সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

 পরিবারের জন্য সাহায্য | সন্তান লালনপালন

যেভাবে কিশোর বয়সি সন্তানকে সেক্সটিং সম্বন্ধে বলবেন

যেভাবে কিশোর বয়সি সন্তানকে সেক্সটিং সম্বন্ধে বলবেন

প্রতিদ্বন্দ্বিতা

আপনি শুনেছেন, যুবক-যুবতীদের মধ্যে সেক্সটিং এক সাধারণ বিষয়। আপনি হয়তো দুশ্চিন্তা করতে পারেন, ‘আমার কিশোর বয়সি সন্তান কি তা করে?’

আপনি বিষয়টা নিয়ে আপনার সন্তানের সঙ্গে আলোচনা করতে চান—কিন্তু কীভাবে? উত্তরটা জানার আগে, এই বিষয়টা বিবেচনা করুন যে, কেন কিছু যুবক-যুবতী সেক্সটিং করে আর এতে আপনার দুশ্চিন্তা করার মতো কী আছে। *

যে-কারণে এটা হয়ে থাকে

  • কিছু কিশোর-কিশোরী, যাকে পছন্দ করে তার সঙ্গে প্রেমের ভান করার জন্য যৌন উদ্দীপক মেসেজ পাঠিয়ে থাকে।

  • অন্যান্য ক্ষেত্রে, একজন মেয়ে একজন ছেলের চাপে পড়ে নিজের যৌন উদ্দীপক ছবি পাঠাতে বাধ্য হয়।

  • কখনো কখনো কোনো ছেলে হয় তার বন্ধুদের খুশি করার জন্য অথবা তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রতিশোধ নেওয়ার জন্য কোনো মেয়ের যৌন উদ্দীপক ছবি অনেক জনকে পাঠিয়ে থাকে।

কারণ যা-ই হোক না কেন, একজন কিশোর অথবা কিশোরীর হাতে সেল ফোন থাকা তার জন্য অনেক বিপদ ডেকে আনতে পারে। সাইবারসেফ (ইংরেজি) নামক বইটি বলে, ‘শুধুমাত্র একটা ক্লিক জীবনকে চিরকালের জন্য বদলে দিতে পারে।’

অনেকে এই বিষয়টা উপলব্ধি করতে পারে না যে, একটা ছবি এক বার ইন্টারনেটে চলে গেলে, সেই ছবিটা যে কীভাবে ব্যবহার করা হবে, সেটার ওপর প্রেরকের আর কোনো নিয়ন্ত্রণ থাকে না। যুক্তরাষ্ট্রের ফেডরল ব্যুরো অভ্‌ ইনভেস্টিগেশন-এর (এফবিআই) এক বুলেটিনের রিপোর্ট অনুসারে, একটা ঘটনায় ১৮ বছর বয়সি একটি মেয়ে “আত্মহত্যা করেছিল, যখন সে জানতে পেরেছিল যে, সেল ফোন থেকে সে তার বয়ফ্রেন্ডকে নিজের যে-নগ্ন ছবি পাঠিয়েছে, সেটা তার বয়ফ্রেন্ড স্কুলের আরও অনেক কিশোর-কিশোরীকে পাঠিয়ে দিয়েছে। অন্য ছাত্র-ছাত্রীরা, যারা হয়তো আরও অনেককে সেই ছবি পাঠিয়েছিল, তারাও মেয়েটিকে হয়রান করত বলে মনে হয়।”

সেইসঙ্গে সেক্সটিং অনেক আইনি জটিলতাও সৃষ্টি করে। উদাহরণ স্বরূপ, কিছু কিছু জায়গায়, একজন অপ্রাপ্তবয়স্ক সন্তান যদি অন্য কোনো অপ্রাপ্তবয়স্ক সন্তানকে যৌন উদ্দীপক ছবি পাঠায়, তাহলে তাকে শিশু পর্নোগ্রাফির দোষে দোষী সাব্যস্ত করা হয় এবং তাকে যৌন অপরাধী হিসেবে শনাক্ত করা হয়। একজন বাবা অথবা মা হিসেবে, আপনিও দোষী সাব্যস্ত হতে পারেন যদি ফোনটা আপনার নামে থাকে কিংবা আপনি যদি আপনার সন্তানকে সেক্সটিং করা থেকে বিরত করতে না পারেন।

 আপনি যা করতে পারেন

স্পষ্ট নিয়ম স্থির করুন। এটা ঠিক যে, আপনার কিশোর বয়সি সন্তান কীভাবে সেল ফোন ব্যবহার করবে, তা আপনি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন না। তবে আপনি এই বিষয়টা খেয়াল রাখতে পারেন যে, সে আপনার নিয়মগুলো ও সেইসঙ্গে নিয়মগুলো ভাঙার পরিণতি সম্বন্ধে জানে। এটাও মনে রাখুন, একজন বাবা অথবা মা হিসেবে, আপনার সন্তানের সেল ফোনের ওপর নজরদারি করার অধিকার আপনার রয়েছে।—বাইবেলের নীতি: ইফিষীয় ৬:১.

