সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

প্রহরীদুর্গ নং  ১ ২০২২ | ঘৃণার চক্র থেকে বেরিয়ে আসা

এই জগতে বেশিরভাগ লোকই অন্যদের ঘৃণা করে। তারা অন্যদের সঙ্গে ভেদাভেদ করে, তাদের হেনস্থা করে, তাদের প্রতি মৌখিক দুর্ব্যবহার করে ও এমনকী শারীরিকভাবে নির্যাতন করে। এভাবে, তারা খুবই নিষ্ঠুর উপায়ে নিজেদের ঘৃণা প্রকাশ করে। তাহলে, ঘৃণা কি কখনো শেষ হবে? এই সংখ্যার প্রবন্ধগুলো থেকে আমরা জানতে পারব যে, ঘৃণার চক্র থেকে বেরিয়ে আসার জন্য বাইবেল আমাদের কীভাবে সাহায্য করতে পারে। আর আমরা এও জানব যে, ঈশ্বর চিরকালের জন্য ঘৃণাকে দূর করে দেওয়ার প্রতিজ্ঞা করেছেন।

 

ঘৃণার উপর জয়লাভ!

ঘৃণার চক্র কী? এটা কীভাবে প্রকাশ করা হয়?

ঘৃণার চক্রের পিছনে কী রয়েছে?

বাইবেল জানায়, ঘৃণা কোথা থেকে শুরু হয়েছিল, কেন মানুষের মনে খুব সহজেই ঘৃণা জন্মায় এবং কেন ঘৃণা বৃদ্ধি পায়।

যেভাবে ঘৃণার চক্র থেকে বেরিয়ে আসা যায়

বাইবেলের শিক্ষা লোকদের পরিবর্তিত হয়ে একজন ভালো মানুষ হতে সাহায্য করে।

যেভাবে ঘৃণার চক্র থেকে বেরিয়ে আসা যায়

১ | পক্ষপাতিত্ব করবেন না

ঈশ্বর যেভাবে মানুষদের দেখেন, ঠিক সেভাবেই ভেদাভেদের মনোভাব ছাড়া তাদের দেখার চেষ্টা করুন। এভাবে আপনি অন্যের প্রতি থাকা খারাপ অনুভূতিকে শিকড়-সহ উপড়ে ফেলতে পারবেন।

ঘৃণার চক্র থেকে বেরিয়ে আসা

২ | প্রতিশোধ নেবেন না

প্রতিশোধ নেওয়ার মনোভাব কাটিয়ে ওঠার জন্য ঈশ্বরের উপর নির্ভর করুন কারণ তিনি সমস্ত অবিচার দূর করে দেবেন।

ঘৃণার চক্র থেকে বেরিয়ে আসা

৩ | ঘৃণাকে মন থেকে মুছে ফেলুন

ঈশ্বরের বাক্যের সাহায্যে ঘৃণাকে আপনার চিন্তাভাবনা থেকে মুছে ফেলুন।

ঘৃণার চক্র থেকে বেরিয়ে আসা

৪ | ঈশ্বরের কাছ থেকে সাহায্য নিন

ঈশ্বরের পবিত্র শক্তি আপনাকে ঘৃণার সঙ্গে মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় কিছু গুণ গড়ে তুলতে সাহায্য করতে পারে।

ঘৃণা চিরকালের জন্য শেষ হয়ে যাবে!

কেউ কি ঘৃনাকে চিরকালের জন্য শেষ করতে পারবে?

সব জায়গার লোকই ঘৃণার শিকার হয়

ঘৃণার চক্র থেকে কীভাবে বেরিয়ে আসা যায়? দীর্ঘ সময় ধরে সারা পৃথিবীতে অনেক লোক ইতিমধ্যেই তা করে আসছে আর এটা সম্ভব।