সরাসরি বিষয়বস্তুতে যান

কুকিজ ও একইরকম প্রযুক্তি ব্যবহার করার বিশ্বব্যাপী নীতি

কুকিজ ও একইরকম প্রযুক্তি ব্যবহার করার বিশ্বব্যাপী নীতি

আপনাকে সবচেয়ে ভালো ডিজিটাল অভিজ্ঞতা লাভ করতে সাহায্য করার জন্য কুকিজ ও একই ধরনের প্রযুক্তি ব্যবহার করে আমরা আপনার মোবাইল ফোন, ট্যাবলেট অথবা কম্পিউটারের হার্ড ড্রাইভ থেকে অল্প কিছু তথ্য সংগ্রহ করতে বা সেখানে অল্প কিছু তথ্য রাখতে পারি। কুকিজ, এই ওয়েবসাইট কীভাবে কাজ করে এবং ব্যবহারকারীরা আমাদের সাইটকে কীভাবে ব্যবহার করে, সেই বিষয়ে আমাদের তথ্য পেতে সাহায্য করে। আমরা এই তথ্য আমাদের ওয়েবসাইটকে উন্নত করার জন্য ব্যবহার করে থাকি। আমরা কোনো নির্দিষ্ট ব্যবহারকারীকে শনাক্ত করতে চাই না, যতক্ষণ না এই ওয়েবসাইট ব্যবহারকারী কোনো ব্যক্তি কোনো ফর্ম বা আ্যপ্লিকেশনের মাধ্যমে স্বেচ্ছায় তার যোগাযোগের তথ্য জানায়।

কুকিজ। বিভিন্ন ধরনের কুকিজ রয়েছে, যেগুলো বিভিন্ন ধরনের কাজ করে আর সাধারণত আপনার ওয়েবসাইট ব্যবহার করার অভিজ্ঞতাকে আরও ভালো করে তোলে। আপনি আগে আমাদের ওয়েবসাইট খুলে দেখেছেন কি না অথবা এই ওয়েবসাইট ব্যবহার করার সময় কোন অপশনগুলো বাছাই করেছেন, তা জানার জন্য আমরা হয়তো কুকিজ ব্যবহার করতে পারি। উদাহরণ স্বরূপ, আমরা হয়তো কুকির মধ্যে আপনার নির্বাচিত ভাষা সংরক্ষণ করতে পারি, যাতে আপনি যখন আবার এই ওয়েবসাইট খুলবেন তখন ওয়েবসাইট যেন আপনার আগে বাছাই করা ভাষাতেই খোলে।

এই ওয়েবসাইটে যেধরনের কুকিজ ব্যবহার করা হয়েছে তা নীচে বলা তিনটের মধ্যে একটা শ্রেণির অন্তর্ভুক্ত:

  1. ১.স্ট্রিক্টলি নেসেসারি কুকিজ। এমন কিছু কুকি রয়েছে যেগুলো ছাড়া আপনি আমাদের ওয়েবসাইট বা ওয়েবসাইটের নির্দিষ্ট কিছু ফিচার ব্যবহার করতে পারবেন না। এই কুকিগুলোকে সাধারণত ওয়েবসাইটে আপনি যা করছেন বা করতে চাইছেন, যেমন, আপনার প্রাইভেসি প্রেফেরেন্স সেট করা, লগইন করা অথবা ফর্ম ফিলআপ করার মতো বিষয়গুলো যাতে আপনি ঠিকভাবে করতে পারেন শুধুমাত্র সেইজন্যই ব্যবহার করা হয়ে থাকে। এই কুকিগুলোর সাহায্য ছাড়া আপনি অনলাইনে দান করার মতো কিছু কাজ করতে পারবেন না। এই কুকিগুলো মার্কেটিং করার জন্য অথবা আপনি ইন্টারনেটের কোথায় কোথায় গিয়েছেন, সেগুলো মনে রাখার জন্য, আপনার সম্পর্কে তথ্য সংগ্রহ করে না।

  2. ২.ফাংশনালিটি কুকিজ। এই ধরনের কুকিজ ওয়েবসাইটে আপনার বাছাইগুলো (যেমন আপনার ইউজারনেম, ভাষা অথবা এলাকা) মনে রাখতে এবং ওয়েবসাইট ব্যবহারের অভিজ্ঞতাকে আরও ভালো করার জন্য এবং ওয়েবসাইটের ফিচারগুলোকে আরও উন্নত করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আপনি যেন আমাদের ওয়েবসাইট আরও সহজে ও ভালোভাবে ব্যবহার করতে পারেন তা নিশ্চিত করার জন্য এই কুকিগুলো সাহায্য করে থাকে।

