সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনি কি বাহ্যিক বেশভূষার চেয়ে আরও বেশি কিছু দেখতে পারেন?

আপনি কি বাহ্যিক বেশভূষার চেয়ে আরও বেশি কিছু দেখতে পারেন?

ডন নামে কানাডার একজন যিহোবার সাক্ষি, রাস্তায় বাস করে এমন লোকেদের সঙ্গে কথা বলার জন্য বিশেষ প্রচেষ্টা করেন। এইরকম একজন ব্যক্তির বিষয়ে ডন বলেন: “পিটার নামে একজন গৃহহীন ব্যক্তি রাস্তার একটা সরু গলিতে থাকতেন আর তিনি ছিলেন আমার দেখা সবচেয়ে অপরিচ্ছন্ন ব্যক্তিদের মধ্যে একজন। তিনি খুবই বিরক্তিকর স্বভাবের লোক ছিলেন আর তিনি লোকেদের তার কাছ থেকে দূরে রাখতে পছন্দ করতেন। লোকেরা তার প্রতি দয়া দেখানোর চেষ্টা করলেও, বার বার তিনি তা প্রত্যাখ্যান করতেন।” তবুও, ১৪ বছরের বেশি সময় ধরে, ডন ধৈর্য সহকারে বিভিন্ন সময়ে এই গৃহহীন ব্যক্তির প্রতি দয়া দেখানোর প্রচেষ্টা করেছিলেন।

একদিন, পিটার ডনকে জিজ্ঞেস করেছিলেন: “কেন আপনি আমার সঙ্গে কথা বলতে চান? অন্যান্য সকলে তো আমাকে এড়িয়ে চলে। আপনি কেন আমার জন্য চিন্তা করেন?” ডন পিটারের হৃদয় স্পর্শ করার জন্য কৌশলতার সঙ্গে তিনটে শাস্ত্রপদ ব্যবহার করেছিলেন। প্রথমে, তিনি পিটারকে জিজ্ঞেস করেছিলেন, ঈশ্বরের যে একটা ব্যক্তিগত নাম আছে, তা পিটার জানেন কি না এবং এরপর তিনি সরাসরি তাকে বাইবেল থেকে গীতসংহিতা ৮৩:১৮ * পদে উল্লেখিত সেই নামটা পড়তে বলেছিলেন। এরপর, কেন ডন তার সম্বন্ধে চিন্তা করেন, সেই বিষয়ে ব্যাখ্যা করার জন্য তিনি পিটারকে রোমীয় ১০:১৩, ১৪ পদ পড়তে বলেছিলেন, যেখানে লেখা আছে, “যে কেহ প্রভুর [“যিহোবার,” NW] নামে ডাকে, সে পরিত্রাণ পাইবে।” শেষে, ডন মথি ৯:৩৬ পদ পড়েছিলেন এবং এরপর পিটারকে তা পড়তে বলেছিলেন। সেই শাস্ত্রপদে লেখা আছে: “কিন্তু বিস্তর লোক দেখিয়া [যিশু] তাহাদের প্রতি করুণাবিষ্ট হইলেন, কেননা তাহারা ব্যাকুল ও ছিন্নভিন্ন ছিল, যেন পালকবিহীন মেষপাল।” এই শাস্ত্রপদ পড়ার পর, পিটারের চোখ ছলছল করতে শুরু করেছিল আর তিনি জিজ্ঞেস করেছিলেন: “আমি কি সেই মেষদের মধ্যে একজন?”

পিটার নিজেকে পরিবর্তন করতে শুরু করেছিলেন। তিনি স্নান করেছিলেন, পরিপাটিভাবে দাড়ি ছেঁটেছিলেন এবং ডন তাকে যে-পরিষ্কার পোশাক দিয়েছিলেন, সেগুলো পরতে শুরু করেছিলেন। পিটার পরিষ্কার-পরিচ্ছন্ন বেশভূষা বজায় রাখার জন্য প্রচেষ্টা করে চলেছিলেন।

