সরাসরি বিষয়বস্তুতে যান

ঈশ্বরের রাজ্য কি আমাদের হৃদয়ে রয়েছে?

ঈশ্বরের রাজ্য কি আমাদের হৃদয়ে রয়েছে?

বাইবেলের উত্তর

 না। ঈশ্বরের রাজ্য আমাদের হৃদয়ে নেই অথবা এটা আমাদের হৃদয়ের কোন অবস্থাকে বোঝায় না। a বাইবেল এই রাজ্যকে “স্বর্গরাজ্য” বলেছে। (মথি ৪:১৭) এই শব্দ থেকে আমরা বুঝতে পারি যে ঈশ্বরের রাজ্য স্বর্গে রয়েছে। কেন বাইবেল এই সরকারকে এক বাস্তব সরকার বলে যেটা স্বর্গ থেকে শাসন করবে, সেই সম্বন্ধে আমরা কয়েকটা বিষয় লক্ষ্য করব।

  •   ঈশ্বরের রাজ্যে রাজা, প্রজা এবং বিভিন্ন আইন রয়েছে যার মাধ্যমে ঈশ্বর স্বর্গে ও পৃথিবীতে তাঁর ইচ্ছা পূরণ করে থাকেন।—মথি ৬:১০; প্রকাশিত বাক্য ৫:১০.

  •   ঈশ্বরের রাজ্য পৃথিবীর “লোকবৃন্দ, জাতি ও ভাষাবাদী” লোকের উপর রাজত্ব করবে। (দানিয়েল ৭:১৩, ১৪) আর এই রাজ্য শাসন করার অধিকার তার প্রজারা নয় বরং ঈশ্বর দিয়েছেন।—গীতসংহিতা ২:৪-৬; যিশাইয় ৯:৭.

  •   যিশু তাঁর বিশ্বস্ত প্রেরিতদের বলেছিলেন যে, তারা স্বর্গরাজ্যে “সিংহাসনে বসে” তার সঙ্গে রাজত্ব করবে।—লূক ২২:২৮, ৩০.

  •   এই রাজ্যের শত্রু রয়েছে যে শত্রুদের এই রাজ্য ধ্বংস করবে।—গীতসংহিতা ২:১, ২, ৪, ৯; ১১০:১, ২; ১ করিন্থীয় ১৫:২৫, ২৬.

 বাইবেল শিক্ষা দেয় যে ঈশ্বরের রাজ্য আমাদের হৃদয়ে নেই অথবা এটা আমাদের হৃদয়ের মাধ্যমে আমাদের উপর রাজত্ব করে না। কিন্তু এটি বলে যে, “রাজ্যের বাক্য” অথবা “রাজ্যের সুসমাচার” আমাদের হৃদয়ে অবশ্যই প্রভাব ফেলতে পারে।—মথি ১৩:১৯; ২৪:১৪.

“ঈশ্বরের রাজ্য তোমাদের মাঝেই রয়েছে।” এর অর্থ কী?

 কিছু বাইবেলে লূক ১৭:২১ পদ এমনভাবে অনুবাদ করা হয়েছে যার ফলে লোকেরা এটা বুঝতে পারে না যে, ঈশ্বরের রাজ্য কোথা থেকে শাসন করবে। বাংলা বিএসআই বাইবেলে এভাবে অনুবাদ করা হয়েছে, “ঈশ্বরের রাজ্য তোমাদের মধ্যেই আছে।” এই শাস্ত্রপদটা বোঝার জন্য আমাদের অন্যান্য কিছু শাস্ত্রপদ লক্ষ্য করতে হবে।

ঈশ্বরের রাজ্য যিশুর একগুঁয়ে বিরোধীদের এবং যারা তাকে হত্যা করেছিল তাদের হৃদয়ে ছিল না

 যিশু এই কথাটা ফরীশীদের বলেছিলেন। ফরীশীরা যিহুদিদের ধর্মগুরু ছিল এবং তারা যিশুর বিরোধিতা করত আর এমনকি তাঁকে মেরে ফেলার পিছনে তাদের হাত ছিল। (মথি ১২:১৪; লূক ১৭:২০) তাহলে এটা চিন্তা করা কি যুক্তিযুক্ত যে ঈশ্বরের রাজ্য এই একগুঁয়ে ফরীশীদর হৃদয়ে আছে? যিশু তাদের বলেছিলেন, “তোমাদের ভিতরটা ভণ্ডামি এবং মন্দ কাজে পূর্ণ।” —মথি ২৩:২৭, ২৮.

 অন্য একটা অনুবাদে যেমন বাংলা ইজি-টু-রিড ভারসন বাইবেলে আমরা লূক ১৭:২১ পদে বলা যিশুর কথাগুলো আরও ভালোভাবে বুঝতে পারি যেখানে বলা হয়েছে, “ঈশ্বরের রাজ্য তো তোমাদের মাঝেই আছে” আর নতুন জগৎ অনুবাদ বাইবেলে এভাবে অনুবাদ করা হয়েছে, “ঈশ্বরের রাজ্য তোমাদের মাঝেই রয়েছে।” তাই স্বর্গরাজ্য এই অর্থে ফরীশীদের মাঝেই ছিল কারণ যিশু যাকে ঈশ্বর সেই রাজ্যের রাজা হিসেবে নিযুক্ত করেছিলেন তিনি তাদের মাঝে ছিলেন।—লূক ১:৩২, ৩৩.

a খ্রিস্টীয় জগতের বিভিন্ন সংগঠন এই শিক্ষা দেয় যে, ঈশ্বরের রাজ্য কোন ব্যক্তির ভেতরে রয়েছে অথবা তার হৃদয়ে রয়েছে। উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্রের সাউদান ব্যাপ্টিস্ট সংগঠনের একটা অধিবেশনে এটা বলা হয়েছিল যে, এক অর্থে ঈশ্বরের রাজ্যের অর্থ হল, “ঈশ্বর একজন ব্যক্তির জীবনে এবং হৃদয়ে কর্তৃত্ব করেন অথবা রাজত্ব করেন।” একইভাবে পোপ বেনেডিক্ট XVI তার নাসরতীয় যিশু নামক বইটিতে লিখেছিলেন, “কোন ব্যক্তির হৃদয় যখন ঈশ্বরের আজ্ঞা পালন করে তখন ঈশ্বরের রাজ্য আসে।”