  3. ৩.ডায়াগনস্টিক এবং ইউসেজ কুকিজ। এগুলো ডায়াগনস্টিক এবং ইউসেজ ডেটা সংগ্রহ করার জন্য ব্যবহার করা হয়। এর অন্তর্ভুক্ত হল, ওয়েবসাইট খোলা এবং ব্যবহার করা। উদাহরণ স্বরূপ, কত বার এই সাইট খোলা হয়েছে অথবা একজন ব্যক্তি গড়ে কতক্ষণ ধরে এটা ব্যবহার করেছেন। এই তথ্য শুধুমাত্র আমাদের ওয়েবসাইটের কাজ করার পদ্ধতি যেমন এর ডিজাইন, পারফরমেন্স এবং স্টেবিলিটি আরও উন্নত করার জন্য ব্যবহার করা হয়ে থাকে।

আমাদের ওয়েবসাইট থেকে জেনারেট করা বেশিরভাগ কুকিজই হল ফার্স্ট পার্টি কুকিজ আর অন্যান্য ওয়েবসাইট থেকে জেনারেট করা কিছু কুকিজ হল থার্ড পার্টি কুকিজ। উদাহরণ হিসেবে আমাদের কুকিজের লিস্টে আমরা থার্ড পার্টি কুকিজগুলোকে স্পষ্টভাবে উল্লেখ করেছি।

আইপি আ্যড্রেসের ব্যবহার। আইপি আ্যড্রেস হল একটা নিউমেরিক কোড, যেটা ইন্টারনেটে আপনার কম্পিউটারকে শনাক্ত করে। আমরা আপনার আইপি অ্যাড্রেস এবং ব্রাউসার টাইপ ব্যবহার করার মাধ্যমে আপনার ইউসেজ প্যাটার্ন বিশ্লেষণ করি আর এভাবে ওয়েবসাইটের বিভিন্ন সমস্যা শনাক্ত করি যাতে আমরা আমাদের পরিষেবা আরও উন্নত করতে পারি। এটা করার ফলে আমরা আমাদের ওয়েবসাইটের সিকিউরিটিও উন্নত করতে পারি।

আপনার বাছাই। আপনি আমাদের প্রতিটা ওয়েবসাইটের (নিচে দেওয়া তালিকা দেখুন) শেষে থাকা “প্রাইভেসি সেটিংস” বাটনে ক্লিক করে যেকোনো সময় আপনার পছন্দ মতো কুকি প্রেফারেন্স সেট করতে পারেন। স্ট্রিক্টলি নেসেসারি কুকিজের জন্য আপনার অনুমতির প্রয়োজন নেই। কিন্তু বাকি সমস্ত কুকির ক্ষেত্রে সেগুলো আপনার ডিভাইসে রাখার বা সেখান থেকে সংগ্রহ করার আগে আমরা আপনার অনুমতি চাইব। দয়া করে মনে রাখুন যে, আপনি আপনার প্রেফারেন্স পরিবর্তন করলেও আগেকার কুকিগুলো ডিলিট হয়ে যাবে না। আপনি যদি এই ওয়েবসাইট থেকে কুকিগুলো ডিলিট করতে চান তাহলে, আপনি আপনার ব্রাউজারের সেটিংসে কিছু রদবদল করার মাধ্যমে তা করতে পারেন। কিন্তু, দয়া করে লক্ষ করুন, কুকিজ ছাড়া আপনি হয়তো আমাদের ওয়েবসাইটের সমস্ত ফিচারগুলো পুরোপুরিভাবে ব্যবহার করতে পারবেন না। কুকিজ ডিলিট করার পদ্ধতি ব্রাউজার অনুযায়ী ভিন্ন হয়ে থাকে। সম্পূর্ণ নির্দেশনার জন্য আপনি আপনার ব্রাউজারের হেল্প মেনু দেখতে পারেন অথবা www.allaboutcookies.org ওয়েবসাইট দেখতে পারেন।

আরও দেখুন আমাদের বিভিন্ন ওয়েবসাইটে ব্যবহৃত কুকিজ ও এই ধরনের প্রযুক্তিগুলো