পিটারের একটা ডায়েরি ছিল। তার ডায়েরির প্রথম দিকের লেখাগুলো খুবই দুঃখজনক ও হতাশাজনক ছিল কিন্তু পরের দিকের লেখাগুলো ভিন্ন প্রকৃতির ছিল। এক জায়গায় তিনি লিখেছিলেন: “আজ আমি ঈশ্বরের নাম জানতে পেরেছি। এখন আমি প্রার্থনা করতে চাইলে, যিহোবার কাছে প্রার্থনা করতে পারি। তাঁর নাম সম্বন্ধে জানতে পারা সত্যিই এক চমৎকার বিষয়। ডন আমাকে বলেন যে, যিহোবা আমার এমন একজন ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠতে পারেন, যিনি যেকোনো সময় এবং যেকোনো পরিস্থিতিতে আমার কথা শুনতে ইচ্ছুক।”

পিটারের শেষ কথাগুলো তার নিজের ভাই ও দিদির উদ্দেশে লেখা হয়েছিল। তিনি লিখেছিলেন:

“আজ আমার শরীর খুব-একটা ভালো নেই। মনে হয়, আমার হাতে আর বেশি সময় নেই। কিন্তু, এটা যদি এমনকী আমার জীবনের শেষ দিনও হয়, তারপরও আমি জানি যে, আমি আমার বন্ধুকে [ডন] আবারও পরমদেশে দেখতে পাব। তোমরা যদি এটা পড়ছ, তার মানে আমি এই পৃথিবীতে আর বেঁচে নেই। কিন্তু, তোমরা যদি আমার অন্ত্যেষ্টিক্রিয়ায় কোনো অপরিচিত ব্যক্তিকে দেখতে পাও, তা হলে তার সঙ্গে কথা বোলো এবং তোমরা দয়া করে এই ছোটো নীল বইটা পোড়ো [“যে সত্য অনন্ত জীবনে লইয়া যায়” (ইংরেজি) শিরোনামের বাইবেল অধ্যয়ন সহায়কের বিষয়ে উল্লেখ করছেন, যেটা তিনি বহু বছর আগে পেয়েছিলেন]। * এই বইয়ে বলা আছে যে, আমি আবারও আমার বন্ধুকে পরমদেশে দেখতে পাব। আমি এই বিষয়টা মনে-প্রাণে বিশ্বাস করি। তোমাদের প্রিয় ভাই, পিটার।”

অন্ত্যেষ্টিক্রিয়ার পর পিটারের দিদি উমি ব্যাখ্যা করে বলেছিলেন: “প্রায় দু-বছর আগে, পিটার আমার সঙ্গে যোগাযোগ করেছিল। বহু বছর পর, প্রথম বার তাকে খুশি বলে মনে হয়েছিল। ও এমনকী হেসেছিল।” উমি ডনকে বলেছিলেন: “আমি এই বইটা পড়ব কারণ যে-বই আমার ভাইয়ের হৃদয় স্পর্শ করতে পেরেছে, সেটা নিশ্চয়ই খুব বিশেষ এক বই।” এ ছাড়া, উমি সম্প্রতি সময়ে প্রকাশিত বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বই ব্যবহার করে একজন যিহোবার সাক্ষির সঙ্গে আলোচনা করার বিষয়েও রাজি হয়েছেন।

আমরাও বাহ্যিক বেশভূষার চেয়ে আরও বেশি কিছু দেখতে পারি, প্রকৃত প্রেম প্রকাশ করতে পারি এবং সমুদয় মানুষ বা সমস্ত ধরনের মানুষের প্রতি ধৈর্য দেখাতে পারি। (১ তীম. ২:৩, ৪) এইরকমটা করার সময়, আমরা হয়তো পিটারের মতো এমন লোকেদের হৃদয় স্পর্শ করতে পারি, যাদের দেখে হয়তো আকর্ষণীয় বলে মনে না হলেও এক উত্তম হৃদয় রয়েছে। আমরা এই বিষয়ে নিশ্চিত থাকতে পারি যে, ঈশ্বর যিনি “অন্তঃকরণের প্রতি দৃষ্টি করেন,” তিনি নম্রমনা ব্যক্তিদের হৃদয়ে সত্যের বীজ বৃদ্ধি করতে সাহায্য করবেন।—১ শমূ. ১৬:৭; যোহন ৬:৪৪.

^ অনু. 3 মূল ভাষার বাইবেলে, এই শাস্ত্রপদে যিহোবার নাম পাওয়া যায়।

^ অনু. 7 যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত কিন্তু এখন আর ছাপানো হয় না।