সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

প্রচ্ছদ বিষয় | দুশ্চিন্তার সঙ্গে মোকাবিলা করা

দুশ্চিন্তার কারণ যখন টাকাপয়সা

দুশ্চিন্তার কারণ যখন টাকাপয়সা

“আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার পর খাদ্যদ্রব্যের দাম লাগামছাড়াভাবে বৃদ্ধি পেয়েছিল আর সেইসঙ্গে খাদ্যের ঘাটতি দেখা দিয়েছিল,” দুই সন্তানের বাবা পল বলেন। “আমাদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো, অথচ প্রায়ই আমাদের পালা আসার আগেই খাবার শেষ হয়ে যেত। না খেতে পেয়ে লোকেরা যেন শুকিয়ে কঙ্কাল হয়ে গিয়েছিল আর কেউ কেউ রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যেত। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্রথমে লক্ষ, পরে কোটিতে গিয়ে দাঁড়ায়। শেষে, স্থানীয় মুদ্রা অচল হয়ে পড়ে। আর তাই, আমি আমার ব্যাঙ্কে জমানো টাকা, বিমার টাকা এবং সরকারি পেনশন ফান্ডে জমানো টাকা হারাই।”

পল

পল বুঝতে পারেন, তার পরিবারকে বাঁচানোর জন্য তাকে “সূক্ষ্ম বুদ্ধি” বা ব্যাবহারিক প্রজ্ঞা কাজে লাগাতে হবে। (হিতোপদেশ ৩:২১) তিনি বর্ণনা করেন: “আমি ছিলাম একজন ইলেকট্রিক্যাল কনট্রাক্টর কিন্তু আমি যে-কাজই পেতাম, সেটাই করতাম আর তা-ও অনেক কম মজুরিতে। কেউ কেউ আমাকে মজুরি বাবদ খাদ্যদ্রব্য কিংবা ঘরে ব্যবহারের জন্য বিভিন্ন জিনিস দিত। আমি যদি চারটে সাবান পেতাম, তা হলে দুটো রেখে বাকি দুটো বিক্রি করে দিতাম। পরে আমি ৪০টা মুরগির বাচ্চা কিনি। বড়ো হয়ে যাওয়ার পর সেগুলো বিক্রি করে আমি আরও ৩০০টা মুরগির বাচ্চা কিনি। পরে, আমি ৫০টা মুরগির বিনিময়ে ৫০ কিলোগ্রাম (১১০ পাউন্ড) ওজনের দুটো খাবারের ব্যাগ কিনি। আমার পরিবার ও আরও কয়েকটা পরিবার অনেকদিন ধরে চালানোর জন্য সেই খাবার যথেষ্ট ছিল।”

এ ছাড়া পল জানতেন, সবচেয়ে ব্যাবহারিক কাজ হল, ঈশ্বরের উপর আস্থা রাখা। আমরা যখন ঈশ্বরের আজ্ঞা অনুসারে কাজ করি, তখন তিনি আমাদের সাহায্য করেন। জীবনের প্রয়োজনীয় জিনিসগুলো পাওয়ার বিষয়ে যিশু বলেছিলেন: “সন্দিগ্ধচিত্ত হইও না; কেননা . . . তোমাদের পিতা জানেন যে, এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে।”—লূক ১২:২৯-৩১.

দুঃখের বিষয় হল, ঈশ্বরের প্রধান শত্রু শয়তান জগতের অধিকাংশ ব্যক্তিকে প্ররোচিত করেছে, যেন তারা বস্তুগত বিষয়গুলোকে তাদের জীবনে প্রধান স্থানে রাখে। লোকেরা তাদের বাস্তব ও অবাস্তব চাহিদাগুলো নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করে এবং এমন বিষয়গুলো পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে, যেগুলো আসলেই তাদের প্রয়োজন নেই। এই কারণে, অনেকে ঋণের জালে জড়িয়ে পড়ে এবং কষ্টকর উপায়ে শেখে যে, “ঋণী মহাজনের দাস হয়।”—হিতোপদেশ ২২:৭.

কেউ কেউ এমন সিদ্ধান্তগুলো নেয়, যেগুলো তাদের ক্ষতি করে। পল বলেন: “আমার অনেক প্রতিবেশী তাদের পরিবার, বন্ধুবান্ধবদের ছেড়ে আরও ভালো কিছুর খোঁজে বিদেশে গিয়েছিল। কিন্তু, অনেকের কাছে বৈধ কাগজপত্র ছিল না বলে, তারা কোনো কাজ পায়নি। তারা প্রায়ই পুলিশের কাছ থেকে লুকিয়ে বেড়াত এবং রাস্তায় রাত কাটাত। তারা ঈশ্বরকে তাদের সাহায্য করার সুযোগ দেয়নি। কিন্তু, আমরা ঈশ্বরের সাহায্যে এবং পরিবারগতভাবে আর্থিক সমস্যার সঙ্গে মোকাবিলা করার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ ছিলাম।”

