সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

JW LIBRARY

JW Library Features

JW Library Features

বাইবেল অংশের ফিচারগুলো

  • বাইবেলের ছয়টা অনুবাদ থেকে যেকোনোটা বাছাই করুন।

  • কোনো একটা নির্দিষ্ট শাস্ত্রপদ ট্যাপ করে অ্যাপের অন্য বাইবেল ভারশনের সঙ্গে সেই শাস্ত্রপদ তুলনা করুন।

  • কোনো পাদটীকা চিহ্ন অথবা রেফারেন্স বর্ণ ট্যাপ করে সম্পর্কযুক্ত বিষয়বস্তু দেখুন।

 

নেভিগেশন

  • আপনার চলতি প্রকাশনা নেভিগেট করার জন্য স্ক্রিনের ওপর আঙুল অথবা মাউস দিয়ে বাম দিকে অথবা ডান দিকে সরিয়ে দিন।

  • আপনি পাঠ করছিলেন এমন যেকোনো পদ অথবা অধ্যায় দ্রুত খুঁজে পাওয়ার জন্য বুকমার্ক ব্যবহার করুন।

  • সম্প্রতি পড়েছেন এমন কোনো বিষয়বস্তু দ্রুত খুঁজে পেতে হিস্টোরি অংশটা ব্যবহার করুন।

  • অনুসন্ধান করুন অংশ ব্যবহার করে চলতি প্রকাশনায় বিভিন্ন শব্দ অথবা অভিব্যক্তি খুঁজুন।