সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

মার্ক লিখিত সুসমাচার

অধ্যায়

বিষয়বস্তুর আউটলাইন

    • যোহন বাপ্তাইজক প্রচার করেন (১-৮)

    • যিশুর বাপ্তিস্ম (৯-১১)

    • শয়তান যিশুকে প্রলোভন দেখিয়ে পরীক্ষা করার চেষ্টা করে (১২, ১৩)

    • যিশু গালীলে প্রচার করতে লাগলেন (১৪, ১৫)

    • যিশু চার জন জেলেকে তাঁর শিষ্য হওয়ার জন্য আহ্বান করেন (১৬-২০)

    • মন্দ স্বর্গদূতকে বের করে দেওয়া হয় (২১-২৮)

    • যিশু কফরনাহূমে অনেক ব্যক্তিকে সুস্থ করেন (২৯-৩৪)

    • এক নির্জন জায়গায় প্রার্থনা করা (৩৫-৩৯)

    • একজন কুষ্ঠ রোগীকে সুস্থ করা হয় (৪০-৪৫)

    • যিশু একজন পক্ষাঘাতীকে সুস্থ করেন (১-১২)

    • যিশু লেবিকে আহ্বান করেন (১৩-১৭)

    • উপবাস সম্বন্ধে প্রশ্ন (১৮-২২)

    • যিশু, ‘বিশ্রামবারের প্রভু’ (২৩-২৮)

    • এমন একজন লোককে সুস্থ করা হয়, যার একটা হাত শুকিয়ে গিয়েছিল (১-৬)

    • সাগরের তীরে প্রচুর লোক (৭-১২)

    • ১২ জন প্রেরিত (১৩-১৯)

    • পবিত্র শক্তির বিরুদ্ধে নিন্দা (২০-৩০)

    • যিশুর মা ও ভাইয়েরা (৩১-৩৫)

    • রাজ্য সম্বন্ধে দৃষ্টান্ত (১-৩৪)

      • বীজ বপনকারী (১-৯)

      • যে-কারণে যিশু দৃষ্টান্ত ব্যবহার করেন (১০-১২)

      • বীজ বপনকারীর দৃষ্টান্তটা বুঝিয়ে বলা হয় (১৩-২০)

      • প্রদীপ জ্বেলে পাত্র দিয়ে ঢেকে রাখা হয় না (২১-২৩)

      • যে-দাঁড়িপাল্লায় তোমরা পরিমাপ কর (২৪, ২৫)

      • যে-বীজ বপনকারী ঘুমায় (২৬-২৯)

      • সরষেদানা (৩০-৩২)

      • দৃষ্টান্তের ব্যবহার (৩৩, ৩৪)

    • যিশু ঝড়কে শান্ত করেন (৩৫-৪১)

    • যিশু মন্দ স্বর্গদূতদের শূকরের পালের মধ্যে পাঠান (১-২০)

    • যায়ীরের মেয়ে; একজন মহিলা যিশুর কাপড় স্পর্শ করে (২১-৪৩)

    • যিশুকে তাঁর নিজের এলাকায় প্রত্যাখ্যান করা হয় (১-৬)

    • সেই ১২ জনকে প্রচারের বিষয়ে নির্দেশনা দেওয়া হয় (৭-১৩)

    • যোহন বাপ্তাইজকের মৃত্যু (১৪-২৯)

    • যিশু ৫,০০০ জন লোককে খাওয়ান (৩০-৪৪)

    • যিশু জলের উপর দিয়ে হাঁটেন (৪৫-৫২)

    • যিশু গিনেষরৎ অঞ্চলে অসুস্থ লোকদের সুস্থ করেন (৫৩-৫৬)

    • পরম্পরাগত রীতি অনুযায়ী হাত না ধোয়া নিয়ে সমস্যা (১-১৩)

    • হৃদয় থেকে অশুচিতা বের হয়ে আসে (১৪-২৩)

    • সুর-ফৈনীকীয় মহিলার বিশ্বাস (২৪-৩০)

    • একজন বধির ব্যক্তিকে সুস্থ করা হয় (৩১-৩৭)

    • যিশু ৪,০০০ জন লোককে খাওয়ান (১-৯)

    • কেউ কেউ চিহ্ন দেখতে চায় (১০-১৩)

    • ফরীশীদের ও হেরোদের খামির (১৪-২১)

    • বৈৎসৈদায় একজন অন্ধ ব্যক্তিকে সুস্থ করা হয় (২২-২৬)

    • পিতর খ্রিস্টকে শনাক্ত করেন (২৭-৩০)

    • যিশু তাঁর মৃত্যু সম্বন্ধে বলেন (৩১-৩৩)

    • যিশুকে অনুসরণ করতে চাইলে যা করতে হবে (৩৪-৩৮)

    • যিশুর রূপ বদলে যায় (১-১৩)

