সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

যখন আপনার সাথি অবিশ্বস্ত হয়ে পড়েন

যখন আপনার সাথি অবিশ্বস্ত হয়ে পড়েন

“আমার স্বামী যখন আমাকে বলেন যে তিনি আরেকজন অল্পবয়সি মহিলার জন্য আমাকে ছেড়ে চলে যাবেন, তখন আমার মনে হয়েছিল আমি যেন মরে যাই। আমি বিষয়টা একেবারেই মেনে নিতে পারিনি, বিশেষ করে যখন আমার মনে পড়ে, আমি তার জন্য কতটা ত্যাগস্বীকার করেছি।”—মারিয়া, স্পেন।

“হঠাৎ যখন আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যায় তখন আমি খুব হতাশ হয়ে পড়ি। আমাদের স্বপ্ন, আশা, পরিকল্পনা সব কিছু ভেঙে চুরমার হয়ে যায়। কোনো কোনো সময় আমার মনে হতো, আমি হতাশা কাটিয়ে উঠতে পেরেছি কিন্তু তার পরেই আবার হতাশায় ডুবে যেতাম।”—বিল, স্পেন।

যখন আপনার সাথি অবিশ্বস্ত হয়ে পড়ে তখন আপনি একেবারে ভেঙে পড়তে পারেন। যদিও এটা সত্যি যে, একজন ব্যক্তি তার অনুতপ্ত সাথিকে ক্ষমা করে দিতে পারেন এবং তার সঙ্গে আবার উত্তম সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে তাদের বিয়েকে টিকিয়ে রাখতে পারেন; কিন্তু সাথি অবিশ্বস্ত হয়ে পড়লে তীব্র যন্ত্রণা ভোগ করতে হয়। কীভাবে তারা এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে পারে?

বাইবেলের যে-পদগুলো সাহায্য করতে পারে

প্রচণ্ড কষ্ট পাওয়া সত্ত্বেও অনেক নির্দোষ সাথিরা বাইবেল থেকে সান্ত্বনা লাভ করেছে। তারা জানতে পেরেছে যে, তাদের প্রতি ঈশ্বরের সমবেদনা রয়েছে।—মালাখি ২:১৩-১৬.

“আমার মনে যখন দুশ্চিন্তা বেড়ে যায়, তখন তোমার দেওয়া সান্ত্বনা আমার অন্তরকে আনন্দিত করে।”গীতসংহিতা ৯৪:১৯, বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন।

বিল আরও বলেন: “আমি যখন বাইবেলের এই পদটা পড়ি তখন আমার মনে হয়, যিহোবা * ঠিক একজন সমবেদনাময় বাবার মতো আমাকে সান্ত্বনা দিচ্ছেন।”

“তুমি বিশ্বস্তদের সংগে বিশ্বস্ত ব্যবহার কর।”গীতসংহিতা ১৮:২৫, বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন।

কারমেনের স্বামী বেশ কিছু মাস ধরে অবিশ্বস্ত ছিলেন আর কারমেন বলেন: “আমার স্বামী আমার প্রতি বিশ্বস্ত না থাকলেও আমার এই আস্থা ছিল, যিহোবা আমার প্রতি বিশ্বস্ত থাকবেন। তিনি কখনো আমাকে ছেড়ে দেবেন না।”

“কোন বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ব্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা . . . তোমাদের যাচ্ঞা সকল ঈশ্বরকে জ্ঞাত কর। তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় . . . রক্ষা করিবে।”ফিলিপীয় ৪:৬, ৭.

সাশা বলেন: “আমি বার বার এই শাস্ত্রপদটা পড়ি। আমি অবিরত প্রার্থনা করতাম আর ঈশ্বর আমার জীবনে শান্তি দিয়েছিলেন।”

ওপরে উল্লেখিত ব্যক্তিরা কখনো কখনো মনে করেছিল যে, তারা বেঁচে থাকার কারণ হারিয়ে ফেলেছে। কিন্তু তারা যিহোবা ঈশ্বরের ওপর আস্থা রেখেছিল এবং তারা ঈশ্বরের বাক্য বাইবেল থেকে উৎসাহ লাভ করেছিল। বিল এভাবে বলেন: “আমার বিশ্বাস থাকার কারণে আমি আমার জীবনে উদ্দেশ্য খুঁজে পেয়েছিলাম আর এটা আমাকে বেঁচে থাকার কারণ জুগিয়েছিল। যদিও আমি একসময় ‘ঘন অন্ধকারে ঢাকা উপত্যকা’ বা অত্যন্ত কঠিন সময় পার হয়েছিলাম, ঈশ্বর আমার সঙ্গে ছিলেন।”—গীতসংহিতা ২৩:৪, বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন।

^ যিহোবা হল ঈশ্বরের নাম, যা বাইবেলে প্রকাশ করা হয়েছে।