সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

রোমীয়দের প্রতি চিঠি

অধ্যায়

বিষয়বস্তুর আউটলাইন

    • শুভেচ্ছা (১-৭)

    • পৌলের রোমে যাওয়ার ইচ্ছা (৮-১৫)

    • ধার্মিক ব্যক্তি বিশ্বাসের কারণে বেঁচে থাকবে (১৬, ১৭)

    • যারা ঈশ্বরের অবাধ্য, তাদের অজুহাত দেখানোর কোনো পথ নেই (১৮-৩২)

      • ঈশ্বরের গুণাবলি সৃষ্টির মধ্যে দেখা যায় (২০)

    • যিহুদিদের ও গ্রিকদের উপর ঈশ্বরের বিচার (১-১৬)

      • বিবেক যেভাবে কাজ করে (১৪, ১৫)

    • যিহুদিরা ও ব্যবস্থা (১৭-২৪)

    • হৃদয়ের ত্বকচ্ছেদ (২৫-২৯)

    • “ঈশ্বর সবসময় সত্য হবেন” (১-৮)

    • যিহুদি ও গ্রিক, উভয়ই পাপের অধীন (৯-২০)

    • বিশ্বাসের মাধ্যমে ধার্মিক বলে গণ্য হওয়া (২১-৩১)

      • সকলেই ঈশ্বরের চমৎকার গুণাবলি প্রতিফলিত করতে ব্যর্থ হয়েছে (২৩)

    • অব্রাহামের বিশ্বাসের কারণে তাকে ধার্মিক বলে ঘোষণা করা হয় (১-১২)

      • অব্রাহাম এমন ব্যক্তিদের পিতা, যারা বিশ্বাস দেখিয়েছে (১১)

    • বিশ্বাসের মাধ্যমে প্রতিজ্ঞা লাভ করা (১৩-২৫)

    • খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে পুনরায় সম্মিলিত হওয়া (১-১১)

    • আদমের মাধ্যমে মৃত্যু, খ্রিস্টের মাধ্যমে জীবন (১২-২১)

      • পাপ ও মৃত্যু সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে (১২)

      • একটা ধার্মিক কাজ (১৮)

    • খ্রিস্টে বাপ্তিস্ম নেওয়ার মাধ্যমে নতুন জীবন (১-১১)

    • তোমরা দেহের উপর পাপকে রাজত্ব করতে দিয়ো না (১২-১৪)

    • পাপের দাস থেকে ঈশ্বরের দাস (১৫-২৩)

      • পাপের বেতন—মৃত্যু; ঈশ্বরের দান—জীবন (২৩)

    • ব্যবস্থা থেকে মুক্ত হওয়ার বিষয়টা উদাহরণের মাধ্যমে তুলে ধরা হয় (১-৬)

    • ব্যবস্থার মাধ্যমে পাপ সম্বন্ধে জানা গিয়েছে (৭-১২)

    • পাপের বিরুদ্ধে লড়াই (১৩-২৫)

    • পবিত্র শক্তির মাধ্যমে জীবন ও স্বাধীনতা (১-১১)

    • পবিত্র শক্তির মাধ্যমে দত্তক নেওয়া হয় আর এই পবিত্র শক্তি সাক্ষ্য দেয় (১২-১৭)

    • সৃষ্টি ঈশ্বরের সন্তানদের স্বাধীনতার জন্য অপেক্ষা করছে (১৮-২৫)

    • “ঈশ্বরের পবিত্র শক্তির মাধ্যমে আমরা সাহায্য লাভ করি” (২৬, ২৭)

    • ঈশ্বর সিদ্ধান্ত নেন (২৮-৩০)

    • ঈশ্বরের প্রেমের মাধ্যমে জয়ী হওয়া (৩১-৩৯)

    • ইজরায়েল জাতির বিষয়ে পৌলের দুঃখ (১-৫)

    • অব্রাহামের প্রকৃত বংশধর (৬-১৩)

    • ঈশ্বরের বাছাই নিয়ে প্রশ্ন তোলা যায় না (১৪-২৬)

      • শাস্তি পাওয়ার যোগ্য এমন পাত্র এবং করুণা পাওয়ার যোগ্য এমন পাত্র (২২, ২৩)

    • শুধুমাত্র অবশিষ্ট লোকই রক্ষা পাবে (২৭-২৯)

    • ইজরায়েলীয়েরা হোঁচট খেয়েছিল (৩০-৩৩)

  • ১০

    • যেভাবে ঈশ্বরের ধার্মিকতা লাভ করা যায় (১-১৫)

      • জনসমক্ষে ঘোষণা করা (১০)

      • যিহোবাকে ডাকার অর্থ রক্ষা পাওয়া (১৩)

      • প্রচারকদের পা সুন্দর (১৫)

    • সুসমাচার প্রত্যাখ্যান করা হয় (১৬-২১)

  • ১১

    • ইজরায়েল জাতিকে পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করা হয়নি (১-১৬)

    • জলপাই গাছের দৃষ্টান্ত (১৭-৩২)

    • ঈশ্বরের প্রজ্ঞা গভীর (৩৩-৩৬)

  • ১২

    • তোমরা তোমাদের দেহকে জীবিত বলি হিসেবে উৎসর্গ করো (১, ২)

    • ভিন্ন ভিন্ন দান, তবে এক দেহ (৩-৮)

    • প্রকৃত খ্রিস্টীয় জীবনযাপন সম্বন্ধে উপদেশ (৯-২১)

  • ১৩

    • কর্তৃপক্ষের বশীভূত হওয়া (১-৭)

    • যে-ব্যক্তি অন্যদের প্রেম করে, সে আইন সঠিকভাবে পালন করে (৮-১০)

    • দিনের বেলায় লোকেরা যেমন আচরণ করে, সেইরকম আচরণ করো (১১-১৪)

  • ১৪

    • একে অন্যের বিচার কোরো না (১-১২)

    • অন্যদের বিশ্বাস হারানোর কারণ হোয়ো না (১৩-১৮)

    • শান্তি ও একতার জন্য কাজ করো (১৯-২৩)

  • ১৫

    • তোমরা একে অন্যকে গ্রহণ করো, যেমনটা খ্রিস্টও করেছেন (১-১৩)

    • ন-যিহুদিদের কাছে প্রচার করার জন্য পৌলকে একজন দাস হিসেবে মনোনীত করা হয় (১৪-২১)

    • পৌলের যাত্রা করার পরিকল্পনা (২২-৩৩)

  • ১৬

    • পৌল ফৈবীকে পরিচয় করিয়ে দেন, যিনি একজন সেবিকা (১, ২)

    • রোমের খ্রিস্টানদের প্রতি শুভেচ্ছা (৩-১৬)

    • বিভেদ সম্বন্ধে সতর্কবাণী (১৭-২০)

    • পৌলের সহকর্মীদের কাছ থেকে শুভেচ্ছা (২১-২৪)

    • পবিত্র রহস্য এখন জানা গিয়েছে (২৫-২৭)