সরাসরি বিষয়বস্তুতে যান

টাকাপয়সা কি সমস্ত মন্দতার কারণ?

টাকাপয়সা কি সমস্ত মন্দতার কারণ?

বাইবেলের উত্তর

 না। বাইবেল জানায় না, টাকাপয়সা হল মন্দ কিংবা টাকাপয়সাই হল সমস্ত খারাপ বিষয়ের মূল কারণ। বাইবেলে আসলে জানায়, “টাকাপয়সার প্রতি ভালোবাসা সমস্ত মন্দতার এক মূল।” তাই, ‘টাকাপয়সা সমস্ত মন্দতার এক মূল,’ এটা আসলে বাইবেলের কথাগুলোর অর্ধেক অংশ এবং এটার মাধ্যমে লোকেরা ভুল বুঝতে পারে।—১ তীমথিয় ৬:১০.

 টাকাপয়সার বিষয়ে বাইবেল কী জানায়?

 বাইবেল জানায়, টাকাপয়সা যখন বুদ্ধিমানের সঙ্গে ব্যবহার করা হয়, তখন এটা আমাদের বিপদের সময়ে “আশ্রয়” দিতে পারে। (উপদেশক ৭:১২) বাইবেল এও জানায়, যারা অন্যদের দান দিয়ে সাহায্য করে, যেটার মধ্যে টাকাপয়সা দিয়ে সাহায্য করাও থাকতে পারে, তারা প্রশংসা পাওয়ার যোগ্য।—হিতোপদেশ ১১:২৫.

 তবে একইসময়ে, বাইবেল জানায় যেন আমরা টাকাপয়সাকেই আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় না করে দিই। বাইবেল জানায়: “টাকাপয়সার প্রতি ভালোবাসা গড়ে তুলো না, বরং তোমাদের যা আছে, তাতেই সন্তুষ্ট থাকো।” (ইব্রীয় ১৩:৫) এখান থেকে আমরা কী শিখি? আমাদের টাকাপয়সাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং এটার পিছনে না ছুটে বরং আমাদের কাছে যা আছে, তাতেই সন্তুষ্ট থাকতে হবে। যেমন খাবারদাবার, জামাকাপড় এবং একটা থাকার জায়গা।—১ তীমথিয় ৬:৮.

 টাকাপয়সার প্রতি ভালোবাসার বিষয়ে বাইবেল কেন আমাদের সতর্ক করে?

 যারা টাকাপয়সাকে ভালোবাসে, তারা লোভী হয় আর লোভী ব্যক্তিরা অনন্তজীবন পাবে না। (ইফিষীয় ৫:৫) এর একটা কারণ হল, লোভ এক ধরনের প্রতিমাপূজা বা মিথ্যা উপাসনা। (কলসীয় ৩:৫) আরেকটা কারণ হল, লোভী ব্যক্তিরা যা চায়, তা পাওয়ার জন্য তারা ভালো নীতিগুলোর বিরুদ্ধে কাজ করতেও ছাড়ে না। বাইবেল জানায়, “যে ধনবান হইবার জন্য তাড়াতাড়ি করে, সে অদণ্ডিত থাকিবে না” অর্থাৎ সে শাস্তি পাবেই পাবে। (হিতোপদেশ ২৮:২০) টাকাপয়সা পাওয়ার জন্য তারা খারাপ খারাপ অপরাধ করতেও পিছপা হয় না। যেমন তারা ব্ল্যাকমেল করে, ডাকাতি করে, অন্যদের ঠকায়, কিডন্যাপ করে আর এমনকী মার্ডারও করে।

 টাকাপয়সার প্রতি ভালোবাসার কারণে কেউ যদি খারাপ খারাপ কাজ না-ও করে, তারপরও এটা তাদের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। বাইবেল জানায়: ‘যারা যেকোনো মূল্যে ধনী হতে চায়, তারা প্রলোভনে ও ফাঁদে পড়ে এবং মূর্খতাপূর্ণ ও ক্ষতিকর আকাঙ্ক্ষার কাছে নতিস্বীকার করে।’—১ তীমথিয় ৬:৯.

 টাকাপয়সার বিষয়ে বাইবেল যা পরামর্শ দেয়, তা মেনে চললে আমরা কোন উপকার পাব?

 আমরা যখন টাকাপয়সা অর্জন করার জন্য সেই কাজগুলো করব, যেগুলো সঠিক এবং ঈশ্বরকে খুশি করে, তখন আমাদের আত্মসম্মান বজায় থাকবে আর সেইসঙ্গে ঈশ্বর আমাদের সঙ্গে থাকবেন এবং খুশি হবেন। যারা সত্যি করে ঈশ্বরকে খুশি করতে চায়, তাদের তিনি বলেন: “আমি কখনো তোমাকে ছাড়ব না আর আমি কখনো তোমাকে পরিত্যাগ করব না।” (ইব্রীয় ১৩:৫, ৬) এ ছাড়া, তিনি আমাদের আশ্বাস দেন, যারা তাঁর প্রতি “বিশ্বস্ত” থাকবে, তারা ‘অনেক আশীর্ব্বাদ পাবে।’—হিতোপদেশ ২৮:২০.