সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

প্রেম আমাদের নিজেদের চেয়ে অন্যদের স্বার্থকে প্রাধান্য দিতে পরিচালিত করে

আমরা যেভাবে অন্যদের প্রতি প্রেম দেখাতে পারি

আমরা যেভাবে অন্যদের প্রতি প্রেম দেখাতে পারি

প্রথম মানুষ আদমের বংশধর হিসেবে আমরা সবাই একটা পরিবারের অংশ। যদিও পরিবারের সদস্যদের কাছ থেকে আশা করা হয় তারা একে অন্যের প্রতি প্রেম ও সম্মান দেখাবে কিন্তু বর্তমানে এমন প্রেম বিরল। আমাদের প্রেমময় সৃষ্টিকর্তা এমনটা চান না।

পবিত্র বাক্য প্রেম সম্বন্ধে যা বলে

“আপন প্রতিবাসীকে আপনার মত প্রেম করিবে।”—লেবীয় পুস্তক ১৯:১৮.

“তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও।”—মথি ৫:৪৪.

অন্যদের প্রতি প্রেম দেখানোর অর্থ

লক্ষ করুন, সৃষ্টিকর্তা কীভাবে তাঁর বাক্যে ১ করিন্থীয় ১৩:৪-৭ পদে প্রেম সম্বন্ধে বর্ণনা করেছেন:

“প্রেম চিরসহিষ্ণু, প্রেম মধুর।”

চিন্তা করুন: আপনি কেমন অনুভব করেন, যখন অন্যেরা আপনার প্রতি ধৈর্য ও দয়া দেখায় এবং সেইসময়ও রেগে যায় না যখন আপনি ভুল করেন?

“প্রেম . . . ঈর্ষা করে না।”

চিন্তা করুন: আপনি কেমন অনুভব করেন, যখন অন্যেরা আপনাকে সন্দেহের চোখে দেখে কিংবা আপনার প্রতি ঈর্ষান্বিত হয়?

প্রেম “স্বার্থ চেষ্টা করে না।”

চিন্তা করুন: আপনি কেমন অনুভব করেন, যখন অন্যেরা আপনার মতামতকে সম্মান করতে ইচ্ছুক হয় এবং তাদের মতামতকে মেনে নেওয়ার জন্য সবসময় জোর করে না?

প্রেম “অপকার গণনা করে না।”

চিন্তা করুন: সৃষ্টিকর্তা সেই ব্যক্তিদের ক্ষমা করতে ইচ্ছুক, যারা পাপ করার পরে অনুতপ্ত হয়। “তিনি নিত্য অনুযোগ করিবেন না, . . . ক্রোধ রাখিবেন না।” (গীতসংহিতা ১০৩:৯) আমাদের কাছ থেকে আঘাত পেয়েছেন এমন কেউ যখন আমাদের ক্ষমা করেন, তখন আমরা কৃতজ্ঞ হই। তাই অন্যেরা যখন আমাদের আঘাত দেয়, তখন আমাদেরও তাদের ক্ষমা করে দেওয়া উচিত।—গীতসংহিতা ৮৬:৫.

প্রেম “অধার্ম্মিকতায় আনন্দ করে না।”

চিন্তা করুন: আমাদের প্রতি যখন খারাপ কিছু ঘটে, তখন আমরা কখনোই চাইব না আমাদের দুঃখে অন্যেরা খুশি হোক। একইভাবে অন্যেরা যখন দুঃখকষ্ট ভোগ করে, তখন আমরাও খুশি হই না, এমনকী তারা অতীতে আমাদের প্রতি দুর্ব্যবহার করে থাকলেও।

সৃষ্টিকর্তার আশীর্বাদ উপভোগ করতে হলে আমাদের অবশ্যই এই সমস্ত উপায়ে অন্যদের প্রতি প্রেম দেখাতে হবে, তা তাদের বয়স, জাতি কিংবা ধর্ম যা-ই হোক না কেন। প্রেম দেখানোর একটা ব্যাবহারিক উপায় হল, প্রয়োজনের সময়ে অন্যদের সাহায্য করা।