সরাসরি বিষয়বস্তুতে যান

দুঃখকষ্ট কি কখনো শেষ হবে?

দুঃখকষ্ট কি কখনো শেষ হবে?

এই প্রশ্নের উত্তরে আপনি কী বলবেন, . . .

  • হ্যাঁ?

  • না?

  • হয়তো হবে?

বাইবেল যা বলে

“ঈশ্বর . . . তাদের চোখের জল মুছে দেবেন। মৃত্যু আর হবে না; দুঃখ, কান্না ও ব্যথা আর থাকবে না।”—প্রকাশিত বাক্য ২১:৩, ৪, বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারসন।

আপনার জন্য এর অর্থ যা হতে পারে

ঈশ্বর যে আমাদের সমস্যাগুলোর জন্য দায়ী নন, সেই আশ্বাস লাভ করা।—যাকোব ১:১৩.

কষ্টভোগের সময়ে আমাদের অনুভূতি যে ঈশ্বর বুঝতে পারেন, তা জেনে সান্ত্বনা লাভ করা।—সখরিয় ২:৮.

সমস্ত দুঃখকষ্ট যে শেষ হবে, সেই আশা লাভ করা।—গীতসংহিতা ৩৭:৯-১১.

বাইবেল যা বলে, তা কি আমরা আসলেই বিশ্বাস করতে পারি?

বিশ্বাস করতে পারি আর তা অন্ততপক্ষে দুটো কারণে:

  • ঈশ্বর দুঃখকষ্ট এবং অবিচার ঘৃণা করেন। বাইবেলের সময়ে যিহোবা ঈশ্বরের লোকেদের সঙ্গে যখন নিষ্ঠুরভাবে আচরণ করা হয়েছিল, তখন তিনি কেমন অনুভব করেছিলেন, তা বিবেচনা করে দেখুন। বাইবেল বলে যে, ঈশ্বর কষ্ট পেয়েছিলেন কারণ ‘তাহারা তাড়নাকারিগণের সমক্ষে’ বা সামনে ছিল।—বিচারকর্ত্তৃগণের বিবরণ ২:১৮, পবিত্র বাইবেল।

    যারা অন্যদের ক্ষতি করে, তারা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য নয়। উদাহরণস্বরূপ, বাইবেল বলে, তিনি “নির্দ্দোষের রক্তপাতকারী হস্ত” ঘৃণা করেন।—হিতোপদেশ ৬:১৬, ১৭.

  • ঈশ্বর আমাদের প্রত্যেকের জন্য চিন্তা করেন। শুধুমাত্র মানুষই যে ‘নিজের যন্ত্রণা ও কষ্ট বোঝে’ এমন নয়, কিন্তু যিহোবাও তা বোঝেন! ২ বংশাবলি ৬:২৯, ৩০, বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারসন।

    যিহোবা তাঁর রাজ্যের মাধ্যমে খুব শীঘ্রই প্রত্যেক ব্যক্তির দুঃখকষ্ট শেষ করে দেবেন। (মথি ৬:৯, ১০) এই সময়ের মধ্যে, তিনি সেইসমস্ত ব্যক্তিকে কোমলভাবে সান্ত্বনা দেবেন, যারা আন্তরিকভাবে তাঁর অন্বেষণ করে।—প্রেরিত ১৭:২৭; ২ করিন্থীয় ১:৩, ৪.

চিন্তা করার মতো বিষয়

কেন ঈশ্বর দুঃখকষ্ট থাকতে দিয়েছেন?

বাইবেলে এই প্রশ্নের উত্তর পাওয়া যায় রোমীয় ৫:১২ এবং ২ পিতর ৩:৯ পদে।