সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

সুপরিকল্পিত এক অভিযান উত্তম ফল নিয়ে আসে

সুপরিকল্পিত এক অভিযান উত্তম ফল নিয়ে আসে

সুপরিকল্পিত এক অভিযান উত্তম ফল নিয়ে আসে

মারিয়া ইসাবেল দক্ষিণ আমেরিকার চিলিতে অবস্থিত সান বার্নার্ডো শহরের একজন অল্পবয়সি উদ্যোগী প্রকাশক। সে এবং তার পরিবার স্থানীয় ম্যাপুচি আদিবাসী জনগোষ্ঠীর সদস্য। তাদের পুরো পরিবার ম্যাপুচি বা মাপুডুনগুন ভাষার একটা নতুন মণ্ডলী গঠন করার প্রচেষ্টাকে উদ্যমের সঙ্গে সমর্থন করছে।

যখন ঘোষণা করা হয়েছিল যে, খ্রিস্টের মৃত্যু স্মরণার্থ সভা মাপুডুনগুন ভাষায়ও অনুষ্ঠিত হবে এবং সেই ভাষায় স্মরণার্থ মরশুমে বিতরণের জন্য ২,০০০টি আমন্ত্রণপত্র ছাপানো হয়েছে, তখন এটা মারিয়া ইসাবেলকে একটু চিন্তা করতে পরিচালিত করেছিল। সাহায্য করার জন্য সে কী করতে পারে? সে অন্যান্য অল্পবয়সি সাক্ষির অভিজ্ঞতা স্মরণ করেছিল, যারা সহপাঠী এবং শিক্ষকদের কাছে প্রচার করার ক্ষেত্রে সফল হয়েছিল। বিষয়টা নিয়ে সে তার বাবা-মায়ের সঙ্গে কথা বলেছিল এবং তারা একত্রে এই সিদ্ধান্ত নিয়েছিল যে, মারিয়া ইসাবেল স্কুলে আমন্ত্রণপত্র বিতরণ করার জন্য একটা পরিকল্পনা করার কথা চিন্তা করবে। সে কোন পরিকল্পনা করেছিল?

প্রথমত, মারিয়া ইসাবেল স্কুলের মূল দরজায় একটি আমন্ত্রণপত্র লাগানোর জন্য স্কুলের কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি চেয়েছিল। তারা তার আবেদন অনুমোদন করেছিল এবং তার পদক্ষেপের জন্য প্রশংসা করেছিল। একদিন সকালে নাম ডাকার সময়, স্কুলের প্রধান শিক্ষক এমনকী আমন্ত্রণপত্রটির ব্যাপারে লাউডস্পিকারে ঘোষণা করেছিলেন!

এরপর মারিয়া ইসাবেল প্রত্যেকটা ক্লাসরুমে যাওয়ার জন্য অনুমতি চেয়েছিল। শিক্ষকদের কাছ থেকে অনুমতি লাভ করার পর সে প্রত্যেকটা ক্লাসের ছাত্র-ছাত্রীকে জিজ্ঞেস করেছিল যে, তাদের মধ্যে ম্যাপুচি আদিবাসীর কেউ আছে কি না। “আমি মনে করেছিলাম পুরো স্কুলে হয়তো ম্যাপুচি পরিবারের ১০ থেকে ১৫ জন ছাত্র-ছাত্রী থাকবে,” সে বলে, “কিন্তু আসলে এর সংখ্যা এর চেয়ে আরও বেশি ছিল—আমি ১৫০টি আমন্ত্রণপত্র দিতে পেরেছিলাম!”

“তিনি বড়ো কাউকে আশা করছিলেন”

একজন মহিলা স্কুলের মূল দরজায় আমন্ত্রণপত্রসহ পোষ্টারটি দেখার পর জানতে চেয়েছিলেন যে, এই অনুষ্ঠানের ব্যাপারে তার কার সঙ্গে কথা বলা উচিত। কল্পনা করে দেখুন যে, সেই সময়ে তিনি কতটা অবাক হয়ে গিয়েছিলেন, যখন তাকে দশ বছরের একটা মেয়ের কাছে নিয়ে যাওয়া হয়েছিল! “তিনি বড়ো কাউকে আশা করছিলেন,” মারিয়া ইসাবেল হেসে বলেছিল। তাকে একটি আমন্ত্রণপত্র দেওয়ার এবং সংক্ষেপে ব্যাখ্যা করার পর, মারিয়া ইসাবেল সেই মহিলাকে তার ঠিকানা দিতে বলেছিল, যাতে সে এবং তার বাবা-মা ঈশ্বরের রাজ্য সম্বন্ধে আরও জানানোর জন্য তার সঙ্গে দেখা করতে পারে। সেই মহিলা এবং আরও ২৬ জন ম্যাপুচি আগ্রহী ব্যক্তিকে স্মরণার্থ সভায় উপস্থিত দেখে মাপুডুনগুন ভাষার এলাকায় সেবারত ২০ জন প্রকাশক কতই না আনন্দিত হয়েছিল। এখন এই দলটি একটা বৃদ্ধিরত মণ্ডলী!

আপনার বয়স যা-ই হোক না কেন, আপনিও কি আপনার সহপাঠী অথবা সহকর্মীদেরকে স্মরণার্থ সভায়, জনসাধারণের উদ্দেশে কোনো বক্তৃতায় অথবা জেলা সম্মেলনে আমন্ত্রণ জানানোর জন্য একই ধরনের পদক্ষেপ নিতে পারেন? আমাদের প্রকাশনায় সেইসমস্ত অভিজ্ঞতাগুলো খুঁজে দেখুন না কেন, যেগুলো হয়তো আপনাকে এই ধরনের একটা পরিকল্পনা সফল করার ব্যাপারে ধারণা প্রদান করবে? এ ছাড়া, যিহোবার পবিত্র আত্মা চেয়ে প্রার্থনা করুন, যেন আপনি সাহসের সঙ্গে তাঁর সম্বন্ধে কথা বলতে পারেন। (লূক ১১:১৩) আপনি যদি তা করেন, তাহলে আপনিও আপনার সুপরিকল্পিত প্রচেষ্টার ফলাফল দেখে হয়তো অনেক অবাক হয়ে যাবেন এবং উৎসাহিত হবেন।

[৩২ পৃষ্ঠার চিত্রগুলো]

সুপরিকল্পিত এক অভিযান উত্তম ফল নিয়ে আসে