ করে যে খ্রিস্টান প্রাচীন আমার সঙ্গে বাইবেল অধ্যয়ন করেছিলেন, তিনি খুব সাহায্যকারী ছিলেন। তিনি নিয়মিতভাবে আমাকে ফোন করতেন এবং আমি কেমন আছি তা দেখার জন্য আমার কাছে আসতেন। আজও তিনি আমার একজন ঘনিষ্ঠ বন্ধু।

২০০১ সালের বসন্তকালে, আমি ঈশ্বরের কাছে নিজেকে উৎসর্গ করে তার চিহ্ন হিসেবে জলে বাপ্তিস্ম নিয়েছিলাম, ঠিক যেমন আমার দাদা ও বোনও নিয়েছিল। অবশেষে, আমাদের পরিবার যখন যিহোবার উপাসনায় একতাবদ্ধ হয়েছিল, তখন আমার বাবা-মা ও আমার বিশ্বস্ত ছোটো ভাই যে-কত আনন্দিত হয়েছিল, তা কল্পনা করুন।

আমি যেভাবে উপকৃত হয়েছি: আমি মনে করতাম যে, বাইবেলের নীতিগুলো হল খুব কড়া কিন্তু এখন আমি সেগুলোকে এমন সুরক্ষা হিসেবে দেখি যা সত্যি অমূল্য। বাইবেল আমাকে মাদকদ্রব্য ব্যবহার ও বিক্রি করা বন্ধ করতে এবং সমাজের একজন উত্তম ব্যক্তি হতে সাহায্য করেছিল।

যিহোবার উপাসকদের বিশ্বব্যাপী ভ্রাতৃসমাজের অংশ হওয়ার সুযোগ আমার হয়েছে। এই লোকেরা একে অপরকে সত্যিই ভালোবাসে এবং তারা ঈশ্বরের সেবা করার জন্য একতাবদ্ধ। (যোহন ১৩:৩৪, ৩৫) সেই ভ্রাতৃসমাজের মধ্যে থেকে এক বিশেষ আশীর্বাদ হিসেবে আমার স্ত্রী, এড্রিয়ানকে আমি পেয়েছি, যাকে আমি খুবই ভালোবাসি ও মূল্যবান বলে মনে করি। আমাদের সৃষ্টিকর্তাকে একসঙ্গে সেবা করা আমাদের জন্য অনেক আনন্দ নিয়ে আসে।

এক স্বার্থপর জীবনের পিছনে ছোটার পরিবর্তে, আমি এখন একজন পূর্ণসময়ের পরিচারক হিসেবে স্বেচ্ছাসেবকের কাজ করি ও লোকেদের শিক্ষা দিই যে, কীভাবে তারা ঈশ্বরের বাক্য থেকে উপকৃত হতে পারে। এই কাজ আমাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে। আমি পূর্ণ আস্থার সঙ্গে বলতে পারি যে, বাইবেল আমার জীবনকে পরিবর্তন করেছে। অবশেষে আমি প্রকৃত স্বাধীনতা খুঁজে পেয়েছি। ▪ (w১৩-E ০১/০১)

[১০ পৃষ্ঠার চিত্র]

[১০ পৃষ্ঠার চিত্র]

[১১ পৃষ্ঠার ব্লার্ব]

“বাইবেল আমাকে মাদকদ্রব্য ব্যবহার ও বিক্রি করা বন্ধ করতে এবং সমাজের একজন উত্তম ব্যক্তি হতে সাহায্য করেছিল”

[১১ পৃষ্ঠার চিত্র]