সরাসরি বিষয়বস্তুতে যান

যিহোবার সাক্ষিরা কি দশমাংশ দেওয়ার রীতি পালন করে?

যিহোবার সাক্ষিরা কি দশমাংশ দেওয়ার রীতি পালন করে?

 না, যিহোবার সাক্ষিরা দশমাংশ দেওয়ার রীতি পালন করে না। আমাদের কাজ স্বেচ্ছাকৃত দানের দ্বারা চলে আর কে সেই দান দিচ্ছে, তা অন্যেরা জানতে পারে না। দশমাংশ কী আর কেন যিহোবার সাক্ষিরা এই রীতি পালন করে না?

 দশমাংশ বা কোনো ব্যক্তির জিনিসপত্রের দশ ভাগের এক ভাগ দেওয়ার রীতি প্রাচীন ইস্রায়েল জাতিকে দেওয়া ব্যবস্থা বা আইনের একটা অংশ ছিল। কিন্তু বাইবেল স্পষ্টভাবে জানায়, এই ব্যবস্থা, যার মধ্যে “দশমাংশ গ্রহণ করিবার বিধি” ছিল, তা খ্রিস্টানদের জন্য প্রযোজ্য নয়।—ইব্রীয় ৭:৫, ১৮; কলসীয় ২:১৩, ১৪.

 বাধ্যতামূলক দশমাংশ ও বলিদান না দিয়ে যিহোবার সাক্ষিরা দুটো উপায়ে প্রাথমিক খ্রিস্টানদের অনুকরণ করে ও নিজেদের পরিচর্যাকে সমর্থন করে। প্রথমত, তারা ব্যক্তিগতভাবে বিনা বেতনে পরিচর্যা কাজ করে এবং দ্বিতীয়ত, তারা স্বেচ্ছাকৃত দান দেয়।

 তাই, খ্রিস্টানদেরকে দেওয়া বাইবেলের এই নীতি আমরা অনুসরণ করি: “প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ে যেরূপ সঙ্কল্প করিয়াছে, তদনুসারে দান করুক, মনোদুঃখপূর্ব্বক কিম্বা আবশ্যক বলিয়া না দিউক; কেননা ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালবাসেন।”—২ করিন্থীয় ৯:৭.