সরাসরি বিষয়বস্তুতে যান

আপনারা কি অন্যান্য ধর্মের প্রতি সহনশীল?

আপনারা কি অন্যান্য ধর্মের প্রতি সহনশীল?

আমরা বাইবেলের এই উপদেশ অনুসরণ করি, “সব লোককে সম্মান” কর—তা তাদের ধর্মীয় বিশ্বাস যা-ই হোক না কেন। (১ পিতর ২:১৭, বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারসন) উদাহরণস্বরূপ, কিছু দেশে লক্ষ লক্ষ যিহোবার সাক্ষি রয়েছে। তা সত্ত্বেও, আমরা অন্যান্য ধর্মীয় দলের কাজে সীমাবদ্ধতা আরোপ অথবা তাদের কাজ নিষিদ্ধ করার জন্য রাজনীতিবিদ অথবা আইনপ্রণেতাদের ওপর চাপ প্রয়োগ করার চেষ্টা করি না। কিংবা আমরা এমন আইনগুলো পাশ করার জন্যও অভিযান চালাই না, যেগুলো আমাদের নৈতিক ও ধর্মীয় বিশ্বাসকে সমাজের সাধারণ লোকেদের ওপর চাপিয়ে দেয়। এর পরিবর্তে, আমরা অন্যদের প্রতি সেই একইরকম সহনশীলতা দেখাই, যেমনটা আমরা তাদের কাছ থেকে পেলে উপলব্ধি করি।—মথি ৭:১২.