সমস্যাটা নিয়ে আপনার কিশোর বয়সি সন্তানকে যুক্তি করতে সাহায্য করুন। আপনি হয়তো বলতে পারেন: “সেক্সটিং সম্বন্ধে অনেক মতামত রয়েছে। তুমি সেক্সটিং বলতে কী বোঝ?” “কোন ধরনের ছবিকে তুমি অনুপযুক্ত বলে মনে করো?” “কোনো কোনো জায়গায় একজন অপ্রাপ্তবয়স্ক সন্তান যখন কাউকে অন্য অপ্রাপ্তবয়স্ক সন্তানের নগ্ন ছবি পাঠায়, তখন তাকে একজন অপরাধী হিসেবে গণ্য করা হয়। তোমার কি সেটাকে এতটাই খারাপ বলে মনে হয়?” “সেক্সটিং কেন নৈতিকভাবে অন্যায় বলে তোমার মনে হয়?” মন দিয়ে তার যুক্তি শুনুন আর আপনার কিশোর বয়সি সন্তানকে এর পরিণতি সম্বন্ধে চিন্তা করতে সাহায্য করুন।—বাইবেলের নীতি: ইব্রীয় ৫:১৪.

পরিণতি সম্বন্ধে চিন্তা করুন

তার সামনে কাল্পনিক দৃশ্যপট তুলে ধরুন। আপনি হয়তো আপনার মেয়েকে বলতে পারেন: “ধরো, একজন ছেলে একজন মেয়েকে ‘সেক্সট’ করার জন্য চাপ দিচ্ছে। সেই মেয়ের কী করা উচিত? বন্ধুত্ব ভেঙে যাওয়ার ভয়ে তার কি চাপের কাছে নতিস্বীকার করা উচিত? তার কি প্রস্তাবটা প্রত্যাখ্যান করার পরেও, কোনোভাবে প্রেমের ভান করা চালিয়ে যাওয়া উচিত? তার কি সম্পর্কটা ভেঙে দেওয়া উচিত? তার কি প্রাপ্তবয়স্ক কাউকে বিষয়টা জানানো উচিত?” আপনার মেয়েকে এই বিষয়ে যুক্তি করতে সাহায্য করুন। অবশ্য একজন ছেলের সঙ্গেও আপনি একইভাবে কথা বলতে পারেন।—বাইবেলের নীতি: গালাতীয় ৬:৭.

আপনার সন্তানের মূল্যবোধকে জাগিয়ে তোলার চেষ্টা করুন। এই ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করুন: ‘তোমার কাছে সুনাম কতটা গুরুত্বপূর্ণ? কোন গুণগুলোর জন্য তুমি পরিচিত হতে চাও? তুমি যদি কোনো অনুপযুক্ত ছবি ফরওয়ার্ড করার মাধ্যমে কাউকে অপমানিত করে থাকো, তাহলে তুমি নিজের সম্বন্ধে কেমন বোধ করবে? তুমি যদি যা সঠিক সেটার পক্ষ নাও, তাহলে তোমার কেমন লাগবে?’ আপনার কিশোর বয়সি সন্তানকে “সৎসংবেদ রক্ষা” করতে সাহায্য করুন।—১ পিতর ৩:১৬.

নিজে উদাহরণ স্থাপন করুন। বাইবেল বলে যে, ঈশ্বরীয় প্রজ্ঞা হল শুচি ও নিষ্কপট। (যাকোব ৩:১৭) আপনার নিজের মুল্যবোধ কি এই কথাগুলোর সঙ্গে সঙ্গতিপূর্ণ? সাইবারসেফ নামক বইটি বলে: “আমাদের নিজেদের ভালো উদাহরণ রাখতে হবে আর সেই ছবি ও ওয়েবসাইটগুলো দেখা এড়িয়ে চলতে হবে, যেগুলোকে আপত্তিকর অথবা অবৈধ হিসেবে গণ্য করা যেতে পারে।” ▪ (g13-E 11)

^ অনু. 5 “সেক্সটিং” বলতে বোঝায়, সেল ফোনের মাধ্যমে যৌন উদ্দীপক মেসেজ, ছবি কিংবা ভিডিও পাঠানো। www.pr418.com ওয়েবসাইট থেকে পরিবারের জন্য সাহায্যকারী আরও তথ্য পড়ুন