সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

‘তোমরা অনেক শ্রেষ্ঠ।’—মথি ১০:৩১

ঈশ্বর কি আপনাকে লক্ষ করেন?

ঈশ্বর কি আপনাকে লক্ষ করেন?

সৃষ্টি আমাদের যা শেখায়

একটা শিশু যখন জন্ম নেয়, তখন মায়ের গর্ভের বাইরে প্রথম এক ঘণ্টা, তার জন্য মানিয়ে নেওয়ার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ সময়। কেন? কারণ যে-মায়েরা এই কঠিন সময়ে তাদের নবজাতদের সঙ্গে এক বন্ধন তৈরি করে, তারা তাদের সন্তানদের বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে অভাবনীয় উন্নতিসাধন করতে পারে। a

কী একজন মাকে তার নবজাত শিশুর প্রতি কোমল যত্ন নিতে পরিচালিত করে? প্রফেসর জেনেট ক্রেনসো দা জার্নাল অভ্‌ পেরিন্যাটাল এডুকেশন নামক পত্রিকায় ব্যাখ্যা করেন, উচ্চমাত্রার অক্সিটোসিন হরমোন “একজন মায়ের অনুভূতিকে উদ্দীপিত করে, যখন তিনি শিশুর জন্মের পর তাকে স্পর্শ করেন, তার দিকে তাকান ও তাকে স্তন্যপান করান।” এই সময় আরেকটা হরমোন নিঃসৃত হয় এবং সেটা “একজন মাকে তার শিশুর ডাকে সাড়া দিতে সাহায্য করে” আর এর ফলে, সেই মা তার শিশুর সঙ্গে এক দৃঢ় বন্ধন গড়ে তোলে। কেন এটা এত তাৎপর্যপূর্ণ?

মা ও শিশুর মধ্যে থাকা এই ঘনিষ্ঠ বন্ধন আসলে আমাদের প্রেমময় সৃষ্টিকর্তা, যিহোবা ঈশ্বর তৈরি করেছেন। b রাজা দায়ূদ ঈশ্বরকে কৃতিত্ব দিয়েছিলেন কারণ ঈশ্বর তাকে “জঠর হইতে” বের করে তার মায়ের কোলের নিরাপদ আশ্রয়ে রেখেছিলেন। প্রার্থনায় দায়ূদ বলেছিলেন: “গর্ব্ভ হইতে আমি তোমার হস্তে নিক্ষিপ্ত; আমার মাতৃজঠর হইতে তুমিই আমার ঈশ্বর।”—গীতসংহিতা ২২:৯, ১০.

বিবেচনা করুন: ঈশ্বর যদি এক ছোট্ট শিশুকে কোমলভাবে লক্ষ করার ও তার চাহিদার প্রতি সাড়া দেওয়ার জন্য একজন মায়ের মধ্যে এত জটিল এক প্রক্রিয়া তৈরি করতে পারেন, তা হলে এটা কি যুক্তিযুক্ত নয় যে, ‘ঈশ্বরের সন্তানদের’ অর্থাৎ আমাদের প্রতিও তিনি ব্যক্তিগত আগ্রহ দেখান?—প্রেরিত ১৭:২৯, বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন।

ঈশ্বরের সতর্ক যত্ন সম্বন্ধে বাইবেল আমাদের যা শিক্ষা দেয়

যিশু খ্রিস্ট যেকোনো ব্যক্তির চেয়ে সৃষ্টিকর্তাকে আরও ভালোভাবে জানেন। তিনি শিক্ষা দেন: “দুইটী চড়াই পাখী কি এক পয়সায় বিক্রয় হয় না? আর তোমাদের পিতার অনুমতি বিনা তাহাদের একটীও ভূমিতে পড়ে না। কিন্তু তোমাদের মস্তকের কেশগুলিও সমস্ত গণিত আছে। অতএব ভয় করিও না, তোমরা অনেক চড়াই পাখী হইতে শ্রেষ্ঠ।”—মথি ১০:২৯-৩১.

যখন ছোটো ছোটো পাখি উড়ে বেড়ায়, তখন আমাদের মধ্যে অল্প কয়েক জনই তাদের প্রত্যেককে লক্ষ করি আর যখন “তাহাদের একটীও ভূমিতে পড়ে,” তখন আমরা হয়তো তা লক্ষও করি না। কিন্তু আমাদের স্বর্গীয় পিতা এদের প্রত্যেককে লক্ষ করেন! তাঁর কাছে একজন মানুষ এই পাখিদের এমনকী অনেক পাখির চেয়ে শ্রেষ্ঠ। এখান থেকে যে-শিক্ষা পাওয়া যায়, সেটা খুবই স্পষ্ট: এই ভেবে “ভয় করিও না” যে, ঈশ্বর আপনাকে লক্ষ করেন না। এর বিপরীতে, তিনি আপনার বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন!

ঈশ্বর আমাদের মঙ্গলের প্রতি খুবই আগ্রহী এবং তিনি প্রেমের সঙ্গে আমাদের উপর লক্ষ রাখেন

যে-শাস্ত্রপদগুলো আমাদের আশ্বাস দেয়

  • “সদাপ্রভুর চক্ষু সর্ব্বস্থানেই আছে, তাহা অধম ও উত্তমদের প্রতি দৃষ্টি রাখে।”হিতোপদেশ ১৫:৩.

