সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আমাদের কি যিশুর কাছে প্রার্থনা করা উচিত?

আমাদের কি যিশুর কাছে প্রার্থনা করা উচিত?

একজন গবেষক সম্প্রতি বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের ৮০০ জন যুবক-যুবতীর উপর এক সমীক্ষা করেছিল। তাদের জিজ্ঞাসা করা হয়েছিল, তারা কি বিশ্বাস করে যে, যিশু প্রার্থনার উত্তর দেন? তাদের মধ্যে ৬০ শতাংশের বেশি উত্তর দিয়েছিল যে, তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে তিনি প্রার্থনার উত্তর দেন। কিন্তু, একজন যুবতী যিশুর নাম কেটে দিয়ে তার পরিবর্তে ‘ঈশ্বর’ লিখেছিল।

আপনি কী মনে করেন? কার কাছে আমাদের প্রার্থনা করা উচিত, যিশুর কাছে না কি ঈশ্বরের কাছে? * এর উত্তর পাওয়ার জন্য, আসুন আমরা প্রথমে বিবেচনা করি, যিশু কীভাবে তাঁর শিষ্যদের প্রার্থনা করতে শিখিয়েছিলেন।

যিশু আমাদের কার কাছে প্রার্থনা করতে শিখিয়েছিলেন?

আমাদের কার কাছে প্রার্থনা করা উচিত, সেই সম্বন্ধে যিশু শিক্ষা দিয়েছিলেন এবং উদাহরণস্থাপন করেছিলেন

তাঁর স্বর্গীয় পিতার কাছে প্রার্থনা করার বিষয়ে যিশু আমাদের জন্য উদাহরণস্থাপন করেছেন

তাঁর শিক্ষা: একজন শিষ্য যখন যিশুকে অনুরোধ করেছিলেন, “প্রভু, আমাদিগকে প্রার্থনা করিতে শিক্ষা দিউন,” তখন যিশু বলেছিলেন: “তোমরা যখন প্রার্থনা কর, তখন বলিও, পিতঃ।” (লূক ১১:১, ২) অধিকন্তু, তাঁর বিখ্যাত পর্বতেদত্ত উপদেশে, যিশু তাঁর শ্রোতাদের প্রার্থনা করার পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেছিলেন: ‘তোমার পিতার নিকটে প্রার্থনা করিও।’ তিনি এই বলে আশ্বাস দিয়েছিলেন: “তোমাদের কি কি প্রয়োজন, তাহা যাচ্ঞা করিবার পূর্ব্বে তোমাদের পিতা জানেন।” (মথি ৬:৬, ৮) মানুষ হিসেবে তাঁর শেষ রাতে, যিশু তাঁর শিষ্যদের বলেছিলেন: “যদি তোমরা কিছু যাচ্ঞা কর, তিনি আমার নামে তোমাদিগকে তাহা দিবেন।” (যোহন ১৬:২৩) এইভাবে যিশু তাঁর পিতা ও আমাদের পিতা, যিহোবা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে শিখিয়েছিলেন।যোহন ২০:১৭.

তাঁর উদাহরণ: যিশু অন্যদের যেভাবে প্রার্থনা করতে শিখিয়েছিলেন, সেটার সঙ্গে মিল রেখে তিনি নিজেও প্রার্থনা করেছিলেন: “হে পিতঃ, স্বর্গের ও পৃথিবীর প্রভু, আমি তোমার ধন্যবাদ করিতেছি।” (লূক ১০:২১) অন্য এক সময়, “যীশু উপরের দিকে চক্ষু তুলিয়া কহিলেন, পিতঃ, তোমার ধন্যবাদ করি যে, তুমি আমার কথা শুনিয়াছ।” (যোহন ১১:৪১) আর যিশু মারা যাওয়ার আগে প্রার্থনা করেছিলেন: “পিতঃ, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি।” (লূক ২৩:৪৬) স্বর্গস্থ পিতা অর্থাৎ ‘স্বর্গের ও পৃথিবীর প্রভুর’ কাছে প্রার্থনা করার মাধ্যমে, যিশু আমাদের জন্য এক স্পষ্ট উদাহরণস্থাপন করেছিলেন। (মথি ১১:২৫; ২৬:৪১, ৪২; ১ যোহন ২:৬) যিশুর প্রাথমিক শিষ্যরা কীভাবে তাঁর নির্দেশনা বুঝতে পেরেছিল?