যিশুর উপদেশ কাজে লাগানো

পল আরও বলেন: “যিশু বলেছিলেন: ‘কল্যকার নিমিত্ত ভাবিত হইও না, কেননা কল্য আপনার বিষয় আপনি ভাবিত হইবে; দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট।’ তাই আমি প্রতিদিন এটাই প্রার্থনা করতাম, ঈশ্বর যেন বেঁচে থাকার জন্য ‘আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেন।’ আর তিনি আমাদের সাহায্য করেছিলেন, ঠিক যেমনটা যিশু প্রতিজ্ঞা করেছিলেন। আমরা সবসময় যা চেয়েছি, তা হয়তো পাইনি। একবার কী বিক্রি করা হচ্ছে, তা না জেনেই আমি লাইনে গিয়ে দাঁড়াই। আমার পালা আসার পর আমি দেখি যে, দই দেওয়া হচ্ছে। আমি দই পছন্দ করি না। কিন্তু খাবার বলতে শুধু এটাই ছিল, তাই সেই রাত আমরা দই খেয়ে কাটিয়ে দিই। আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে, সেই খারাপ সময়েও আমার পরিবার কখনোই না খেয়ে থাকেনি।” *

ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন: “আমি কোন ক্রমে তোমাকে ছাড়িব না, ও কোন ক্রমে তোমাকে ত্যাগ করিব না।”—ইব্রীয় ১৩:৫

“বর্তমানে আমাদের আর্থিক পরিস্থিতি অনেকটা ভালো। কিন্তু, আমরা আমাদের অভিজ্ঞতা থেকে শিখেছি, দুশ্চিন্তা দূর করার সবচেয়ে ভালো উপায় হল, ঈশ্বরের উপর নির্ভর করা। আমরা যদি যিহোবার * ইচ্ছা পালন করি, তা হলে তিনি সবসময় আমাদের সাহায্য করবেন। আমরা গীতসংহিতা ৩৪:৮ পদের সত্যতা দেখেছি, যেটি বলে: ‘আস্বাদন করিয়া দেখ, সদাপ্রভু মঙ্গলময়; ধন্য সেই ব্যক্তি, যে তাঁহার শরণাপন্ন।’ তাই, এখন আমরা কঠিন আর্থিক পরিস্থিতির মুখোমুখি হতে ভয় পাই না।

ঈশ্বর বিশ্বস্ত ব্যক্তিদের “প্রয়োজনীয় খাদ্য” পেতে সাহায্য করেন

“আমরা এখন স্পষ্টভাবে বুঝেছি, মানুষের বেঁচে থাকার জন্য কাজ বা টাকাপয়সা নয় বরং খাদ্যের প্রয়োজন। আমরা অধীর আগ্রহে সেই সময়ের জন্য অপেক্ষা করে রয়েছি, যখন ঈশ্বরের এই প্রতিজ্ঞা পূর্ণ হবে: ‘দেশমধ্যে . . . প্রচুর শস্য হইবে।’ সেই সময় না আসা পর্যন্ত ‘গ্রাসাচ্ছাদন পাইলে আমরা তাহাতেই সন্তুষ্ট থাকিব।’ আমরা বাইবেলের এই কথাগুলো থেকে শক্তি পাই: ‘তোমাদের আচার ব্যবহার ধনাসক্তিবিহীন হউক; তোমাদের যাহা আছে, তাহাতে সন্তুষ্ট থাক; কারণ তিনিই বলিয়াছেন, “আমি কোন ক্রমে তোমাকে ছাড়িব না, ও কোন ক্রমে তোমাকে ত্যাগ করিব না।” অতএব আমরা সাহসপূর্ব্বক বলিতে পারি, “প্রভু আমার সহায়, আমি ভয় করিব না।”’ ” *

পল ও তার পরিবারের মতো ‘ঈশ্বরের সহিত গমনাগমন করিবার’ জন্য প্রকৃত বিশ্বাস প্রয়োজন। (আদিপুস্তক ৬:৯) আমরা যারা বর্তমানে চরম আর্থিক কষ্ট ভোগ করছি, আমাদের জন্য বিশ্বাস ও ব্যাবহারিক প্রজ্ঞা দেখানোর ক্ষেত্রে পলের উদাহরণ এক গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরে। এটা সেই ব্যক্তিদের প্রতিও প্রযোজ্য, যারা হয়তো ভবিষ্যতে এইরকম পরিস্থিতির মুখোমুখি হবে।

কিন্তু, কী হবে যদি আমাদের দুশ্চিন্তা কারণ হয় পারিবারিক সমস্যা? (w15-E 07/01)

^ অনু. 10 যিহোবা হল ঈশ্বরের নাম, যা বাইবেলে প্রকাশ করা হয়েছে।