সরাসরি বিষয়বস্তুতে যান

ঈশ্বর কি আমাদের দুঃখকষ্টের জন্য দায়ী?

ঈশ্বর কি আমাদের দুঃখকষ্টের জন্য দায়ী?

বাইবেল কী উত্তর দেয়?

 বাইবেল স্পষ্টভাবে জানায়, এই প্রশ্নের উত্তর হল, না! মানবজাতি দুঃখকষ্ট ভোগ করবে, এটা ঈশ্বরের উদ্দেশ্য ছিল না। প্রথম মানবদম্পতি ঈশ্বরের শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করে এবং তারা ভালো-মন্দ বিচার করার মান নিজেরাই নির্ধারণ করে। এর ফলে, তারা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যায় এবং খারাপ পরিণতি ভোগ করে।

 তাদের মন্দ বাছাইয়ের কারণে আজকে আমরা খারাপ পরিণতি ভোগ করছি। কিন্তু, এই দুঃখকষ্ট ঈশ্বরের কাছ থেকে আসেনি।

 বাইবেল জানায়: “পরীক্ষার সময় কেউ না বলুক: ‘ঈশ্বর আমার পরীক্ষা করছেন।’ কারণ মন্দ বিষয়ের দ্বারা ঈশ্বরের পরীক্ষা করা যায় না আর তিনি নিজেও মন্দ বিষয়ের দ্বারা কারো পরীক্ষা করেন না।” (যাকোব ১:১৩) যেকারো জীবনে দুঃখকষ্ট আসতে পারে—এমনকী তাদের জীবনেও, যাদের ঈশ্বর ভালোবাসেন।