সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

E+/taseffski/via Getty Images (Stock photo. Posed by model.)

জেগে থাকুন!

কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যের ক্রমশ অবনতি—এই সম্বন্ধে বাইবেল কী বলে?

কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যের ক্রমশ অবনতি—এই সম্বন্ধে বাইবেল কী বলে?

 ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি সোমবার, যুক্তরাষ্ট্রের দ্যা সেন্টার ফর ডিসিস কনট্রোল এণ্ড প্রিভেনশন (সিডিসি) যুক্তরাষ্ট্রের কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যের বিষয়ে একটা রিপোর্ট প্রকাশ করে। এটা জানায়, হাইস্কুলে পাঠরত ৪০ শতাংশেরও অধিক ছাত্র-ছাত্রী বিষণ্ণতা ও নিরাশায় ডুবে থাকে।

 সিডিসির ডিভিসন অভ্‌ অ্যাডোলোসেন্ট এণ্ড স্কুল হেল্থ (ডিএএসএইচ)-এর পরিচালক ডক্টর ক্যাথলিন ইথিয়ার মন্তব্য করেন: “যদিও আমরা বিগত ১০ বছরেরও বেশি সময় ধরে অল্পবয়সিদের মধ্যে মানসিক স্বাস্থ্যের অবনতি দেখতে পাচ্ছি, কিন্তু বর্তমানে কিশোরবয়সি মেয়েদের মানসিক স্বাস্থ্যের আরও অবনতি ঘটেছে এবং আত্মহত্যা করার চিন্তা ও প্রবণতা আগের চেয়ে আরও বৃদ্ধি পেয়েছে।”

 এই রিপোর্ট জানায়:

  •   ১০ জনের মধ্যে ১ জনেরও বেশি মেয়ে (১৪ শতাংশ) না চাওয়া সত্ত্বেও তাদের সঙ্গে জোর করে যৌনসম্পর্ক করা হয়েছে। ডক্টর ইথিয়ার বলেন, ‘এটা খুবই চিন্তার বিষয়। প্রত্যেক ১০ জনের মধ্যে অন্ততপক্ষে এক জন কিংবা তার বেশি মেয়ে ধর্ষণের শিকার হয়েছে।’

  •   ৩ জনের মধ্যে প্রায় ১ জন কিশোরবয়সি মেয়ে (৩০ শতাংশ) আত্মহত্যা করার চেষ্টা করেছে।

  •   ৫ জনের মধ্যে প্রায় ৩ জন কিশোরবয়সি মেয়ে (৫৭ শতাংশ) বিষণ্ণতা ও নিরাশায় ডুবে থাকে।

 এই পরিসংখ্যান দেখলে সত্যিই আমাদের মন ভেঙে যায়। যৌবনকাল আনন্দ ও সুখের সময়। কিশোরবয়সি ছেলে-মেয়েদের সামনে যে-চাপগুলো আসে, সেগুলো মোকাবিলা করার জন্য কী তাদের সাহায্য করতে পারে? বাইবেল এই বিষয়ে কী বলে?

বাইবেল কিশোর-কিশোরীদের ব্যাবহারিক সাহায্য প্রদান করে

 বর্তমানে আমরা যে-চাপপূর্ণ পরিস্থিতির মধ্যে রয়েছি, বাইবেল তা বাস্তবসম্মতভাবে ব্যাখ্যা করে। এটি বলে, “শেষকালে পরিস্থিতি কঠিন ও বিপদজনক হবে।”(২ তীমথিয় ৩:১-৫) এই ধরনের সমস্যার মুখোমুখি হওয়া সত্ত্বেও বাইবেলের চিরন্তন পরামর্শ পৃথিবীব্যাপী লক্ষ লক্ষ কিশোরবয়সিকে তা মোকাবিলা করতে সাহায্য করেছে। পরবর্তী বাইবেলভিত্তিক প্রবন্ধগুলো বিবেচনা করুন।

 আত্মহত্যা করার প্রবণতা রয়েছে এমন কিশোর-কিশোরীদের জন্য সাহায্য

 অবসাদ, বিষণ্ণতা অথবা নেতিবাচক অনুভূতি রয়েছে এমন কিশোর-কিশোরীদের জন্য সাহায্য

 সরাসরি কিংবা ইন্টারনেটের মাধ্যমে উত্ত্যক্তের মোকাবিলা করে এমন কিশোর-কিশোরীদের জন্য সাহায্য

 যৌনহয়রানি ও যৌননির্যাতনের মোকাবিলা করছে এমন কিশোর-কিশোরীদের জন্য সাহায্য

বাইবেল বাবা-মায়ের জন্য ব্যাবহারিক পরামর্শ প্রদান করে

 এ ছাড়া, বাইবেল বাবা-মায়েদের ব্যাবহারিক পরামর্শ প্রদান করার মাধ্যমে সাহায্য জোগায়, যাতে তারা তাদের কিশোরবয়সি সন্তানদের জীবনের প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে মোকাবিলা করার ক্ষেত্রে সাহায্য করতে পারে। পরবর্তী বাইবেলভিত্তিক প্রবন্ধগুলো বিবেচনা করুন।