প্রাথমিক খ্রিস্টানরা কার কাছে প্রার্থনা করত?

যিশু স্বর্গে ফিরে যাওয়ার কয়েক সপ্তাহ পরে, বিরোধীরা তাঁর শিষ্যদের তাড়না করেছিল এবং হুমকি দিয়েছিল। (প্রেরিত ৪:১৮) এটা ঠিক যে, তারা সাহায্যের জন্য প্রার্থনা করেছিল, কিন্তু কার কাছে? তারা “সকলে একচিত্তে ঈশ্বরের উদ্দেশে উচ্চৈঃস্বরে” প্রার্থনা করেছিল, যেন তিনি ক্রমাগত “[তাঁর] পবিত্র দাস যীশুর নামে” তাদের সাহায্য করেন। (প্রেরিত ৪:২৪, ৩০) তাই, যিশু প্রার্থনা সম্বন্ধে যে-নির্দেশনা দিয়েছিলেন, শিষ্যরা তা পালন করেছিল। তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল, যিশুর কাছে নয়।

কয়েক বছর পর, প্রেরিত পৌল ব্যাখ্যা করেছিলেন, তিনি ও তার সহকারীরা কীভাবে প্রার্থনা করতেন। সহখ্রিস্টানদের কাছে লেখার সময়, তিনি বলেছিলেন: “আমরা সর্ব্বদা তোমাদের নিমিত্তে প্রার্থনাকালে আমাদের প্রভু যীশু খ্রীষ্টের পিতা ঈশ্বরের ধন্যবাদ করিতেছি।” (কলসীয় ১:৩) পৌল সহবিশ্বাসীদের ‘সর্ব্বদা সর্ব্ববিষয়ের নিমিত্ত আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে পিতা ঈশ্বরের ধন্যবাদ করিবার’ বিষয়ে বলেছিলেন। (ইফিষীয় ৫:২০) এই কথাগুলো থেকে আমরা বুঝতে পারি যে, পৌল অন্যদেরকে ‘সর্ব্ববিষয়ের নিমিত্ত পিতা ঈশ্বরের’ কাছে প্রার্থনা করার জন্য উৎসাহিত করেছিলেন।কলসীয় ৩:১৭.

প্রাথমিক খ্রিস্টানদের মতো আমরাও প্রার্থনা সম্বন্ধে যিশুর পরামর্শ পালন করার মাধ্যমে তাঁর প্রতি আমাদের প্রেম দেখাতে পারি। (যোহন ১৪:১৫) আমরা যখন কেবলমাত্র আমাদের স্বর্গীয় পিতার কাছে প্রার্থনা করব, তখন গীতসংহিতা ১১৬:১, ২ পদে বলা এই কথাগুলোর উপর আমাদের আস্থা বৃদ্ধি পাবে: “আমি সদাপ্রভুকে প্রেম করি, কারণ তিনি শুনেন আমার রব . . . আমি যাবজ্জীবন তাঁহাকে ডাকিব।” * ▪ (w১৫-E ০১/০১)

^ অনু. 3 শাস্ত্র অনুসারে, ঈশ্বর এবং যিশু সমান নন। আরও তথ্যের জন্য যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বইয়ের ৪ অধ্যায় দেখুন।

^ অনু. 11 আমরা যদি চাই, ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন, তাহলে তাঁর চাহিদা অনুসারে জীবনযাপন করার জন্য আমাদের আপ্রাণ প্রচেষ্টা করতে হবে। আরও তথ্যের জন্য, যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বইয়ের ১৭ অধ্যায় দেখুন।