  • “ধার্ম্মিকগণের প্রতি সদাপ্রভুর দৃষ্টি আছে, তাহাদের আর্ত্তনাদের প্রতি তাঁহার কর্ণ আছে।”গীতসংহিতা ৩৪:১৫.

  • “আমি তোমার দয়াতে উল্লাস ও আনন্দ করিব, কেননা তুমি আমার দুঃখ দেখিয়াছ, তুমি দুর্দ্দশাকালে আমার প্রাণের তত্ত্ব লইয়াছ।”গীতসংহিতা ৩১:৭.

“আমি মনে করতাম, যিহোবা আমাকে ভালোবাসেন না”

ঈশ্বর যে আমাদের মঙ্গলের প্রতি অত্যন্ত আগ্রহী এবং প্রেমের সঙ্গে আমাদের উপর লক্ষ রাখেন, তা জানা কি আমাদের জীবনের উপর কোনো প্রভাব ফেলতে পারে? অবশ্যই। এই বিষয়ে ইংল্যান্ডে বসবাসরত হান্না c ব্যাখ্যা করে বলেন:

“বহু বার আমি এমনটা মনে করেছি যে, ঈশ্বর আমাকে ভালোবাসেন না আর তিনি আমার প্রার্থনার উত্তর দেন না। এর কারণ হিসেবে আমি ভাবতাম, আমার মধ্যে বিশ্বাসের অভাব রয়েছে। আমার মনে হতো, আমি ততটা গুরুত্বপূর্ণ ব্যক্তি নই বলে আমাকে শাস্তি দেওয়া হচ্ছে কিংবা উপেক্ষা করা হচ্ছে। আমি ভাবতাম, ঈশ্বর আমার জন্য চিন্তা করেন না।”

কিন্তু, হান্না এখন আর এই নিয়ে সন্দেহ করেন না যে, তার প্রতি যিহোবা মনোযোগ দেন না কিংবা তাকে ভালোবাসেন না। কী তাকে তার চিন্তাভাবনা পরিবর্তন করতে সাহায্য করেছে? তিনি ব্যাখ্যা করেন, “ধীরে ধীরে এই পরিবর্তন আসে। বহু বছর আগে যিশুর মুক্তির মূল্য সম্বন্ধে একটা বাইবেলভিত্তিক বক্তৃতার কথা আমার মনে পড়ে যায় আর সেটা আমাকে গভীরভাবে প্রভাবিত করে ও সেইসঙ্গে যিহোবার ভালোবাসার প্রতি আমার আস্থাকে পুনরায় বৃদ্ধি করতে সাহায্য করে। অবশেষে যিহোবা যখন আমার প্রার্থনার উত্তর দেন, তখন আমি কান্নায় ভেঙে পড়ি কারণ আমি বুঝতে পারি, তিনি আমার প্রতি ভালোবাসা দেখিয়েছেন। এ ছাড়া, বাইবেল অধ্যয়ন করারখ্রিস্টীয় সভায় যোগ দেওয়ার মাধ্যমে আমি যিহোবা, তাঁর ব্যক্তিত্ব এবং তিনি যে আমাদের জন্য চিন্তা করেন, সেই সম্বন্ধে আরও জানতে পারি। এখন আমি স্পষ্টভাবে দেখতে পাই, যিহোবা আমাদের সমর্থন করেন, আমাদের সকলের প্রতি তাঁর ভালোবাসা রয়েছে এবং আলাদা আলাদা ব্যক্তি হিসেবে তিনি আমাদের প্রতি মনোযোগ দিতে ইচ্ছুক।”

হান্নার কথা আমাদের উৎসাহ জোগায়। কিন্তু কীভাবে আপনি এই বিষয়ে নিশ্চিত হতে পারেন, ঈশ্বর আপনাকে বোঝেন ও আপনার অনুভূতি মনে রাখেন? পরবর্তী প্রবন্ধে এই প্রশ্নের উত্তর পরীক্ষা করে দেখা হবে।

a কিছু কিছু মায়েরা যারা প্রসবোত্তর হতাশায় (পোস্টপার্‌ট্যাম ডিপ্রেশন) ভোগে, তাদের পক্ষে তাদের শিশুদের সঙ্গে এই বন্ধন গড়ে তোলা কঠিন হতে পারে। কিন্তু এ-ক্ষেত্রে তাদের নিজেদের দোষ দেওয়া উচিত নয়। ইউ.এস. ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেনটাল হেলথ-এর রিপোর্ট অনুসারে, প্রসবোত্তর হতাশা “একত্রিতভাবে শারীরিক ও মানসিক কারণগুলোর ফলাফল হতে পারে . . . কিন্তু এতে মায়ের কোনো হাত থাকে না।” এই বিষয়ে আরও তথ্য জানার জন্য ২০০৩ সালের ৮ জুন সচেতন থাক! (ইংরেজি) পত্রিকায় “প্রসবোত্তর হতাশাকে বোঝা” শিরোনামের প্রবন্ধটা দেখুন।

b যিহোবা হল ঈশ্বরের নাম, যা বাইবেলে প্রকাশ করা হয়েছে।—যাত্রাপুস্তক ৩:১৫.

c এই ধারাবাহিক প্রবন্ধগুলোতে কিছু নাম পরিবর্তন করা হয়েছে।