সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

panitan/stock.adobe.com

স্মরণার্থ সভার অভিযান

যিশু দরিদ্রতা দূর করবেন

যিশু দরিদ্রতা দূর করবেন

 যিশু যখন পৃথিবীতে ছিলেন, তখন তিনি লোকদের প্রতি মহৎ প্রেম দেখিয়েছিলেন। তিনি বিশেষ করে সেই ব্যক্তিদের প্রতি প্রেম দেখিয়েছিলেন, যারা গরিব ছিল আর কষ্টের মধ্যে ছিল। (মথি ৯:৩৬) তিনি এমনকী তাদের জন্য নিজের জীবনও দিয়েছিলেন। (মথি ২০:২৮; যোহন ১৫:১৩) খুব তাড়াতাড়ি তিনি আবারও দেখাবেন যে, তিনি আমাদের ভালোবাসেন। কীভাবে? ঈশ্বরের রাজ্যের রাজা হিসেবে তিনি তাঁর ক্ষমতাকে ব্যবহার করে সারা পৃথিবী থেকে দরিদ্রতা দূর করে দেবেন।

 যিশু যা করবেন, সেই বিষয়ে বাইবেলের একটা গীত কী বলে, তা লক্ষ করুন:

  •   “রাজা যেন দুঃখীদের পক্ষসমর্থন করেন, গরিবদের সন্তানদের রক্ষা করেন এবং প্রতারকদের পিষে দেন।”—গীতসংহিতা ৭২:৪.

 যিশু ইতিমধ্যে আমাদের জন্য যা-কিছু করেছেন এবং ভবিষ্যতে যা-কিছু করবেন, সেগুলোর প্রতি কীভাবে আমরা উপলব্ধি দেখাতে পারি? লূক ২২:১৯ পদে যিশু তাঁর অনুসারীদের বলেছিলেন, তারা যেন তাঁর মৃত্যুকে স্মরণ করে। সেইজন্য, প্রতি বছর যিহোবার সাক্ষিরা যিশুর মৃত্যু স্মরণ করার জন্য একত্রিত হয়। আমরা আপনাকে আমাদের সঙ্গে যিশুর মৃত্যুর স্মরণার্থ সভায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এই বছর স্মরণার্থ সভার তারিখ হল: রবিবার, ২৪ মার্চ, ২০২৪.

স্মরণার্থ সভার স্থান খুঁজুন