সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

alfa27/stock.adobe.com

স্মরণার্থ সভার অভিযান

যিশু অপরাধ দূর করবেন

যিশু অপরাধ দূর করবেন

 অপরাধ ও অবিচার ভোগ করা কাকে বলে, যিশু তা জানেন। তাঁকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল, বেআইনিভাবে মারধর করা হয়েছিল, অন্যায়ভাবে বিচার করা হয়েছিল এবং শাস্তি দেওয়া হয়েছিল আর সেইসঙ্গে যন্ত্রণা দিয়ে হত্যা করা হয়েছিল। কোনো দোষ না করা সত্ত্বেও তিনি নিজের ইচ্ছায় এবং নিঃস্বার্থভাবে “অনেকের জীবনের পরিবর্তে নিজের জীবন মুক্তির মূল্য হিসেবে” দিয়েছিলেন। (মথি ২০:২৮; যোহন ১৫:১৩) যিশু এখন ঈশ্বরের রাজ্যের রাজা। তিনি তাঁর এই ক্ষমতাকে ব্যবহার করে খুব তাড়াতাড়ি পুরো পৃথিবীতে ন্যায়বিচার আনবেন এবং চিরকালের জন্য সমস্ত অপরাধ দূর করে দেবেন।—যিশাইয় ৪২:৩.

 যিশু এই কাজ করার পর পৃথিবীর পরিস্থিতি কেমন হবে, সেই বিষয় বাইবেল বলে:

  •   “মন্দ লোকেরা নিশ্চিহ্ন হয়ে যাবে, তুমি তাদের সেই জায়গায় খুঁজবে, যেখানে তারা আগে ছিল, কিন্তু তারা আর থাকবে না। কিন্তু, মৃদুশীল ব্যক্তিরা পৃথিবীর অধিকারী হবে এবং তারা প্রচুর শান্তির কারণে অনেক আনন্দ লাভ করবে।”—গীতসংহিতা ৩৭:১০, ১১.

 যিশু ইতিমধ্যে আমাদের জন্য যা-কিছু করেছেন এবং ভবিষ্যতে যা-কিছু করবেন, সেগুলোর প্রতি কীভাবে আমরা উপলব্ধি দেখাতে পারি? লূক ২২: ১৯ পদে যিশু তাঁর অনুসারীদের বলেছিলেন, তারা যেন তাঁর মৃত্যুকে স্মরণ করে। সেইজন্য, প্রতি বছর যিহোবার সাক্ষিরা যিশুর মৃত্যু স্মরণ করার জন্য একত্রিত হয়। আমরা আপনাকে আমাদের সঙ্গে যিশুর মৃত্যুর স্মরণার্থ সভায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এই বছর স্মরণার্থ সভার তারিখ হল: রবিবার, ২৪ মার্চ, ২০২৪.

স্মরণার্থ সভার স্থান খুঁজুন