সরাসরি বিষয়বস্তুতে যান

যৌনতা

যৌনতা কোনো খারাপ বিষয় নয়, কিন্তু আমাদের উচিত, যৌন আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণে রাখা। আমরা এমন এক জগতে বাস করছি, যেটা যৌন বিষয়গুলোতে ছেয়ে গিয়েছে আর তাই কীভাবে আমরা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি?

The Bible’s View

মৌখিক যৌনতা বলতে কি সত্যিই যৌনসম্পর্ক করা বোঝায়?

কেউ যদি মৌখিক যৌনতায় রত হয়, তা হলে তিনি কি তখনও কুমার অথবা কুমারী থাকবে?

সমকামিতা কি ভুল?

বাইবেল কি শেখায় যে, সমকামী ব্যক্তিরা খারাপ? একজন খ্রিস্টানের মধ্যে যদি সমলিঙ্গ ব্যক্তির প্রতি আকৃষ্ট হওয়ার অনুভূতি থাকে, তা হলে তিনি কি ঈশ্বরকে খুশি করতে পারেন?

Maintaining Virtue

বিয়ের আগে শারীরিক সম্পর্ক করার চাপের সঙ্গে কীভাবে লড়াই করব?

বাইবেলের তিনটে নীতি তোমাকে প্রলোভন প্রতিরোধ করার ক্ষেত্রে সাহায্য করতে পারে।

যেভাবে প্রলোভন প্রতিরোধ করা যায়

প্রলোভন প্রতিরোধ করার ক্ষমতা হচ্ছে প্রকৃত পুরুষ ও নারীর বৈশিষ্ট্য। ছ-টা টিপস তোমাকে তোমার সঙ্কল্প দৃঢ় করতে এবং প্রলোভনের কাছে নতিস্বীকার করার ফলে যে-উদ্‌বেগের সৃষ্টি হয়, তা এড়াতে সাহায্য করবে।