সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

শোকার্ত ব্যক্তিদের জন্য সাহায্য

শোকার্ত ব্যক্তিদের জন্য সর্বোত্তম সাহায্য

শোকার্ত ব্যক্তিদের জন্য সর্বোত্তম সাহায্য

প্রিয়জনকে মৃত্যুতে হারানোর ফলে যে-কষ্ট হয়, তা সাম্প্রতিক সময়ে গবেষণা করার মতো এক বিষয় হয়ে উঠেছে। তবে আগেও যেমন উল্লেখ করা হয়েছে, অভিজ্ঞ বিশেষজ্ঞদের পরামর্শ বেশিরভাগ ক্ষেত্রেই বাইবেলে পাওয়া প্রাচীন প্রজ্ঞার সঙ্গে সংগতিপূর্ণ। আর এটা উপযুক্তভাবেই বাইবেলের নির্দেশনা যে সবসময় নির্ভরযোগ্য, সেই বিষয়ে তুলে ধরে। কিন্তু, বাইবেলে নির্ভরযোগ্য নির্দেশনার চেয়ে আরও বেশি কিছু রয়েছে। বাইবেলে এমন তথ্য রয়েছে, যা অন্য কোথাও পাওয়া যায় না এবং তা শোকার্ত ব্যক্তিদের জন্য প্রচুর সান্ত্বনা নিয়ে আসতে পারে।

  • আমাদের মৃত প্রিয়জনরা যে কোথাও কষ্টভোগ করছে না, সেই বিষয়ে নিশ্চয়তা রয়েছে

    বাইবেলে উপদেশক ৯:৫ পদে বলা হয়েছে, “মৃতেরা কিছুই জানে না।” তাদের “সঙ্কল্প সকল নষ্ট হয়।” (গীতসংহিতা ১৪৬:৪) এই পদের সঙ্গে মিল রেখে বাইবেল মৃত্যুকে শান্তিপূর্ণ ঘুমের সঙ্গে তুলনা করে।—যোহন ১১:১১.

  • একজন প্রেমময় ঈশ্বরের প্রতি দৃঢ়বিশ্বাস বজায় রাখা সান্ত্বনা এনে দেয়

    গীতসংহিতা ৩৪:১৫ পদে বাইবেল বলে: “ধার্ম্মিকগণের প্রতি সদাপ্রভুর [“যিহোবার,” * NW] দৃষ্টি আছে, তাহাদের আর্ত্তনাদের প্রতি তাঁহার কর্ণ আছে।” প্রার্থনায় ঈশ্বরের কাছে আমাদের অনুভূতি প্রকাশ করা, কোনো ভালো থেরাপির চেয়ে কিংবা আমাদের চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করার কোনো উপায়ের চেয়ে আরও বেশি কিছু করে থাকে। এটা আসলে আমাদের সৃষ্টিকর্তার সঙ্গে এক ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে, যিনি আমাদের সান্ত্বনা দেওয়ার জন্য নিজের শক্তি ব্যবহার করতে পারেন।

  • আরও ভালো এক ভবিষ্যতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা

    ভবিষ্যতের এমন এক সময় সম্বন্ধে কল্পনা করুন, যখন কবরে থাকা ব্যক্তিরা এই পৃথিবীতে জীবন ফিরে পাবে! এইরকম এক সময় সম্বন্ধে বাইবেলে বার বার উল্লেখ করা আছে। সেই সময়ে, পৃথিবীর পরিস্থিতি কেমন হবে সেটার বর্ণনা দিতে গিয়ে বাইবেল বলে, ঈশ্বর “[আমাদের] সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন; এবং মৃত্যু আর হইবে না; শোক বা আর্ত্তনাদ বা ব্যথাও আর হইবে না।”—প্রকাশিত বাক্য ২১:৩, ৪.

