সরাসরি বিষয়বস্তুতে যান

যিহোবার সাক্ষিরা বাইবেল অধ্যয়ন কোর্সের যে-প্রস্তাব দেয়, সেটা কী?

যিহোবার সাক্ষিরা বাইবেল অধ্যয়ন কোর্সের যে-প্রস্তাব দেয়, সেটা কী?

 যিহোবার সাক্ষিরা আপনাকে ব্যাবহারিক উপায়ে শিখতে সাহায্য করে যে, বাইবেল কী শিক্ষা দেয়। আমাদের বাইবেল অধ্যয়ন কোর্স আপনাকে সাহায্য করতে পারে:

  •   সুখী জীবন লাভ করতে

  •   ঈশ্বরের বন্ধু হতে

  •   ভবিষ্যত সম্বন্ধে বাইবেলের প্রতিজ্ঞা সম্বন্ধে জানতে

এই পেজে রয়েছে

 বাইবেল অধ্যয়নে কী হয়?

 একজন যিহোবার সাক্ষি আপনাকে এক-একটা বিষয় নিয়ে বাইবেল যা শিক্ষা দেয়, তা শিখতে সাহায্য করবেন। চিরকাল জীবন উপভোগ করুন! ঈশ্বরের কাছ থেকে শিখতে শুরু করুন প্রকাশনা থেকে বাইবেল অধ্যয়ন করার সময় আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন যে, বাইবেলে কোন বার্তা রয়েছে এবং এটি কীভাবে আপনাকে সাহায্য করতে পারে। আরও জানার জন্য এই ভিডিওটা দেখুন।

 অধ্যয়নের জন্য কি আমাকে টাকা দিতে হবে?

 না। যিহোবার সাক্ষিরা যিশুর সেই নির্দেশনা মেনে চলে, যেটা তিনি তাঁর অনুসারীদের দিয়েছিলেন: “তোমরা বিনা মূল্যে পেয়েছ, বিনা মূল্যেই দিয়ো।” (মথি ১০:৮) এ ছাড়া, অধ্যয়নের বিষয়বস্তুর জন্য কোনো মূল্য নেওয়া হয় না, যেটার অন্তর্ভুক্ত বাইবেল আর সেইসঙ্গে চিরকাল জীবন উপভোগ করুন! বইয়ের একটা কপি।

 এটা কত দিনের কোর্স?

 সম্পূর্ণ কোর্সের মধ্যে ৬০টা পাঠ রয়েছে। এটা আপনি নির্ধারণ করতে পারেন, কত তাড়াতাড়ি আপনি এই পাঠগুলো শেষ করবেন। অনেক ছাত্র-ছাত্রী সপ্তাহে একটা কিংবা একটার বেশি পাঠ অধ্যয়ন করতে পছন্দ করে।

 কীভাবে আমি শুরু করব?

  1.  ১. অনলাইনে দেওয়া ফর্ম পূরণ করুন। আপনার দেওয়া ব্যক্তিগত তথ্যের ভিত্তিতে আপনার অনুরোধে আমরা শুধুমাত্র এই ব্যবস্থা করব, যাতে একজন যিহোবার সাক্ষি আপনার সঙ্গে যোগাযোগ করেন।

  2.  ২. একজন যিহোবার সাক্ষি আপনার সঙ্গে যোগাযোগ করবেন। আপনার অধ্যয়ন পরিচালক আপনার কাছে ব্যাখ্যা করবেন, বাইবেল অধ্যয়ন করার মাধ্যমে আপনি কী কী শিখতে পারবেন আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে, তা হলে তিনি সেগুলোর উত্তর দেবেন।

  3.  ৩. বাইবেল অধ্যয়নের বিষয় আপনি ও আপনার অধ্যয়ন পরিচালক পরিকল্পনা করুন। আপনি সরাসরি অথবা টেলিফোন, ভিডিও কল, চিঠি কিংবা ইমেলের মাধ্যমে অধ্যয়ন করতে পারেন। বাইবেল অধ্যয়ন সাধারণত এক ঘণ্টার হয়ে থাকে কিন্তু আপনার তালিকা অনুযায়ী আপনি এর চেয়ে কম কিংবা বেশি সময় অধ্যয়ন করতে পারেন।

 আমি কি প্রথমে দেখতে পারি, অধ্যয়ন পর্বে কী হয়?

