সরাসরি বিষয়বস্তুতে যান

যুবক-যুবতীদের জিজ্ঞাস্য

বাইবেল কীভাবে আমাকে সাহায্য করতে পারে?—ভাগ ২: বাইবেল পড়া উপভোগ্য করে তোলা

বাইবেল কীভাবে আমাকে সাহায্য করতে পারে?—ভাগ ২: বাইবেল পড়া উপভোগ্য করে তোলা

 উইল নামে এক জন কিশোরবয়সি বলে, “তুমি যদি বাইবেল পড়ার সঠিক উপায় না জান, তা হলে তোমার বাইবেল পড়তে ভালো না-ও লাগতে পারে।”

 তুমি কি জানতে চাও, বাইবেল পড়া কীভাবে উপভোগ করা যায়? এই ব্যাপারে এই প্রবন্ধ তোমাকে সাহায্য করবে।

 বাইবেলের ঘটনাগুলোকে জীবন্ত করে তোলো

 বাইবেল পড়ার সময় পুরোপুরি মনোযোগ দাও। এর জন্য তুমি এটা করে দেখতে পার:

  1.  ১. বাইবেলের একটা ঘটনা বেছে নাও, যেটা তুমি অধ্যয়ন করতে চাও। তুমি চাইলে সুসমাচারের বই থেকেও যেকোনো একটা ঘটনা বেছে নিতে পার কিংবা jw.org ওয়েবসাইটে থাকা নাটকের আকারে বাইবেল পাঠ অংশে দেওয়া যেকোনো একটা ঘটনা বাছাই করতে পার।

  2.  ২. ঘটনাটা পড়ো। তুমি এটা একা একা পড়তে পার কিংবা বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে জোরে জোরেও পড়তে পার। একজন বর্ণনা পড়তে পারে আর বাকিরা বিভিন্ন চরিত্রের বলা কথাগুলো পড়তে পারে।

  3.  ৩. নীচে দেওয়া পরামর্শগুলোও কাজে লাগাতে পার:

    •   ঘটনাটা ভালোভাবে বোঝার জন্য ছবি আঁকো কিংবা একটা স্টোরিবোর্ড তৈরি করো। এটার মধ্যে বিভিন্ন ছবি থাকে, যেগুলো বোঝায় যে, কোন ঘটনার পর কোন ঘটনাটা ঘটেছে। প্রতিটা ছবিতে যা ঘটছে, সেটা দেখানোর জন্য সেই ছবির নীচে অল্প কথায় বর্ণনা করো।

    •   তুমি যখন বাইবেলে একজন বিশ্বস্ত ব্যক্তির সম্বন্ধে পড়বে, তখন তিনি কেমন ব্যক্তি, তিনি কী কী কাজ করেছিলেন ও সেইসঙ্গে কোন কোন আশীর্বাদ পেয়েছিলেন, সেটা লিখতে পার।

    •   ঘটনাটাকে একটা খবরের মতো করে তুলে ধরো। সেই ঘটনাতে বিভিন্ন চরিত্র কী করছে, কী চিন্তা করছে এবং কী দেখছে, সেটাও লিখতে পার। সেই ঘটনার উপর ভিত্তি করে তুমি তোমার বন্ধুদের এবং পরিবারের সদস্যদের মূল চরিত্র ও আশেপাশের লোকদের চরিত্র অভিনয় করতে বলতে পার। আর তাদের সাক্ষাৎকার নিতে পার।

    •   ধরে নাও, ঘটনাতে একজন চরিত্র একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে। তখন চিন্তা করে দেখো, যদি সে সঠিক সিদ্ধান্ত নিত, তা হলে কী হতে পারত। যেমন, ভেবে দেখো, পিতর কীভাবে যিশুকে তিরস্কার করেছিলেন। (মার্ক ১৪:৬৬-৭২) সেই পরিস্থিতিতে পিতরের কী করা উচিত ছিল?

    •   তুমি যদি লিখতে ভালোবাস, তা হলে একটা বাইবেল ঘটনার উপর ভিত্তি করে নিজেই একটা নাটক লেখো। আর তাতে তুমি সেই ঘটনা থেকে যা-কিছু শিখেছ, সেটাও লেখো।

      তুমি বাইবেলকে জীবন্ত করে তুলতে পার!

 খোঁজাখুঁজি করো!

 যদি তুমি গভীরভাবে খোঁজ, তা হলে একটা ঘটনা থেকে তুমি অনেক লুকোনো রত্ন খুঁজে পেতে পার। সত্যি বলতে কী, কখনো কখনো বাইবেলের ঘটনার কয়েকটা শব্দ থেকে তুমি অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পার।

 উদাহরণের জন্য মথি ২৮:৭ পদ এবং মার্ক ১৬:৭ পদ তুলনা করো।

  •    কেন মার্ক এই বিষয়টা উল্লেখ করেছিলেন যে, খুব শীঘ্রই শিষ্যেরা ‘ও পিতর’ যিশুকে দেখতে পাবেন?

  •  সূত্র: মার্ক নিজের চোখে এই ঘটনাগুলো দেখেননি। তিনি নিশ্চয় এটা সম্বন্ধে পিতরের কাছ থেকে জানতে পেরেছিলেন।

  •  লুকোনো রত্ন: পিতর যখন জানতে পারেন যে, যিশু তার সঙ্গে আবারও দেখা করতে চেয়েছেন, তখন পিতর কেমন অনুভব করেন? যিশু কীভাবে প্রমাণ করেছিলেন যে, তিনি পিতরের একজন প্রকৃত বন্ধু? তুমিও প্রকৃত বন্ধু হওয়ার ব্যাপারে কীভাবে যিশুকে অনুকরণ করতে পার?

 তুমি যখন বাইবেলের ঘটনাগুলোকে জীবন্ত করে তুলবে এবং গভীরে গিয়ে খোঁজাখুঁজি করবে, তখন বাইবেল পড়া আরও বেশি উপভোগ্য হয়ে উঠবে।