যিহোবার উপর বিশ্বাস করে এমন অনেক ব্যক্তি, তাদের মৃত প্রিয়জনকে আবারও দেখার আশা সম্বন্ধে জেনে শোক কাটিয়ে ওঠার জন্য প্রচুর শক্তি লাভ করেছে। উদাহরণ হিসেবে আ্যনের কথা বলা যায়, যিনি ৬৫ বছর বিবাহিত জীবন কাটানোর পর স্বামীকে হারিয়েছেন। তিনি বলেন: “বাইবেল আমাকে নিশ্চয়তা দেয় যে, আমাদের মৃত প্রিয়জনরা কোথাও কষ্ট পাচ্ছে না এবং ঈশ্বর তাঁর স্মরণে থাকা সমস্ত ব্যক্তিকে পুনরুত্থিত করবেন। যখনই আমি হারানোর কষ্টের বিষয়ে চিন্তা করি, তখনই এই বিষয়গুলো আমার চিন্তায় আসে আর এর ফলে, আমি আসলে আমার জীবনের সবচেয়ে খারাপ এই ঘটনাটার সঙ্গে মোকাবিলা করার জন্য সমর্থ হই!”

টিনা, যার বিষয়ে এই ধারাবাহিক প্রবন্ধে আগে উল্লেখ করা হয়েছে, তিনি বলেন: “টিমোর মৃত্যুর দিন থেকেই আমি ঈশ্বরের সাহায্য অনুভব করি। আমার দুর্দশার সময়ে আমি দৃঢ়ভাবে যিহোবার সাহায্যের হাত অনুভব করেছি। আর পুনরুত্থান সম্বন্ধে বাইবেলের প্রতিজ্ঞা আমার কাছে খুবই বাস্তব এক বিষয়। এটা আমাকে সেই দিন পর্যন্ত এগিয়ে চলার শক্তি প্রদান করছে, যখন আমি আবার টিমোকে দেখতে পারব।”

এই মন্তব্যগুলোর মাধ্যমে আসলে সেই লক্ষ লক্ষ ব্যক্তির অনুভূতিই প্রকাশ পায়, যারা বাইবেলের নির্ভরযোগ্যতার বিষয়ে দৃঢ়প্রত্যয়ী। তারপরও আপনি যদি মনে করেন, বাইবেলের এই কথাগুলো অবাস্তব কিংবা এক স্বপ্ন মাত্র, তা হলে বাইবেলের পরামর্শ ও প্রতিজ্ঞাগুলো যে সঠিক, সেটার প্রমাণ লাভ করার জন্য আপনার তা পরীক্ষা করে দেখা উচিত। আপনি তখন জানতে পারবেন, বাইবেলই শোকার্ত ব্যক্তিদের সর্বোত্তম সাহায্য প্রদান করে।

মৃত ব্যক্তিদের আশা সম্বন্ধে আরও জানুন

আমাদের ওয়েবসাইট jw.org থেকে সম্পর্কযুক্ত ভিডিও দেখুন

বাইবেল এমন এক ভবিষ্যৎ সম্বন্ধে প্রতিজ্ঞা করে, যখন আমরা আমাদের মৃত প্রিয়জনদের আবার স্বাগত জানাব

মৃত ব্যক্তিরা কোন অবস্থায় রয়েছে?

আমরা মারা গেলে আমাদের কী হয়? এই বিষয়ে বাইবেলের স্পষ্ট উত্তর সান্ত্বনাদায়ক ও আশ্বাসদায়ক।

দেখুন, LIBRARY > VIDEOS (Video Category: THE BIBLE)

আপনি কি সুসংবাদ শুনতে চান?

চারিদিকে এত খারাপ খবরের মাঝে আপনি কি কোথাও কোনো সুসংবাদ খুঁজে পেতে পারেন?

দেখুন, BIBLE TEACHINGS > PEACE & HAPPINESS

^ অনু. 7 যিহোবা হল ঈশ্বরের নাম, যা বাইবেলে প্রকাশ করা হয়েছে।