    • মন্দ স্বর্গদূতে পাওয়া একটি ছেলেকে সুস্থ করা হয় (১৪-২৯)

      • যে বিশ্বাস করে, তার পক্ষে সবই সম্ভব (২৩)

    • যিশু তাঁর মৃত্যু সম্বন্ধে আবারও বলেন (৩০-৩২)

    • কে শ্রেষ্ঠ, তা নিয়ে শিষ্যেরা ঝগড়া করে (৩৩-৩৭)

    • যে-কেউ আমাদের বিপক্ষ নয়, সে আমাদের সপক্ষ (৩৮-৪১)

    • বিশ্বাসের পক্ষে বিভিন্ন বাধা (৪২-৪৮)

    • “তোমরা লবণের মতো হও” (৪৯, ৫০)

  • ১০

    • বিয়ে ও বিবাহবিচ্ছেদ (১-১২)

    • যিশু ছোটো ছেলে-মেয়েদের আশীর্বাদ করেন (১৩-১৬)

    • একজন ধনী ব্যক্তির প্রশ্ন (১৭-২৫)

    • ঈশ্বরের রাজ্যের জন্য ত্যাগস্বীকার (২৬-৩১)

    • যিশু তাঁর মৃত্যু সম্বন্ধে আবারও বলেন (৩২-৩৪)

    • যাকোব ও যোহনের কাছ থেকে অনুরোধ (৩৫-৪৫)

      • অনেকের জীবনের পরিবর্তে যিশুর জীবন মুক্তির মূল্য হিসেবে দেওয়া (৪৫)

    • বর্‌তীময় নামে একজন অন্ধ ব্যক্তিকে সুস্থ করা হয় (৪৬-৫২)

  • ১১

    • যিশু জেরুসালেমে প্রবেশ করেন (১-১১)

    • যিশু একটা ডুমুর গাছকে অভিশাপ দেন (১২-১৪)

    • যিশু মন্দির থেকে বণিকদের বের করে দেন (১৫-১৮)

    • শুকিয়ে যাওয়া ডুমুর গাছ থেকে শিক্ষা (১৯-২৬)

    • যিশুর অধিকার নিয়ে প্রশ্ন তোলা হয় (২৭-৩৩)

  • ১২

    • খুনি কৃষকদের দৃষ্টান্ত (১-১২)

    • ঈশ্বর ও কৈসর (১৩-১৭)

    • পুনরুত্থান সম্বন্ধে প্রশ্ন (১৮-২৭)

    • দুটো সর্বমহৎ আজ্ঞা (২৮-৩৪)

    • খ্রিস্ট কি দায়ূদের সন্তান? (৩৫-৩৭ক)

    • অধ্যাপকদের বিরুদ্ধে সাবধানবাণী (৩৭খ-৪০)

    • দরিদ্র বিধবার দুটো মুদ্রা (৪১-৪৪)

  • ১৩

    • বিধিব্যবস্থার শেষ সময় (১-৩৭)

      • যুদ্ধ, ভূমিকম্প, খাদ্যের অভাব ()

      • সুসমাচার প্রচার করা হবে (১০)

      • মহাক্লেশ (১৯)

      • মনুষ্যপুত্রের আসা (২৬)

      • ডুমুর গাছের দৃষ্টান্ত (২৮-৩১)

      • জেগে থেকো (৩২-৩৭)

  • ১৪

    • যাজকেরা যিশুকে হত্যা করার ষড়যন্ত্র করে (১, ২)

    • যিশুর উপর সুগন্ধি তেল ঢেলে দেওয়া হয় (৩-৯)

    • যিহূদা যিশুকে ধরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে (১০, ১১)

    • শেষ নিস্তারপর্ব (১২-২১)

    • প্রভুর সান্ধ্যভোজ প্রবর্তন (২২-২৬)

    • পিতর যে অস্বীকার করবেন, সেই সম্বন্ধে আগে থেকে বলা হয় (২৭-৩১)

    • যিশু গেৎশিমানী নামে এক জায়গায় প্রার্থনা করেন (৩২-৪২)

    • যিশুকে গ্রেপ্তার করা হয় (৪৩-৫২)

    • মহাসভার সামনে বিচার (৫৩-৬৫)

    • পিতর যিশুকে অস্বীকার করেন (৬৬-৭২)

  • ১৫

    • পীলাতের সামনে যিশু (১-১৫)

    • সকলের সামনে উপহাস করা হয় (১৬-২০)

    • গল্‌গথা নামে এক জায়গায় দণ্ডে বিদ্ধ করা হয় (২১-৩২)

    • যিশুর মৃত্যু (৩৩-৪১)

    • যিশুর দেহ কবরে রাখা হয় (৪২-৪৭)

  • ১৬

    • যিশু পুনরুত্থিত হন (১-৮)