সরাসরি বিষয়বস্তুতে যান

একজন পাদরি তার প্রশ্নের উত্তর জানতে পারেন

একজন পাদরি তার প্রশ্নের উত্তর জানতে পারেন

 এলিসা একজন যিহোবার সাক্ষি। একদিন তিনি যখন একজন মহিলাকে বাইবেল অধ্যয়ন করাচ্ছিলেন, ঠিক তখনই সেই মহিলার বাড়িতে কিছু আত্মীয় আসে। দরজায় পাদরি এবং তার স্ত্রী ছিলেন। এলিসা জানতেন, কিছুসময় আগেই তাদের ছেলে মারা গিয়েছেন। তাদের একটাই ছেলে ছিল।

 এলিসা যখন বলেছিলেন, তাদের ছেলের বিষয়ে শুনে তার দুঃখ হচ্ছে, তখন তারা জোরে জোরে কাঁদতে থাকেন। এরপর পাদরি রেগে গিয়ে বলেন, “কেন ঈশ্বর এমনটা ঘটতে দিলেন? কেন তিনি আমার কাছ থেকে আমার একমাত্র ছেলেকে কেড়ে নিলেন? আমি ২৮ বছর ধরে তাঁকে সেবা করছি, আমি তাঁর জন্য কত কিছু করেছি আর তিনি এর বিনিময়ে আমার সঙ্গে এমনটা করলেন? ঈশ্বর কেন আমার ছেলেকে মেরে ফেললেন?”

 এলিসা বুঝিয়েছিলেন, ঈশ্বর তাদের ছেলেকে তাদের কাছ থেকে কেড়ে নেননি। এরপর, তিনি তাদের মুক্তির মূল্যের বিষয়ে এবং পুনরুত্থানের বিষয়ে বলেছিলেন। তিনি এও বুঝিয়েছিলেন, ঈশ্বর কেন মন্দ বিষয়গুলো ঘটতে দিচ্ছেন। পাদরি এবং তার স্ত্রী এলিসাকে বলেছিলেন, তিনি তাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিয়েছিলেন, যেগুলো জানার জন্য তারা প্রার্থনা করছিলেন।

 পরের সপ্তাহে, পাদরি এবং তার স্ত্রী আবারও সেই মহিলার বাড়িতে এসেছিলেন। সেইসময় এলিসা তার সঙ্গে বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বইয়ের “আপনার মৃত প্রিয়জনদের জন্য প্রকৃত আশা” অধ্যায় নিয়ে আলোচনা করছিলেন। পাদরি এবং তার স্ত্রীও অধ্যয়নে বসেছিলেন এবং প্রশ্নের উত্তর দিচ্ছিলেন।

 কিছুসময় পর, তারা যিহোবার সাক্ষিদের বিশেষ সম্মেলনে গিয়েছিলেন। এটা জর্জিয়ার টিবলিসি শহরে হয়েছিল। সেখানে সাক্ষিদের মধ্যে প্রেম ও একতা দেখে তাদের খুব ভালো লেগেছিল কারণ তারা বছরের পর বছর ধরে চার্চের লোকদের মধ্যে প্রেম ও একতা বাড়ানোর চেষ্টা করছিলেন, কিন্তু তারা ব্যর্থ হয়েছিলেন।