সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

প্রহরীদুর্গ নং  ১ ২০২৪ | কোনটা সঠিক আর কোনটা ভুল—আপনি কীভাবে তা নির্ধারণ করবেন?

আপনি কীভাবে সিদ্ধান্ত নেন, কোনটা সঠিক আর কোনটা ভুল? অনেক ব্যক্তি তাদের নিজেদের বিবেকের উপর নির্ভর করে আর সেইসঙ্গে তারা ছোটোবেলা থেকে যা-কিছু শিখেছে, সেটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়। আবার কোনো কোনো ব্যক্তি অন্যেরা যা চিন্তা করে, সেটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়। আপনি কীসের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন? আপনি কি এই বিষয়ে নিশ্চিত, আপনি যে-সিদ্ধান্ত নেন, সেটা ভবিষ্যতে আপনার এবং আপনার পরিবারের উপকার নিয়ে আসবে?

 

কোনটা সঠিক আর কোনটা ভুল: কীভাবে নির্ধারণ করব?

আপনি যখন সিদ্ধান্ত নেন, নৈতিক দিক দিয়ে কোনটা সঠিক আর কোনটা ভুল, তখন আপনি কার নির্দেশনা মেনে চলবেন?

কোনটা সঠিক আর কোনটা ভুল: অন্যেরা কীভাবে নির্ধারণ করে?

কোনটা সঠিক আর কোনটা ভুল, সেই বিষয়ে আমরা হয়তো নিজেরা কী মনে করি কিংবা অন্যেরা কী মনে করে, সেটার উপর নির্ভর করে সিদ্ধান্ত নিই। কিন্তু এমন কোনো নির্দেশনা কি রয়েছে, যেটা এগুলোর চেয়ে আরও নির্ভরযোগ্য?

কোনটা সঠিক আর কোনটা ভুল: একটি বই আমাদের সঠিক নির্দেশনা দেয়

কীভাবে আপনি নিশ্চিত হতে পারেন, বাইবেলে নির্ভরযোগ্য নৈতিক নির্দেশনা রয়েছে?

কোনটা সঠিক আর কোনটা ভুল: যে-নির্দেশনা আমাদের সত্যিই সাহায্য করে

জীবনের এমন চারটে ক্ষেত্র রয়েছে, যেখানে লক্ষ লক্ষ ব্যক্তি শিখেছে যে, বাইবেলের নির্দেশনা কাজে লাগে এবং সেগুলোর উপর আস্থা রাখা যায়।

বর্তমানে আপনি কোথায় নির্ভরযোগ্য নির্দেশনা খুঁজে পেতে পারেন?

বাইবেল আপনাকে এমন সিদ্ধান্তগুলো নিতে সাহায্য করতে পারে, যেগুলোর জন্য আপনি কখনোই আপশোস করবেন না।