সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বাইবেলের প্রশ্নের উত্তর

বাইবেলের প্রশ্নের উত্তর

সৃষ্টি থেকে বিভিন্ন শিক্ষার সাহায্যে আপনার সন্তানকে ঈশ্বরকে জানার এবং তাঁকে ভালোবাসার জন্য সাহায্য করুন

কীভাবে সন্তানরা ঈশ্বরকে ভালোবাসতে পারে?

আপনার সন্তানরা একমাত্র তখনই ঈশ্বরকে ভালোবাসতে শিখবে, যদি তারা প্রমাণ পায় যে, ঈশ্বর একজন বাস্তব ব্যক্তি এবং তিনি তাদেরকে ভালোবাসেন। ঈশ্বরকে ভালোবাসতে হলে, তাদেরকে তাঁর সম্বন্ধে জানতে হবে। (১ যোহন ৪:৮) উদাহরণ স্বরূপ, তাদের জানতে হবে: ঈশ্বর কেন মানুষকে সৃষ্টি করেছেন? ঈশ্বর কেন দুঃখকষ্ট থাকতে দিয়েছেন? ভবিষ্যতে ঈশ্বর মানবজাতির জন্য কী করবেন?—পড়ুন, ফিলিপীয় ১:৯.

আপনি যদি আপনার সন্তানদের ঈশ্বরকে ভালোবাসতে শেখার জন্য সাহায্য করতে চান, তাহলে তাদেরকে দেখাতে হবে, আপনি নিজে তাঁকে ভালোবাসেন। তারা যখন সেটা দেখবে, তখন তারা হয়তো আপনার উদাহরণ অনুসরণ করবে।—পড়ুন, দ্বিতীয় বিবরণ ৬:৫-৭; হিতোপদেশ ২২:৬.

কীভাবে আপনি আপনার সন্তানদের হৃদয়ে পৌঁছাতে পারেন?

ঈশ্বরের বাক্য অত্যন্ত কার্যকরী। (ইব্রীয় ৪:১২) তাই, আপনার সন্তানদের বাইবেলের মৌলিক শিক্ষাগুলো শিখতে সাহায্য করুন। লোকেদের হৃদয়ে পৌঁছানোর জন্য যিশু প্রশ্ন জিজ্ঞেস করতেন, তাদের কথা শুনতেন এবং তাদের কাছে শাস্ত্র ব্যাখ্যা করতেন। আপনার সন্তানদের হৃদয়ে পৌঁছানোর জন্য আপনি যিশুর শিক্ষা দেওয়ার এই পদ্ধতি অনুকরণ করতে পারেন।—পড়ুন, লূক ২৪:১৫-১৯, ২৭, ৩২.

এ ছাড়া, ঈশ্বর লোকেদের সঙ্গে কীভাবে আচরণ করেছেন, সেই সম্বন্ধে বাইবেলের বিবরণগুলো আপনার সন্তানদেরকে ঈশ্বরকে জানার এবং তাঁকে ভালোবাসার ক্ষেত্রে সাহায্য করতে পারে। এই উদ্দেশ্যে তৈরি বিভিন্ন প্রকাশনা www.pr418.com ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।—পড়ুন, ২ তীমথিয় ৩:১৬. (w১৪-E ১২/০১)