 হ্যাঁ। এটা করার জন্য অনলাইনে দেওয়া ফর্ম পূরণ করুন। যখন কোনো যিহোবার সাক্ষি আপনার সঙ্গে যোগাযোগ করেন, তখন তাকে জানান যে, আপনি শুধু দেখতে চান, কীভাবে অধ্যয়ন করা হয়। তিনি আপনার সঙ্গে চিরকাল জীবন উপভোগ করুন! ব্রোশার ব্যবহার করবেন, যেটার মধ্যে অধ্যয়নের জন্য তিনটে পাঠ রয়েছে আর সেগুলো আপনাকে দেখতে সাহায্য করবে, আপনি অধ্যয়ন করা উপভোগ করবেন কি না।

 আমি যদি বাইবেল অধ্যয়নের প্রস্তাব গ্রহণ করি, তা হলে আমাকে কি একজন যিহোবার সাক্ষি হতে হবে?

 না। যিহোবার সাক্ষি হিসেবে আমরা বাইবেল থেকে লোকদের শেখাতে ভালোবাসি কিন্তু আমরা কখনো কাউকে আমাদের ধর্মে যোগ দিতে চাপ দিই না। এর পরিবর্তে, আমরা সম্মানজনকভাবে তুলে ধরি যে, বাইবেল কী শিক্ষা দেয় আর আমরা স্বীকার করি, প্রত্যেক ব্যক্তির তার নিজস্ব বিশ্বাস বাছাই করার স্বাধীনতা আছে।—১ পিতর ৩:১৫.

  আমি কি আমার নিজের বাইবেল ব্যবহার করতে পারি?

 হ্যাঁ, আপনি আপনার পছন্দমতো বাইবেলের যেকোনো অনুবাদ ব্যবহার করতে পারেন। যদিও আমরা স্পষ্ট ও সঠিক হিসেবে বিবেচিত পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ ব্যবহার করতে ভালোবাসি কিন্তু আমরা এটা স্বীকার করি, অনেক লোক বাইবেলের সেই অনুবাদ ব্যবহার করতে পছন্দ করে, যেটার সঙ্গে তারা পরিচিত।

 আমি কি অন্যদের অধ্যয়নে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাতে পারি?

 হ্যাঁ। আপনি চাইলে আপনার পুরো পরিবারকে অথবা কোনো বন্ধুকে আমন্ত্রণ জানাতে পারেন।

 আমি যদি পূর্বে যিহোবার সাক্ষিদের সঙ্গে বাইবেল অধ্যয়ন করতাম, তাহলে? আমি কি আবার অধ্যয়ন করতে পারি?

 হ্যাঁ। আসলে আপনি এখন আমাদের অধ্যয়ন কোর্স আগের চেয়ে আরও বেশি উপভোগ করতে পারেন। এর কারণ হল, লোকেদের বর্তমান চাহিদার কথা মাথায় রেখে এটাকে আরও উন্নত করা হয়েছে। আগের বাইবেল অধ্যয়নের কার্যক্রমের চেয়ে এটাতে আরও বেশি ছবি ও ভিডিও রয়েছে, যেটা আপনাকে আলোচনায় জড়িত হতে সাহায্য করে।

 কোনো পরিচালক ছাড়া অন্য কোনো ভাবে কি বাইবেল অধ্যয়নের সুযোগ রয়েছে?

 হ্যাঁ। যদিও বেশিরভাগ ছাত্র-ছাত্রী একজন পরিচালকের সাহায্যে খুব ভালোভাবে শিখতে পারে কিন্তু কেউ কেউ প্রথমে নিজে নিজে অধ্যয়ন করতে পছন্দ করে। আমাদের বাইবেল অধ্যয়নের হাতিয়ার নামক পেজে বিনা মূল্যে কিছু হাতিয়ার এবং বিষয়বস্তু রয়েছে, যেগুলো আপনাকে নিজে নিজে বাইবেল অধ্যয়ন করতে সাহায্য করবে। এখানে কিছু সাহায্যকারী হাতিয়ার রয়েছে: